ETV Bharat / state

"BJP ঘাড় নাড়লে পাঁজি দেখে পৌরসভার নির্বাচন ঘোষণা করবে তৃণমূল" - বালুরঘাট পৌরসভা নির্বাচন

বালুরঘাটে নিখিলবঙ্গ মহিলা সংঘের প্রকাশ্য সমাবেশে তৃণমূলকে কটাক্ষ করে নিখিল বঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায় বলেন, "BJP ঘাড় নাড়লে পাঁজি পুঁথি দেখে পৌরসভার নির্বাচন ঘোষণা করবে তৃণমূল৷"

Chaya Roy
বালুরঘাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নিখিল বঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায়ের
author img

By

Published : Feb 10, 2020, 12:11 AM IST

বালুরঘাট, 9 ফেব্রুয়ারি: "BJP মাথা নাড়লে পাঁজি পুঁথি দেখে পৌরসভার নির্বাচন ঘোষণা করবে তৃণমূল৷" দুই দলকেই কটাক্ষ করে বললেন নিখিল বঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায়৷ বালুরঘাটে নিখিলবঙ্গ মহিলা সংঘের প্রকাশ্য সমাবেশে এই কথা বলেন তিনি৷


বালুরঘাট পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "বামফ্রন্টের সময়ে আমরা দেখেছি পাঁচ বছর অন্তর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা হত। এটাই ভারতের সংবিধানের নিয়ম। পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে, সেটা বিধানসভা-লোকসভা হোক বা পৌরসভা-পঞ্চায়েত নির্বাচন৷ অথচ এক বছরের উপরে হয়ে গেল বালুরঘাট পৌরসভার নির্বাচন হয়নি৷ এখনও তারা পাঁজি দেখছে। কবে তাদের সময় হবে, কবে BJP একটু মাথা নাড়াবে, তারপর তাঁরা নির্বাচন ঘোষণা করবেন৷"

তৃণমূল ও BJP-কে আক্রমণ সভায়

শনিবার সন্ধ্যায় বালুরঘাট মিউজ়িয়ামের সামনে নিখিলবঙ্গ মহিলা সংঘের পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়৷ তার আগে বালুরঘাট নাট্য মন্দির থেকে একটি মিছিল করা হয়। মিছিলটি সারা শহর পরিক্রমা করে বালুরঘাট মিউজিয়ামের সামনে শেষ হয়৷ আজকের মিছিলে শতাধিক মহিলা কর্মী সমর্থক পায়ে পা মেলান। প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন নিখিল বঙ্গ মহিলা সংঘের রাজ্য সম্পাদিকা সর্বাণী ভট্টাচার্য, রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাস, রাজ্য নেত্রী শ্যামলিকা সরকার, বালুরঘাটের বিধায়ক তথা RSP-এর রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি, RSP-এর বর্ষীয়ান নেতা বিমলেন্দু সরকার সহ অন্যরা৷

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের তৃণমূল শাসিত বালুরঘাট পৌরসভার মেয়াদ ২০১৮ সালের অক্টোবর মাসে শেষ হয়েছে৷ তারপর থেকে বালুরঘাট পৌরসভা প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে৷ এদিকে দীর্ঘদিন ধরে পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর না থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নাগরিক পরিষদ ব্যহত হওয়ার অভিযোগ উঠেছে৷ এদিনের প্রকাশ্য সমাবেশ থেকে নিখিলবঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায় আরও বলেন, "সাধারণ মানুষকে পৌরসভার ঘর নিতে গেলে এখন কাটমানি দিতে হয়। কাটমানি না দিলে সরকারি ঘর দেওয়া হয় না। এমনকী যে ব্যক্তি ঘর পেয়েছেন তাঁকে বারবার ঘর পাইয়ে দেওয়া হচ্ছে৷"

বালুরঘাট, 9 ফেব্রুয়ারি: "BJP মাথা নাড়লে পাঁজি পুঁথি দেখে পৌরসভার নির্বাচন ঘোষণা করবে তৃণমূল৷" দুই দলকেই কটাক্ষ করে বললেন নিখিল বঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায়৷ বালুরঘাটে নিখিলবঙ্গ মহিলা সংঘের প্রকাশ্য সমাবেশে এই কথা বলেন তিনি৷


বালুরঘাট পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "বামফ্রন্টের সময়ে আমরা দেখেছি পাঁচ বছর অন্তর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা হত। এটাই ভারতের সংবিধানের নিয়ম। পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে, সেটা বিধানসভা-লোকসভা হোক বা পৌরসভা-পঞ্চায়েত নির্বাচন৷ অথচ এক বছরের উপরে হয়ে গেল বালুরঘাট পৌরসভার নির্বাচন হয়নি৷ এখনও তারা পাঁজি দেখছে। কবে তাদের সময় হবে, কবে BJP একটু মাথা নাড়াবে, তারপর তাঁরা নির্বাচন ঘোষণা করবেন৷"

