ETV Bharat / state

কোরোনা পরীক্ষার দাবিতে বংশীহারীতে পথ অবরোধ গ্রামবাসীর

author img

By

Published : Jun 15, 2020, 4:23 PM IST

নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই কোয়ারানটিন সেন্টার থেকে ছ'জনকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ । এরপরই গ্রামের প্রত্যেকের নমুনা পরীক্ষার দাবিতে মালদা-বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বংশীহারীর থানার পাথরঘাটার বাসিন্দারা ।

ছবি
ছবি

বংশীহারী, 15 জুন : কেরোনা পরীক্ষার দাবিতে পথ অবরোধ করলেন বংশীহারী থানার পাথরঘাটার বাসিন্দারা । আজ সকালে মালদা-বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল । খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ এসে অবরোধ উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে ।


দক্ষিণ দিনাজপুরে নতুন করে 14 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । তাঁদের মধ্যে ছ'জন পাথরঘাটা স্কুলে কোয়ারানটিনে ছিলেন । বাসিন্দাদের অভিযোগ, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই পাঁচ দিনে তাঁদের ছেড়ে দেওয়া হয় । এরপর তাঁরা পাথরঘাটার বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন । তাই এলাকায় সংক্রমণ ছড়াতে পারে ।

এই বিষয়ে বেবি বর্মণ নামে গ্রামের এক বাসিন্দা বলেন, “আমাদের পাথরঘাটাতে প্রচুর পরিযায়ী শ্রমিক এসেছেন । কিন্তু তাঁদের 14 দিনের কোয়ারানটিনের পরিবর্তে পাঁচদিন পরই ছেড়ে দেওয়া হয় । ইতিমধ্যেই তাঁরা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন । আমরা চাই সমস্ত গ্রামবাসীর অতি দ্রুত সোয়াব টেস্টের ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে ।"

BMOH পুলকেশ সাহা বলেন, “আমরা পাথরঘাটা এলাকার সমস্ত বাসিন্দার সোয়াব টেস্ট করব । আজ 70 জনের পরীক্ষা হবে । আগামীকাল বাকি সবার হবে ।”

বংশীহারী, 15 জুন : কেরোনা পরীক্ষার দাবিতে পথ অবরোধ করলেন বংশীহারী থানার পাথরঘাটার বাসিন্দারা । আজ সকালে মালদা-বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল । খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ এসে অবরোধ উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে ।


দক্ষিণ দিনাজপুরে নতুন করে 14 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । তাঁদের মধ্যে ছ'জন পাথরঘাটা স্কুলে কোয়ারানটিনে ছিলেন । বাসিন্দাদের অভিযোগ, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই পাঁচ দিনে তাঁদের ছেড়ে দেওয়া হয় । এরপর তাঁরা পাথরঘাটার বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন । তাই এলাকায় সংক্রমণ ছড়াতে পারে ।

এই বিষয়ে বেবি বর্মণ নামে গ্রামের এক বাসিন্দা বলেন, “আমাদের পাথরঘাটাতে প্রচুর পরিযায়ী শ্রমিক এসেছেন । কিন্তু তাঁদের 14 দিনের কোয়ারানটিনের পরিবর্তে পাঁচদিন পরই ছেড়ে দেওয়া হয় । ইতিমধ্যেই তাঁরা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন । আমরা চাই সমস্ত গ্রামবাসীর অতি দ্রুত সোয়াব টেস্টের ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে ।"

BMOH পুলকেশ সাহা বলেন, “আমরা পাথরঘাটা এলাকার সমস্ত বাসিন্দার সোয়াব টেস্ট করব । আজ 70 জনের পরীক্ষা হবে । আগামীকাল বাকি সবার হবে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.