ETV Bharat / state

জাতীয় সড়কে কাজের সময় জলের পাইপ ফেটে বিপত্তি - road works

বালুরঘাটে 512 নম্বর জাতীয় সড়কের কাজের সময় পাইপ ফেটে বিপত্তি । গতকাল সকাল থেকে অপচয় হচ্ছে পানীয় জল । দ্রুত পাইপটি মেরামতের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ ।

drinking water
পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি
author img

By

Published : Dec 1, 2019, 3:18 AM IST

বালুরঘাট, 1 ডিসেম্বর : রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে ফাটল পানীয় জলের পাইপে । জলমগ্ন হয়ে যায় বালুরঘাট বি এড কলেজ এলাকা । স্থানীয়দের অভিযোগ, সকালে পাইপ ফাটলেও এখনও পর্যন্ত তা ঠিক করা যায়নি ফলে অপচয় হচ্ছে পানীয় জল । ঘটনার বেশ কিছুক্ষণ পর পৌরসভার কর্মীদের টনক নড়ে । তাদের খবর দিলে তারা আসে । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ।

বছর খানেক আগে শুরু হয় বালুরঘাট- হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ । কিছুদিন আগে বালুরঘাট পৌর এলাকায় এই কাজ শুরু করে ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা । গতকাল দুপুরে রাস্তা সম্প্রসারণের কাজ করার সময় হঠাৎই ফেটে যায় পৌরসভার পানীয় জলের মেন পাইপ লাইন । পাইপ ফেটে যেতেই জলমগ্ন হয়ে পড়ে বালুরঘাট শহরের বি এড কলেজ এলাকা । বিশুদ্ধ পানীয় জল হু হু করে বের হতে থাকে । উপায় না পেয়ে ঠিকাদার সংস্থার কর্মীরা মাটি কেটে পাশের মাঠে জল বের করে দেয় । পাইপটি এখনও ঠিক করা সম্ভব হয়নি । এদিকে, রাস্তার কাজেও বেগ পেতে হয় তাদের । এই এলাকার কাজ আপাতত বন্ধ কে রাখা হয়েছে, পাইপ মেরামত হলে পুরো জল বের করে তবেই শুরু হবে কাজ ।

drinking water
এভাবেই অপচয় হচ্ছে পানীয় জল

এবিষয়ে পথচলতি সবুজ বর্মণ জানান, বাড়ি যাওয়ার পথে হঠাৎই দেখেন এই এলাকা দিয়ে জল বেরোচ্ছে । তাঁর কথায়, "এভাবে সকাল থেকে পানীয় জল নষ্ট হচ্ছে, কেন এখনও পর্যন্ত পাইপ লাইনটি সারানো সম্ভব হচ্ছে না তা খতিয়ে দেখলে ভালো হয় ।" পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ । তাদের কথায়, কাজ চলছে, জল বন্ধ হয়ে যাবে দ্রুত ।

বালুরঘাট, 1 ডিসেম্বর : রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে ফাটল পানীয় জলের পাইপে । জলমগ্ন হয়ে যায় বালুরঘাট বি এড কলেজ এলাকা । স্থানীয়দের অভিযোগ, সকালে পাইপ ফাটলেও এখনও পর্যন্ত তা ঠিক করা যায়নি ফলে অপচয় হচ্ছে পানীয় জল । ঘটনার বেশ কিছুক্ষণ পর পৌরসভার কর্মীদের টনক নড়ে । তাদের খবর দিলে তারা আসে । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ।

বছর খানেক আগে শুরু হয় বালুরঘাট- হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ । কিছুদিন আগে বালুরঘাট পৌর এলাকায় এই কাজ শুরু করে ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা । গতকাল দুপুরে রাস্তা সম্প্রসারণের কাজ করার সময় হঠাৎই ফেটে যায় পৌরসভার পানীয় জলের মেন পাইপ লাইন । পাইপ ফেটে যেতেই জলমগ্ন হয়ে পড়ে বালুরঘাট শহরের বি এড কলেজ এলাকা । বিশুদ্ধ পানীয় জল হু হু করে বের হতে থাকে । উপায় না পেয়ে ঠিকাদার সংস্থার কর্মীরা মাটি কেটে পাশের মাঠে জল বের করে দেয় । পাইপটি এখনও ঠিক করা সম্ভব হয়নি । এদিকে, রাস্তার কাজেও বেগ পেতে হয় তাদের । এই এলাকার কাজ আপাতত বন্ধ কে রাখা হয়েছে, পাইপ মেরামত হলে পুরো জল বের করে তবেই শুরু হবে কাজ ।

