ETV Bharat / state

পাকা রাস্তার দাবিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ - Dakhin Dinajpur

10 থেকে 15 হাজার মানুষ বসবাস করে এই এলাকায় । ওই রাস্তা দিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হয় ।

Dakhin Dinajpur
Dakhin Dinajpur
author img

By

Published : Sep 20, 2020, 3:46 PM IST

Updated : Sep 20, 2020, 4:08 PM IST

কুশুমণ্ডি, 20 সেপ্টেম্বর : পাকা রাস্তার দাবিতে চারাগাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের । দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমণ্ডি গ্ৰাম পঞ্চায়েত এলাকার ঘটনা । জানা গিয়েছে, এই এলাকার বিশকুড়ি থেকে মঙ্গলপুর পযর্ন্ত 3 কিলোমিটার রাস্তা মাটির । যার ফলে বর্ষাকালে সমস্যায় পড়ে এলাকার মানুষ । আজ পাকা রাস্তার দাবিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা । বিশকুড়ি ,রসুলপুর, কুলদহ , চেওড়া এই চারটি গ্ৰামের মানুষ বিক্ষোভ দেখায় । এলাকার মানুষের অভিযোগ, এ বিষয়ে বারংবার কুশুমণ্ডি ব্লক প্রশাসন ও প্রধানকে জানানো হলেও কোন সুরাহা মেলেনি ।

মাটির এই রাস্তায় বর্ষাকালে চলাফেরায় ব্যাপক সমস্যায় পড়ে সাধারণ মানুষ । মাটির রাস্তাটি পাকার দাবি একাধিকবার জানালেও এখনও পাকা হয়নি । 2017 সাল থেকে পাকা রাস্তার দাবিতে জোরালো আন্দোলন শুরু করে গ্রামবাসীরা । BDO সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয় ৷ রাস্তার দাবিতে গত বছর কুশুমণ্ডিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলপুর সহ একাধিক গ্রামের মানুষ । সেই সময় প্রশাসনের তরফে আশ্বাস মিললেও এখনও তৈরি হয়নি পাকা রাস্তা ।

স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য পরিমল চন্দ্র রায় বলেন, " স্বাধীনতার 74 বছর কেটে গেলেও এখনও রাস্তা পাকা হয়নি । বারংবার কুশুমণ্ডি ব্লক প্রশাসন ও প্রধানকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি । BDO সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয় ৷ রাস্তার দাবিতে গত বছর কুশুমণ্ডিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলপুর সহ একাধিক গ্রামের মানুষ । সেই সময় আশ্বাস মিললেও এখনও তৈরি হয়নি পাকা রাস্তা । আমরা চাই এই কাঁচা রাস্তা পাকা হোক ।"

এই প্রসঙ্গে নাসের আলি নামে এক গ্ৰামবাসী বলেন, " 10 থেকে 15 হাজার মানুষ বসবাস করে এই এলাকায় । ওই রাস্তা দিয়ে এলাকার মানুষকে নিত্য দিন যাতায়াত করতে হয় । মঙ্গলপুর থেকে বিশকুড়ি এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় । গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে চরম সমস্যা হয় । আমরা চাই আমাদের মাটির রাস্তা পাকা করা হোক । না হলে বৃহত্তর আন্দোলন ও ভোট বয়কট করব আমরা ।" এই বিষয়ে কুশুমণ্ডি পঞ্চায়েতের প্রধান সুনন্দা বিশ্বাস বলেন, " আমি বিষয়টি শুনেছি । খুব তাড়াতাড়ি রাস্তাটি নিয়ে জেলা পরিষদে জানানো হবে ।"

কুশুমণ্ডি, 20 সেপ্টেম্বর : পাকা রাস্তার দাবিতে চারাগাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের । দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমণ্ডি গ্ৰাম পঞ্চায়েত এলাকার ঘটনা । জানা গিয়েছে, এই এলাকার বিশকুড়ি থেকে মঙ্গলপুর পযর্ন্ত 3 কিলোমিটার রাস্তা মাটির । যার ফলে বর্ষাকালে সমস্যায় পড়ে এলাকার মানুষ । আজ পাকা রাস্তার দাবিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা । বিশকুড়ি ,রসুলপুর, কুলদহ , চেওড়া এই চারটি গ্ৰামের মানুষ বিক্ষোভ দেখায় । এলাকার মানুষের অভিযোগ, এ বিষয়ে বারংবার কুশুমণ্ডি ব্লক প্রশাসন ও প্রধানকে জানানো হলেও কোন সুরাহা মেলেনি ।

মাটির এই রাস্তায় বর্ষাকালে চলাফেরায় ব্যাপক সমস্যায় পড়ে সাধারণ মানুষ । মাটির রাস্তাটি পাকার দাবি একাধিকবার জানালেও এখনও পাকা হয়নি । 2017 সাল থেকে পাকা রাস্তার দাবিতে জোরালো আন্দোলন শুরু করে গ্রামবাসীরা । BDO সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয় ৷ রাস্তার দাবিতে গত বছর কুশুমণ্ডিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলপুর সহ একাধিক গ্রামের মানুষ । সেই সময় প্রশাসনের তরফে আশ্বাস মিললেও এখনও তৈরি হয়নি পাকা রাস্তা ।

স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য পরিমল চন্দ্র রায় বলেন, " স্বাধীনতার 74 বছর কেটে গেলেও এখনও রাস্তা পাকা হয়নি । বারংবার কুশুমণ্ডি ব্লক প্রশাসন ও প্রধানকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি । BDO সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয় ৷ রাস্তার দাবিতে গত বছর কুশুমণ্ডিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলপুর সহ একাধিক গ্রামের মানুষ । সেই সময় আশ্বাস মিললেও এখনও তৈরি হয়নি পাকা রাস্তা । আমরা চাই এই কাঁচা রাস্তা পাকা হোক ।"

এই প্রসঙ্গে নাসের আলি নামে এক গ্ৰামবাসী বলেন, " 10 থেকে 15 হাজার মানুষ বসবাস করে এই এলাকায় । ওই রাস্তা দিয়ে এলাকার মানুষকে নিত্য দিন যাতায়াত করতে হয় । মঙ্গলপুর থেকে বিশকুড়ি এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় । গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে চরম সমস্যা হয় । আমরা চাই আমাদের মাটির রাস্তা পাকা করা হোক । না হলে বৃহত্তর আন্দোলন ও ভোট বয়কট করব আমরা ।" এই বিষয়ে কুশুমণ্ডি পঞ্চায়েতের প্রধান সুনন্দা বিশ্বাস বলেন, " আমি বিষয়টি শুনেছি । খুব তাড়াতাড়ি রাস্তাটি নিয়ে জেলা পরিষদে জানানো হবে ।"

Last Updated : Sep 20, 2020, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.