বালুরঘাট, ১৯ সেপ্টেম্বর: "ভেবেছিলেন শুধু দক্ষিণবঙ্গে তোলাবাজি চলে । দক্ষিণ দিনাজপুর এসে জানতে পারছেন এখানেও হরিদাস ভাইপোর তোলাবাজির টিম রয়েছে । আপনারা যাকে যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন । হরিদাস ভাইপোর টিমের মাধ্যমে প্রতিদিন জাতীয় এবং রাজ্য সড়কে যাতায়াতকারী লাখ লাখ লরির কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হচ্ছে । এবং সেই টাকা কলকাতায় যাচ্ছে । এটা লজ্জার বিষয় । যুবসমাজের কথা না ভেবে শুধুমাত্র পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে টাকা তোলা তুলে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে একটাই শিল্প রয়েছে তা হল তোলা শিল্প ।" আজ বালুরঘাটে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বললেন BJP যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ । সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, BJP রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায় ও শুভেন্দু সরকার সহ অন্য নেতৃত্বরা ।
প্রসঙ্গত, BJP যুব মোর্চার রাজ্য সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় এলেন সৌমিত্র খাঁ । গতকাল রাতেই বালুরঘাটে পৌঁছে যান সাংসদ । এরপর আজ সকালে বালুরঘাট শহরের চায় পে চর্চা এবং জনসংযোগ করেন । সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর চিঠি বিলি করেন সৌমিত্রবাবু । এরপর বালুরঘাট কল্যাণীঘাট এলাকার BJP-র দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি । সাংবাদিক সম্মেলন শেষে বালুরঘাট শহরের বিভিন্ন দল থেকে 25 জন BJP-তে যোগদান করে । এরপর তপন ব্লকেও একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 70 জন BJP-তে যোগদান করে । সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । এরপর বুনিয়াদপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শতাধিক জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করেন।
আজকের সাংবাদিক বৈঠক থেকে সৌমিত্র খাঁ আরও বলেন, মানুষ চাইছে পশ্চিমবাংলায় তোলা শিল্প বন্ধ হয়ে শিল্প কলকারখানা হোক । বিশ্বকর্মা পুজো হলেও পশ্চিমবঙ্গের বড় বড় কারখানায় হচ্ছে না । বালুরঘাটে এখন পর্যন্ত কোনও শিল্প হয়নি । তবে আগামী বিধানসভায় তাঁরা ক্ষমতায় এলে বালুরঘাটে কৃষি ও মৎস্য শিল্প করতে চান । বিরোধী জনপ্রতিনিধিদের কোনওরকম কোনো কিছু করার অনুমতি দেয় না । এই সরকার সার্কিট হাউজ় থেকে মিটিং মিছিল করার অনুমতি দেওয়া হয় না । কিন্তু তৃণমূল করলে পুলিশ দড়ি হাতে দাঁড়িয়ে সুরক্ষা দেয় বলে কটাক্ষ করেন ।
এবিষয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চকি জানান, পশ্চিমবঙ্গ তোলা শিল্প পরিণত হয়েছে, এমনটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা । তিনি প্রমাণ করে দেখাক যে দক্ষিণ দিনাজপুর থেকে তোলার টাকা কলকাতায় যায় বা অন্য কোথাও যায় । একজন সাংসদ রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করতে এমন মন্তব্য না করাই ভালো । তিনি আরও বলেন, BJP-র পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে । আর যখন পায়ের তলার মাটি সরে যায় তখন এমন ইশু নিয়ে তাঁরা সামনে এগোতে চায় ।