ETV Bharat / state

দত্তক নেওয়া গ্রামের জন্য উপহার টিউবওয়েল !

দত্তক নেওয়া গ্রামের জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ । কলেজের প্রাক্তনী সভার উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় বসানো হয় একটি টিউবওয়েল ।

টিউবওয়েল
author img

By

Published : Jun 22, 2019, 11:22 PM IST

বালুরঘাট, 22 জুন: দত্তক নেওয়া গ্রামের জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ । আজ বিকেলে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর উপস্থিতিতে মালঞ্চার বালিন্দর গ্রামে টিউবওয়েল বসানো হয় ।

জানা গেছে, মাস ছয়েক আগে বালুরঘাট কলেজ বালুরঘাট ব্লকের ডাঙাগ্রাম পঞ্চায়েতের মালঞ্চা বালিন্দর গ্রাম দত্তক নেয় । গ্রামবাসীদের কী চাহিদা তা জানতে কলেজের NSS-র পক্ষ থেকে দিন কয়েক আগে গ্রামের মানুষদের নিয়ে একটি সমীক্ষা করা হয় । সমীক্ষায় জানা যায়, গ্রামের একমাত্র টিউবওয়েল বিকল হয়ে রয়েছে । জলকষ্টে ভুগছে গোটা গ্রাম । তারপরই কলেজ ও কলেজের প্রাক্তনী সভার উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় বসানো হয় একটি টিউবওয়েল ।

আরও পড়ুন : মেলেনি চাকরি, পুরোনো পথে ফেরার ইঙ্গিত প্রাক্তন KLO জঙ্গিদের

পঙ্কজ কুণ্ডু জানান, মাস ছয়েক আগে গ্রামটি দত্তক নেওয়া হয়। তারপর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আজ এই এলাকায় একটি টিউবওয়েল বসানো হয় । গ্রামবাসীরা একটি রাস্তার দাবি জানিয়েছেন । বিষয়টি পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে । বালুরঘাট কলেজের অধ্যাপক তথা NSS-র প্রোগ্রাম অফিসার দুলাল বর্মণ জানান, প্রাক্তনী সভার আর্থিক সহযোগিতায় টিউবওয়েলটি বসানো হয়েছে । আগামী দিনে এই গ্রামের উন্নতিতে তারা সহায়ক ভূমিকা নেবেন ।

বালুরঘাট, 22 জুন: দত্তক নেওয়া গ্রামের জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ । আজ বিকেলে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর উপস্থিতিতে মালঞ্চার বালিন্দর গ্রামে টিউবওয়েল বসানো হয় ।

জানা গেছে, মাস ছয়েক আগে বালুরঘাট কলেজ বালুরঘাট ব্লকের ডাঙাগ্রাম পঞ্চায়েতের মালঞ্চা বালিন্দর গ্রাম দত্তক নেয় । গ্রামবাসীদের কী চাহিদা তা জানতে কলেজের NSS-র পক্ষ থেকে দিন কয়েক আগে গ্রামের মানুষদের নিয়ে একটি সমীক্ষা করা হয় । সমীক্ষায় জানা যায়, গ্রামের একমাত্র টিউবওয়েল বিকল হয়ে রয়েছে । জলকষ্টে ভুগছে গোটা গ্রাম । তারপরই কলেজ ও কলেজের প্রাক্তনী সভার উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় বসানো হয় একটি টিউবওয়েল ।

আরও পড়ুন : মেলেনি চাকরি, পুরোনো পথে ফেরার ইঙ্গিত প্রাক্তন KLO জঙ্গিদের

পঙ্কজ কুণ্ডু জানান, মাস ছয়েক আগে গ্রামটি দত্তক নেওয়া হয়। তারপর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আজ এই এলাকায় একটি টিউবওয়েল বসানো হয় । গ্রামবাসীরা একটি রাস্তার দাবি জানিয়েছেন । বিষয়টি পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে । বালুরঘাট কলেজের অধ্যাপক তথা NSS-র প্রোগ্রাম অফিসার দুলাল বর্মণ জানান, প্রাক্তনী সভার আর্থিক সহযোগিতায় টিউবওয়েলটি বসানো হয়েছে । আগামী দিনে এই গ্রামের উন্নতিতে তারা সহায়ক ভূমিকা নেবেন ।

Intro:দত্তক নেওয়া গ্রামে জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ।।

বালুরঘাট, ২২ জুন: দত্তক নেওয়া মালঞ্চার বালিন্দর গ্রামে জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ। শনিবার বিকেলে।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে টিউবয়েলের শুভ সূচনা করেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুণ্ড। এছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক দেবাশিস নন্দী, বালুরঘাট কলেজের অধ্যাপক রিপন সরকার, দুলাল বর্মণ, বিউটি দাস সহ অন্যান্য বিশিষ্টজনরা। আগামীদিনে বালুরঘাট কলেজ সব রকম ভাবে এই গ্রামের মানুষদের পাশে থাকবে বলে জানিয়েছে।

জানা গেছে, মাস ছয়েক আগে বালুরঘাট কলেজ বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা বালিন্দর গ্রাম দত্তক নেয়। গ্রামের মানুষের কি চাহিদা তা জানতে কলেজের এনএসএসের পক্ষ থেকে দিন কয়েক আগে চার দিনের জন্য বালিন্দর গ্রামের মানুষদের নিয়ে সার্ভে করে। সেখানে গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারেন গ্রামের একমাত্র মার্ক টু টিউবওয়েল বিকল হয়ে রয়েছে। জলকষ্টতে ভুগছেন তারা। তারপরই এদিন বালুরঘাট কলেজের উদ্যোগে ও বালুরঘাট কলেজ প্রাক্তনী সভার আর্থিক সহযোগিতায় বসানো হয় একটি টিউবওয়েল। যা বসাতে ৬ হাজার টাকা খরচ হয়েছে।

এবিষয়ে বালুরঘাট কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুণ্ড জানান, মাস ছয়েক আগে এই গ্রামটি দত্তক নেন তারা। তার পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এদিন ওই এলাকায় একটি টিউবওয়েল বসানো হয়। গ্রামের লোক একটি রাস্তার দাবি জানিয়েছেন। তারা বিষয়টি পরে প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

অন্য দিকে বালুরঘাট কলেজের অধ্যাপক তথা এনএসএসের প্রোগ্রাম অফিসার দুলাল বর্মণ জানান, প্রাক্তনী সভার আর্থিক টাকায় টিউবওয়েলটি বসানো হয়েছে। আগামী দিনে এই গ্রামের উন্নতিতে তারা সব রকম ভাবে কাজ করবেন।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.