ETV Bharat / state

গাড়ি ভাড়া করে চলছিল ছাগল চুরি, বমাল ধরা পড়ল দুষ্কৃতী - goat

ফুলবাড়ি থেকে মাঝেমধ্যেই চুরি যাচ্ছিল ছাগল । আজ ছাগল চুরির সময় দুষ্কৃতীদের দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা ৷ এরপরই তাঁরা সিভিক ভলান্টিয়ারদের খবর দেন । নাকা চেকিং শুরু হয় । একটি গাড়ি থেকে চুরি যাওয়া ছাগল ও এক যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা ৷

বমাল ধরা পড়ল দুষ্কৃতী
author img

By

Published : Aug 19, 2019, 7:33 PM IST

গঙ্গারামপুর, ১৯ অগাস্ট : গাড়ি ভাড়া করে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক ৷ গঙ্গারামপুরের ফুলবাড়ির ঘটনা । ধৃতের নাম এখনও জানা যায়নি ৷ তবে তার বাড়ি বংশীহারির বুনিয়াদপুর এলাকায় ।

ফুলবাড়ি এলাকার মাঠ বা রাস্তা থেকে মাঝেমধ্যেই চুরি যাচ্ছিল ছাগল । আজ সকালে গঙ্গারামপুর থানার ফুলবাড়ির বড়পাড়া এলাকায় রাস্তার ধারে একটি ছাগল বাঁধা ছিল ৷ ছাগলটিকে চুরি করার জন্য একটি ভাড়া গাড়ি চেপে সেখানে যায় চার যুবক ৷ চুরির সময় তাদের দেখে ফেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ তারা সিভিক ভলান্টিয়ারদের খবর দেন । এরপর নাকা চেকিং শুরু করে সিভিক ভলান্টিয়াররা । পাশাপাশি এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন স্থানীয়রা ৷ সেইসময় একটি গাড়ি থেকে চুরি যাওয়া ছাগল ও এক যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা ৷ পরে ওই যুবককে গণপ্রহারের দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা । যদিও গাড়িতে থাকা অপর তিন যুবক চম্পট দেয় ।

lifting goat
এই সেই গাড়ি

স্থানীয় বাসিন্দা সুজন দত্ত বলেন, "মাঝেমধ্যেই এলাকা থেকে ছাগল চুরি যেত । চোর ধরতে পারছিলাম না ৷ আজ ছাগল চুরির সময় চার যুবককে দেখে ফেলেন এক বাসিন্দা ৷ এরপরই আমরা ফুলবাড়িতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও অন্য স্থানীয় বাসিন্দাদের খবর দিই । এরপর গাড়িটিকে আটকানো হয় । এই ঘটনায় একজন ধরা পরলেও বাকি তিন জন পালিয়ে যায় ।"

ফুলবাড়িতে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার বলেন, "ছাগল চুরির খবর পেয়েই আমরা রাস্তায় নাকা চেকিং শুরু করি । সেই সময়ই আমরা এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে ধরে ফেলি ৷ বাকি তিনজন ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । পরে গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে আটক ওই যুবককে থানায় নিয়ে যায় ৷" ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

গঙ্গারামপুর, ১৯ অগাস্ট : গাড়ি ভাড়া করে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক ৷ গঙ্গারামপুরের ফুলবাড়ির ঘটনা । ধৃতের নাম এখনও জানা যায়নি ৷ তবে তার বাড়ি বংশীহারির বুনিয়াদপুর এলাকায় ।

ফুলবাড়ি এলাকার মাঠ বা রাস্তা থেকে মাঝেমধ্যেই চুরি যাচ্ছিল ছাগল । আজ সকালে গঙ্গারামপুর থানার ফুলবাড়ির বড়পাড়া এলাকায় রাস্তার ধারে একটি ছাগল বাঁধা ছিল ৷ ছাগলটিকে চুরি করার জন্য একটি ভাড়া গাড়ি চেপে সেখানে যায় চার যুবক ৷ চুরির সময় তাদের দেখে ফেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ তারা সিভিক ভলান্টিয়ারদের খবর দেন । এরপর নাকা চেকিং শুরু করে সিভিক ভলান্টিয়াররা । পাশাপাশি এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন স্থানীয়রা ৷ সেইসময় একটি গাড়ি থেকে চুরি যাওয়া ছাগল ও এক যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা ৷ পরে ওই যুবককে গণপ্রহারের দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা । যদিও গাড়িতে থাকা অপর তিন যুবক চম্পট দেয় ।

lifting goat
এই সেই গাড়ি

স্থানীয় বাসিন্দা সুজন দত্ত বলেন, "মাঝেমধ্যেই এলাকা থেকে ছাগল চুরি যেত । চোর ধরতে পারছিলাম না ৷ আজ ছাগল চুরির সময় চার যুবককে দেখে ফেলেন এক বাসিন্দা ৷ এরপরই আমরা ফুলবাড়িতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও অন্য স্থানীয় বাসিন্দাদের খবর দিই । এরপর গাড়িটিকে আটকানো হয় । এই ঘটনায় একজন ধরা পরলেও বাকি তিন জন পালিয়ে যায় ।"

