ETV Bharat / state

কুমারগঞ্জে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক - youth suicided in kumargunj, south dinajpur

কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন যুবক । কুমারগঞ্জ ব্লকের মোহনার বিশ্বনাথপুর এলাকার ঘটনা ।

youth suicided in kumargunj, south dinajpur
কুমারগঞ্জে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবকের, অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
author img

By

Published : Apr 24, 2020, 11:54 PM IST

কুমারগঞ্জ, 24 এপ্রিল : কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন যুবক । নাম বাদল পাহান । বাড়ি কুমারগঞ্জ ব্লকের মোহনার বিশ্বনাথপুর এলাকায় । কৃষি দপ্তরে কর্মরত ছিলেন তিনি । আজ তাঁর মৃতদেহ উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ ৷ এরপর দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্যে কলহের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷

প্রায় মাস সাতেক আগে বিয়ে হয়েছিল বাদলের । অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত । আর গতকাল দুপুরে বাড়িতেই কীটনাশক খান বাদল । এরপর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বরাহার হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । বাড়িতে স্ত্রীর সঙ্গে অশান্তি করেই আত্মঘাতী হয়েছে বলে দাবি বাদলের পরিবারের । আজ বাদলের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । বাদলের পরিবার যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি ৷

এবিষয়ে মৃতের আত্মীয় নীলকান্ত পাহান বলেন, "পারিবারিক অশান্তির জেরে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেছে । সাত মাস আগেই বাদলের বিয়ে হয়েছিল । তারপর থেকে অশান্তি চলত । আজ ময়নাতদন্তের পর বালুরঘাট থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় । "

কুমারগঞ্জ, 24 এপ্রিল : কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন যুবক । নাম বাদল পাহান । বাড়ি কুমারগঞ্জ ব্লকের মোহনার বিশ্বনাথপুর এলাকায় । কৃষি দপ্তরে কর্মরত ছিলেন তিনি । আজ তাঁর মৃতদেহ উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ ৷ এরপর দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্যে কলহের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷

প্রায় মাস সাতেক আগে বিয়ে হয়েছিল বাদলের । অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত । আর গতকাল দুপুরে বাড়িতেই কীটনাশক খান বাদল । এরপর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বরাহার হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । বাড়িতে স্ত্রীর সঙ্গে অশান্তি করেই আত্মঘাতী হয়েছে বলে দাবি বাদলের পরিবারের । আজ বাদলের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । বাদলের পরিবার যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি ৷

এবিষয়ে মৃতের আত্মীয় নীলকান্ত পাহান বলেন, "পারিবারিক অশান্তির জেরে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেছে । সাত মাস আগেই বাদলের বিয়ে হয়েছিল । তারপর থেকে অশান্তি চলত । আজ ময়নাতদন্তের পর বালুরঘাট থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.