ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে কুপিয়ে খুন যুবতির - dasharath mardi

বছর 20 আগে দশরথ মার্ডি চৌরাপাড়ায় মানসীকে বিয়ে করে । অভিযোগ, মানসী টুডুর সঙ্গে এলাকার অনেক পুরুষের সম্পর্ক ছিল । এনিয়ে তাদের বচসা শুরু হয় । সেই সময় কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে দশরথ মার্ডির মাথায় আঘাত করে তার স্ত্রী ।

পুলিশের থানার সামনে মার্ডির দেহ
author img

By

Published : May 21, 2019, 9:02 PM IST

Updated : May 21, 2019, 9:11 PM IST

বালুরঘাট, 21 মে : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । মৃতের নাম দশরথ মার্ডি (45), পেশায় কৃষক । বাড়ি বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের দামনগর এলাকায় । গত 20 বছর ধরে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়ায় ঘর জামাই থাকতেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার IC । আজ দুপুরে পুলিশ মৃতের স্ত্রী মানসী টুডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

বছর 20 আগে দশরথ মার্ডি চৌরাপাড়ায় মানসীকে বিয়ে করে । তাদের এক ছেলে ও এক মেয়ে আছে । অভিযোগ, মানসী টুডুর সঙ্গে এলাকার অনেক পুরুষের সম্পর্ক ছিল । একারণে বেশ কয়েকবার বাড়ি ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছিল সে । বিষয়টি জানার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত । গতরাতে ফের তাদের মধ্যে বচসা শুরু হয় । সেই সময় কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে দশরথ মার্ডির মাথায় আঘাত করে তার স্ত্রী । চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থানে আসে । এরপর প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভরতি করে তাঁকে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত । বাড়ি থেকে রক্তাক্ত কুড়ুল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দশরথ মার্ডির স্ত্রী মানসী টুডুকে । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।

এ বিষয়ে মৃতের ভাইপো নির্মল টুডু বলেন, "গতকাল রাতে খবর আসে । সকালেই বালুরঘাট হাসপাতালে যাই । জানতে পারি কাকা মারা গেছে । তাকে কুপিয়ে খুন করা হয়েছে । কে বা কারা করেছে তা জানা নেই । তবে কাকা ও কাকিমার মধ্যে ঝামেলা লেগেই থাকত ।"

এবিষয়ে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা । পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মৃত স্ত্রীকে আটক করা হয়েছে ।

বালুরঘাট, 21 মে : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । মৃতের নাম দশরথ মার্ডি (45), পেশায় কৃষক । বাড়ি বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের দামনগর এলাকায় । গত 20 বছর ধরে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়ায় ঘর জামাই থাকতেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার IC । আজ দুপুরে পুলিশ মৃতের স্ত্রী মানসী টুডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

বছর 20 আগে দশরথ মার্ডি চৌরাপাড়ায় মানসীকে বিয়ে করে । তাদের এক ছেলে ও এক মেয়ে আছে । অভিযোগ, মানসী টুডুর সঙ্গে এলাকার অনেক পুরুষের সম্পর্ক ছিল । একারণে বেশ কয়েকবার বাড়ি ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছিল সে । বিষয়টি জানার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত । গতরাতে ফের তাদের মধ্যে বচসা শুরু হয় । সেই সময় কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে দশরথ মার্ডির মাথায় আঘাত করে তার স্ত্রী । চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থানে আসে । এরপর প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভরতি করে তাঁকে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত । বাড়ি থেকে রক্তাক্ত কুড়ুল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দশরথ মার্ডির স্ত্রী মানসী টুডুকে । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।

এ বিষয়ে মৃতের ভাইপো নির্মল টুডু বলেন, "গতকাল রাতে খবর আসে । সকালেই বালুরঘাট হাসপাতালে যাই । জানতে পারি কাকা মারা গেছে । তাকে কুপিয়ে খুন করা হয়েছে । কে বা কারা করেছে তা জানা নেই । তবে কাকা ও কাকিমার মধ্যে ঝামেলা লেগেই থাকত ।"

এবিষয়ে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা । পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মৃত স্ত্রীকে আটক করা হয়েছে ।

Intro:বালুরঘাটে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে খুন, আটক স্ত্রী।।

বালুরঘাট, ২১ মে: পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম দশরথ মার্ডি(৪৫)। পেশায় কৃষক। বাড়ি বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের দামনগর এলাকায় হলেও বছর ২০ আগে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া এলাকায় ঘর জামাই থাকেন। ঘটনায় বালুঘাট থানার পুলিশ মৃতের স্ত্রী মানসী টুডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সব বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা।

জানা গেছে, বছর কুড়ি আগে দশরথ মার্ডি চৌরাপাড়া এলাকার মানুষকে বিয়ে করে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল রাতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অভিযোগ, বিবাহবহির্ভূত মানসী টুডুর সঙ্গে এলাকার অনেক পুরুষের সম্পর্ক ছিল। পরকীয়ার জেরে বেশ কয়েকবার বাড়ি ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেছিল সে। বিষয়টি জানার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। গত কাল ফের একবার তাদের মধ্যে বছর শুরু হয়। সেই সময় কুরুল ও ধারালো অস্ত্র দিয়ে দশরথ মার্ডির মাথায় আঘাত করে তার স্ত্রী। এরপর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে আজ পুলিশ মর্গে আসেন বালুঘাট থানার আইসি জয়ন্ত দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী। সবকিছু খতিয়ে দেখার পর তারা ঘটনাস্থলে যান। বাড়ি থেকে রক্তাক্ত কুরুল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দশরথ মার্ডির স্ত্রী মানসী টুডুকে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে মৃতের ভাইপো নির্মল টুডু জানান, গতকাল রাত বারোটা একটার দিকে তাদের কাছে প্রথম খবর আসে। সকালেই বালুরঘাট হাসপাতাল আসেন। আসার পর জানতে পারেন তার কাকু মারা গেছে। ধারালো অস্ত্র কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। কে বা কারা করেছে তা জানা নেই। তবে তার কাকিমার সঙ্গে কাকুর মাঝে মধ্যেই বচসা বাধ্যত। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।

অন্যদিকে মৃতের আর এক আত্মীয় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। তার স্ত্রী তাকে কুপিয়ে খুন করেছে।

অন্যদিকে বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মৃত স্ত্রীকে আটক করা হয়েছে।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : May 21, 2019, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.