ফুলবাড়িতে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার বলেন, "ছাগল চুরির খবর পেয়েই আমরা রাস্তায় নাকা চেকিং শুরু করি । সেই সময়ই আমরা এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে ধরে ফেলি ৷ বাকি তিনজন ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । পরে গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে আটক ওই যুবককে থানায় নিয়ে যায় ৷" ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

Intro:গাড়ি ভাড়া করে রাস্তা থেকে অভিনব কায়দায় ছাগল চুরির চেষ্টা, চক্রের অন্যতম পাণ্ডাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল ক্ষুব্ধ জনতা।।

গঙ্গারামপুর, ১৯ আগস্ট: ছোট চার চাকা গাড়ি ভাড়া করে অভিনব কায়দায় ছাগল চুরি করতে এসে গাড়ি সহ ধরা পড়ল চক্রের এক পাণ্ডা। যদিও ছাগল চুরি চক্রের অন্য তিন পাণ্ডা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এদিকে ধৃত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানা ফুলবাড়ি এলাকায়। পরে গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত যুবক আটক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসে গোটা ঘটনা খতিয়ে দেখছে।

জানা গেছে, মাঝে মধ্যেই মাঠ বা রাস্তা থেকে চুরি যাচ্ছিল ছাগল। কে বা কারা কি করে ছাগল চুরি করছিল তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশায়। কোন ভাবেই স্থানীয় মানুষ থেকে পুলিশ ছাগল চুরির কিনারা করতে পারছিল না। এদিন সকালেও গঙ্গারামপুর থানা ফুলবাড়ির বড়পাড়া এলাকা রাস্তার ধারে বাঁধা অবস্থায় থেকে চুরি যায় একটি আস্ত ছাগল। তবে এবারে আর চোরেদের শেষ রক্ষা হয়নি। ছাগল চুরির সময় স্থানীয় একজন তা দেখে ফেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় ও ফুলবাড়িতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের। খবর পেয়েই গোটা রাস্তা জুড়ে স্থানীয় ও পুলিশরা নাকা চেকিং শুরু করে। চোরেদের ধরতে অন্য গাড়ি দিয়ে রাস্তা ব্লক করা হয়। নাকা চেকিংয়ের সময় একটি টাটা ইন্ডিকা গাড়ি থেকে চুরি যাওয়া ছাগলটি উদ্ধার হয়। ঘটনায় ছাগল চুরির অন্যতম এক পাণ্ডাকে ধরে ফেলে পুলিশ ও স্থানীয়রা। যদিও গাড়িতে থাকা অপর তিন জন ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এদিকে পরে গণপ্রহারের পর ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ধৃতের নাম না জানা গেলেও তার বাড়ি বংশীহারী থানার বুনিয়াদপুর এলাকায় বলে জানা গেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন থেকেই এই এলাকায় ছাগল চুরি করে আসছে। রাতের অন্ধকারে নয় অভিনব কায়দায় ছাগল চুরি করত তারা। প্রথমে একটি চার চাকার ছোটো গাড়ি ভাড়া করা হত। সেই গাড়ি করেই শিকারের খোঁজে বেরিয়ে পড়ত চক্রটি। ফাঁকা রাস্তায় ছাগল বাঁধা দেখলেই সুযোগ বুঝে গাড়িতে তুলে নিতেন। এরপরই ঘটনাস্থল থেকে পগারপার হয়ে যেতেন। এর ফলে এলাকার মানুষদের সামনে দিয়ে গেলেও তারা ঘুনাক্ষরেও তা টের পেতেন না। আর যাই হোক চোরেরা তো চারচাকা গাড়ি নিয়ে যেতে পারে না। তবে এদিন গাড়িতে করে ছাগল চুরির ঘটনা এক ব্যক্তির নজরে আসায় পুরো ঘটনা জানাজানি হয়। কাটে ধোঁয়াশাও। অন্যদিকে ধৃত যুবকের নাম জানার পাশাপাশি চক্রের অন্য পাণ্ডাদের খোঁজ চালাচ্ছে গঙ্গারামপুর থানার পুলিশ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা সুজন দত্ত জানান, মাঝে মধ্যেই ছাগল চুরির ঘটনা ঘটত। তারা কোন মতেই বুঝে উঠতে পার ছিলেন না কে বা কারা এই ছাগল দিনে দুপুরে চুরি করছে। আজ ছাগল চুরির সময় এক ব্যক্তি তা দেখে ফেলেন। গাড়ি থামতে বললে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে চোরেরা। এরপর সঙ্গে সঙ্গে ফুলবাড়িতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয়দের খবর দেন। এরপরই ছাগল চুরি করে নিয়ে যা গাড়িটিকে ধরে ফেলা হয়। ঘটনায় একজন ধরা পরলেও বাকি তিন জন পালিয়ে যায়।

এবিষয়ে ফুলবাড়িতে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার জানান, ছাগল কুঁড়ি চুরি করে নিয়েছে জানতে পেরেই সঙ্গে সঙ্গে তারা অন্য একটি গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে নাকা চেকিং শুরু করে। সেই সময়ই ছাগল চুরি করে জায়গাটিকে ধরে ফেলেন তারা। একজনকে ধরতে পারলেও বাকি তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে আটক ওই যুবককে থানায় নিয়ে যায়।

গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ।Body:Gangarampur Conclusion:Gangarampur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.