গঙ্গারামপুর, 26 জুলাই: রেলের আন্ডারপাসের জল নিকাশীর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের । গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকার ঘটনা । বেশ কয়দিনের বৃষ্টিতে প্রচুর জল জমা হয়েছে রেলের আন্ডারপাসে (Water is Accumulating in Railway Underpass) । এর ফলে বেশ কয়েটি গ্রামের মানুষের চলাফেরায় অসুবিধা হচ্ছে । অবিলম্বে স্থায়ীভাবে জল নিকাশি ব্যবস্থার দাবি তুললেন এলাকার মানুষজন ৷
জানা গিয়েছে, মাস দেড়েক আগে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর এলাকায় এই আন্ডারপাসটি তৈরি করা হয়। তবে বর্ষার শুরুতেই আন্ডারপাসে জল জমতে থাকায় সমস্যায় পড়েছে এলাকাবাসী। গত দু'দিনের বৃষ্টিতে নন্দনপুর এলাকার আন্ডারপাসটিতে হাঁটুজল জমে যায়। এর জেরে যাতায়াত করতে সমস্যায় পড়েন এলাকাবাসী । বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ এতেই বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ ৷
এই বিষয়ে এলাকাবাসী প্রদ্যুৎ চক্রবর্তী বলেন,"নন্দনপুর এলাকায় আন্ডারপাস হওয়ার সময় রেলের পক্ষ থেকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এখনও পর্যন্ত তা তারা পালন করেনি । মানুষকে বোকা বানিয়ে বলেছিল যে আন্ডারপাসে জল জমবে না ৷ তার জন্য যথাযথ ব্যবস্থা করা হবে । কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে প্রচুর জল জমে রয়েছে । এখানে জল বেরোনোর কোনও রাস্তা নেই। ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের ৷ আমরা চাই রেল অবিলম্বে প্রতিশ্রুতি পালন করুক ৷"
আরও পড়ুন: মালদায় রেলের আন্ডারপাস তৈরির কৃতিত্ব দাবি, বচসায় জড়ালেন সাংসদ ও কাউন্সিলর
এই বিষয়ে রাধেশ্যাম সরকার নামে আরও এক গ্রামবাসী বলেন,"আমাদের আন্ডারপাস হওয়ার সময় রেলের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তারা তা পালন করছে না । ফলে আমরা খুবই সমস্যায় পড়েছি ৷" স্টেশন মাস্টার অসিত কুমার দাস বলেন,"আমরা বিষয়টি উপর মহলে জানিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি জল নিষ্কাশনের ব্যবস্থা হবে।"