drinking water
এভাবেই অপচয় হচ্ছে পানীয় জল

এবিষয়ে পথচলতি সবুজ বর্মণ জানান, বাড়ি যাওয়ার পথে হঠাৎই দেখেন এই এলাকা দিয়ে জল বেরোচ্ছে । তাঁর কথায়, "এভাবে সকাল থেকে পানীয় জল নষ্ট হচ্ছে, কেন এখনও পর্যন্ত পাইপ লাইনটি সারানো সম্ভব হচ্ছে না তা খতিয়ে দেখলে ভালো হয় ।" পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ । তাদের কথায়, কাজ চলছে, জল বন্ধ হয়ে যাবে দ্রুত ।

Intro:জাতীয় সড়ক সম্প্রসারণের সময় পৌরসভা জলের পাইপলাইন ফেটে জলমগ্ন গোটা এলাকা।। 

বালুরঘাট, ৩০ নভেম্বর: প্রায় বছর খানেক আগে বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বাউল বালুরঘাট শহরকে বাদ দিয়ে আগে ত্রিমোহনী থেকে মালঞ্চা পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়। কিছুদিন আগে বালুরঘাট পৌর এলাকায় রাস্তা সম্প্রসারণ কাজ শুরু করে ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। শনিবার দুপুরে রাস্তা সম্প্রসারণের কাজ করার সময় হঠাৎই ফেটে যায় বাড়ি বাড়ি জল দেওয়ার মেন পাইপ লাইন। পাইপ ফেটে যেতেই জলমগ্ন হয়ে পড়ে বালুরঘাট শহরের বিএড কলেজ এলাকা। বিশুদ্ধ পানীয় জল হু হু করে বের হতে থাকে। উপায় না পেয়ে ঠিকাদার সংস্থার কর্মীরা মাটি কেটে পাশের মাঠে জল বের করে দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পৌরসভার কর্মীরা। তবে ভাঙা ওই পাইপ লাইনটি ঠিক করা এখনো সম্ভব হয়নি। 

জানা গেছে, বালুরঘাট পৌরসভা থেকে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার জন্য শহর জুড়ে মাটির নিচে পাইপলাইন ফেলার রয়েছে। বালুরঘাট আত্রেয়ী নদীর জল পাইপ লাইনের মাধ্যমে নিয়ে আসা হয় বালুরঘাট ট্রাক্ট টার্মিনাসে। এখানেই জল পরিশুদ্ধ করে আবার পাইপ লাইনের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হয়। জাতীয় সড়কের দু'পাশেই রয়েছে পৌরসভার জলের পাইপ লাইন। এদিকে গত কয়েকদিন আগে বালুরঘাট পৌর এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আজ বালুরঘাট বিএড কলেজের উল্টো দিকে ভারত সেবাশ্রম সংঘের পাশে এলাকায় রাস্তা সম্প্রসারণের জন্য মেশিন দিয়ে মাটি খুড়তে গেলে পৌরসভার জলের পাইপ লাইন ফেটে যায়। পাইপলাইন ফেটে যাওয়ায় গোটা এলাকা জলমগ্ন হয়ে পরে। বন্ধ হয়ে যায় রাস্তা সম্প্রসারণের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুঘাট পৌরসভার কর্মীরা।

এবিষয়ে পথচলতি সবুজ বর্মণ জানান, বাড়ি যাওয়ার পথে হঠাৎই দেখেন এই এলাকা দিয়ে জল বেরোচ্ছে। রাস্তার কাজ চলার সময় জলের পাইপ লাইন ফেটে যায়। সেই বিশুদ্ধ পানীয় জল বেরিয়ে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। অবিলম্বে পাইপলাইনটি মেরামত করা দরকার। তা না হলে বিশুদ্ধ পানীয় জল অপচয় হচ্ছে। তিনি পৌরসভার কোন অধিকারিক বা কর্মীকে দেখতে পাননি। 

অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.