বংশীহারি, 4 জুলাই : ভাঙাচোরা, কর্দমাক্ত, চলাচলের অযোগ্য রাস্তা । তাই নিত্যদিন ঘটছে দুর্ঘটনা ৷ একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সমাধান হয়নি ৷ তাই প্রতিবাদে আজ স্থানীয় বাসিন্দারা জল-কাদাপূর্ণ রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের এলানকুড়ি গ্রামে ।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বংশীহারি ব্লকের মহিপুর এলানকুড়ি থেকে ডোমপাড়া ছোটকরই পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বর্ষায় একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও হুঁশ নেই স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের । তাই এই কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখানো হল । অবিলম্বে এই রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামের বাসিন্দারা ।
বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিলেছিল ৷ কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার দুই মাস বাদেও তা বাস্তবায়িত হয়নি । রোশনারা বেগম নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘ইলান কুড়ি-সহ ডোমপাড়া, ছোটকরই প্রভৃতি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের প্রতিদিনের চলাচলের একমাত্র রাস্তা হল এটি । দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে । বিশেষ করে বর্ষার সময়ে এই ভাঙাচোরা রাস্তায় জল কাদা জমে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে । এই রাস্তা পার করেই গ্রামের সাধারণ মানুষকে রোগী নিয়ে সদরে আসা থেকে শুরু করে হাট-বাজার, রেশন সহ গুরুত্বপূর্ণ কাজ করতে আসা-যাওয়া করতে হয় । কিন্তু বেহাল এই রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ এখনও পর্যন্ত গ্রহণ করেনি প্রশাসন । এরই প্রতিবাদ জানাতে রাস্তায় ধানের চারা রোপণ করে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল হন কয়েকশো বাসিন্দা ।’’
আরও পড়ুন : কুয়োয় পড়লেন বৃদ্ধা, বাঁচাতে ঝাঁপ ব্যক্তির
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, আমাদের এই রাস্তা দীর্ঘ 15 বছর ধরে খারাপ ৷ বহুবার স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি । আমরা চাই রাস্তাটা খুব দ্রুত মেরামত করা হোক ৷’’
এই বিষয়ে বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার বলেন, ‘‘পূর্বে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল । মাঝে বিধানসভা নির্বাচনের কারণে তা বন্ধ হয়ে যায় । করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউনের কারণে বাইরে থেকে রাস্তা নির্মাণের সামগ্রী আনা সম্ভব হচ্ছে না । আগামী 15 জুলাইয়ের পর থেকে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে ।’’