কুশমণ্ডি, 18 মে : ছিল গ্রিন জ়োন । কোরোনা আক্রান্তের হদিস মিলতেই দক্ষিণ দিনাজপুর পরিণত হল অরেঞ্জ জ়োনে । তৈরি হল দু'টি কনটেনমেন্ট জ়োনও । কুশমণ্ডিতে তিনজন কোরোনায় আক্রান্ত হওয়ার পর প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গতকাল জরুরি বৈঠক করেন জেলাশাসক নিখিল নির্মল । যে এলাকায় কোরোনার হদিস মিলেছে সেখানে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি । উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দেসহ গঙ্গারামপুর মহকুমার প্রশাসনিক আধিকারিকরা ।
দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে গতকালই তিনজনের শরীরে কোরোনার সংক্রমণ মিলেছে । তিনজনের মধ্যে দু'জন ভিনজেলা ও একজন ভিনরাজ্যে কাজ করতেন । তিনজনের মধ্যে একজন পেশায় গাড়িচালক । একজন বিহারে শ্রমিকের কাজ করতে গেছিলেন ও একজন শ্রমিকের কাজ করতে কলকাতায় গেছিলেন । তিনজনই গত সপ্তাহে বাড়ি আসেন । তাঁদের লালারস সংগ্রহ করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল । গতকাল তিনজনের রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর তাঁদের রায়গঞ্জের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।
গতকাল থেকে কুশমণ্ডির দু'টি এলাকা কনটেনমেন্ট জ়োন করা হয়েছে । তিন আক্রান্তের পরিবারের 13 জনকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে । আক্রান্তদের সংস্পর্শে আসা তিনজনকেও হোম কোয়ারানটিনে রাখা হয়েছে । এদিকে 13 জনের মধ্যে 12 জনেরই সোয়াব টেস্টের জন্য লালারস সংগ্রহ করা হয়েছে গতকাল । বাকি একজন শিশুর আগামীকাল নমুনা সংগ্রহ করা হবে ।
গতকাল বৈঠকের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলি নেওয়া হয়েছে । সরকারি নির্দেশিকামতো সবকিছু করা হয়েছে ।