তৃণমূল ও BJP-কে আক্রমণ সভায়

শনিবার সন্ধ্যায় বালুরঘাট মিউজ়িয়ামের সামনে নিখিলবঙ্গ মহিলা সংঘের পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়৷ তার আগে বালুরঘাট নাট্য মন্দির থেকে একটি মিছিল করা হয়। মিছিলটি সারা শহর পরিক্রমা করে বালুরঘাট মিউজিয়ামের সামনে শেষ হয়৷ আজকের মিছিলে শতাধিক মহিলা কর্মী সমর্থক পায়ে পা মেলান। প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন নিখিল বঙ্গ মহিলা সংঘের রাজ্য সম্পাদিকা সর্বাণী ভট্টাচার্য, রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাস, রাজ্য নেত্রী শ্যামলিকা সরকার, বালুরঘাটের বিধায়ক তথা RSP-এর রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি, RSP-এর বর্ষীয়ান নেতা বিমলেন্দু সরকার সহ অন্যরা৷

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের তৃণমূল শাসিত বালুরঘাট পৌরসভার মেয়াদ ২০১৮ সালের অক্টোবর মাসে শেষ হয়েছে৷ তারপর থেকে বালুরঘাট পৌরসভা প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে৷ এদিকে দীর্ঘদিন ধরে পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর না থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নাগরিক পরিষদ ব্যহত হওয়ার অভিযোগ উঠেছে৷ এদিনের প্রকাশ্য সমাবেশ থেকে নিখিলবঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায় আরও বলেন, "সাধারণ মানুষকে পৌরসভার ঘর নিতে গেলে এখন কাটমানি দিতে হয়। কাটমানি না দিলে সরকারি ঘর দেওয়া হয় না। এমনকী যে ব্যক্তি ঘর পেয়েছেন তাঁকে বারবার ঘর পাইয়ে দেওয়া হচ্ছে৷"

Intro:বিজেপি মাথা নাড়লেন পাজি পুঁথি দেখে পৌরসভার নির্বাচন ঘোষণা করবে তৃণমূল, কটাক্ষ করে বললেন নিখিল বঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায়।।

বালুরঘাট, ৯ ফেব্রুয়ারি: তৃণমূলকে পাজি পুঁথি দেখে নির্বাচন ঘোষণা করতে হচ্ছে। বামফ্রন্টের সময়ে আমরা দেখেছি পাঁচ বছর অন্তর অন্তর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা হত। এটাই ভারতবর্ষের ক্ষেত্রে নিয়ম। পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে সেটা বিধানসভা হোক, লোকসভা হোক, পৌরসভা বা পঞ্চায়েত হোক। অথচ এক বছরের উপরে হয়ে গেলেও এখানে বালুরঘাট পৌরসভার নির্বাচন করতে পারেনি। এখনো তারা পাজি পুঁথি দেখছে। কবে তাদের সময় হবে, কবে বিজেপি একটু মাথা নাড়াবে তারপর তারা নির্বাচন ঘোষণা করবেন। বালুরঘাটে নিখিলবঙ্গ মহিলা সংঘের প্রকাশ্য সমাবেশে এসে এমন ভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন নিখিল বঙ্গ মহিলা সংঘের রাজ্য কমিটির সদস্যা তথা জলপাইগুড়ি আরএসপির সম্পাদিকা ছায়া রায়।

শনিবার সন্ধ্যায় বালুরঘাট মিউজিয়ামের সামনে নিখিলবঙ্গ মহিলা সংঘের পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের প্রকাশ্য সমাবেশের আগে বালুরঘাট নাট্য মন্দির থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সারা শহর পরিক্রমা করে বালুরঘাট মিউজিয়ামের সামনে আসে। এদিনের মিছিলে শতাধিক মহিলা কর্মী সমর্থক পায়ে পা মেলান। এদিনের প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন নিখিল বঙ্গ মহিলা সংঘের রাজ্য সম্পাদিকা সর্বানী ভট্টাচার্য্য, রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাস, রাজ্য নেত্রী শ্যামলিকা সরকার, বালুরঘাটের বিধায়ক তথা আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী আরএসপির বর্ষিয়ান নেতা বিমলেন্দু সরকার সহ অন্যান্য নেত্রীরা। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রাজ্যে যেভাবে দিন দিন নারী ধর্ষণ, খুন ও নির্যাতনের ঘটনা ঘটছে তারই প্রতিবাদে করতে এদিন প্রকাশ্য সমাবেশ।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পৌরসভার তৃণমূল বোর্ডের মেয়াদ ২০১৮ সালের অক্টোবর মাসে শেষ হয়েছে। তারপর থেকে বালুরঘাট পৌরসভা প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে। এদিকে দীর্ঘদিন ধরে পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর না থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। নাগরিক পরিষদ ব্যহত হচ্ছে বলে উঠছে অভিযোগ।

এদিনের প্রকাশ্য সমাবেশ থেকে নিখিলবঙ্গ মহিলার সংঘের রাজ্য কমিটির সদস্যা ছায়া রায় আরও বলেন, সাধারণ মানুষকে পৌরসভার ঘর নিতে গেলে এখন কাটমানি দিতে হয়। কাটমানি না দিলে সরকারি ঘর দেওয়া হয় না। এমন কি যে ব্যক্তি ঘর পেয়েছে তাকে বারবার ঘর পাইয়ে দেওয়া হচ্ছে।


Body:BALURGHAT


Conclusion:BALURGHAT
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.