ETV Bharat / state

বাড়ি যাওয়ার অনুমতি না পাওয়ায় থানার ছাদ থেকে লাফ যুবকের - Police station

বাড়ি ফেরার চেষ্টা অনেকবার করেছেন ৷ কিন্তু লকডাউনের কারণে ফিরতে পারেননি ৷ আজ বাড়ি যাওয়ার অনুমতি না পাওয়ায় বালুরঘাট থানার ছাদ থেকে ঝাঁপ দিলেন এক যুবক ৷ বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

লকডাউনে বাড়ি যাওয়ার অনুমতি না পাওয়ায় থানার ছাদ থেকে লাফ যুবকের
লকডাউনে বাড়ি যাওয়ার অনুমতি না পাওয়ায় থানার ছাদ থেকে লাফ যুবকের
author img

By

Published : Apr 14, 2020, 7:55 PM IST

বালুরঘাট, 14 এপ্রিল : বাড়ি যাওয়ার অনুমতি না পাওয়ায় বালুরঘাট থানার ছাদ থেকে ঝাঁপ দিলেন এক যুবক । গুরুতর জখম অবস্থায় ওই যুবককে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । আহত যুবকের নাম সুদীপ্ত রং (25) । বাড়ি দক্ষিণ 24 পরগনার উস্থি এলাকায় । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

জানা গেছে, সুদীপ্ত রং বালুরঘাটে একটি বেসরকারি আর্থিক সংস্থায় কাজ করেন । সে বালুরঘাট কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকতেন । কোরোনা মোকাবিলার 23 মার্চ থেকে দক্ষিণ দিনাজপুরের লকডাউন কার্যকর হয়েছে । লকডাউনের ফলে জেলায় আটকে পড়েছে অন্য জেলার বহু মানুষ । তেমনই লকডাউনের ফলে আটকে পড়েছেন সুদীপ্ত-সহ তাঁর আর এক সহকর্মী । বাড়ি না যেতে পেরে সে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । বাড়ি যাতে যেতে পারেন, তাই দুপুরে বালুরঘাট থানায় আসেন সুদীপ্ত । মূলত বাড়ি যাওয়ার অনুমতি নেওয়ার জন্য থানায় এসেছিলেন তিনি । এদিকে থানা থেকে যাওয়ার অনুমতি না পেয়ে আরও মানসিকভাবে ভেঙে পড়ে সুদীপ্ত । এরপরই অন্যদের নজর এড়িয়ে থানার তিনতলায় ছাদে গিয়ে ঝাঁপ দেন । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ওই যুবকের মাথায় চোট লেগেছে । বর্তমানে তাঁর চিকিৎসা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেই চলছে । তবে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।

এবিষয়ে সুদীপ্তর সহকর্মী গোপাল পাল জানান, "লকডাউনের জন্য বাড়ি যেতে পারছিলেন না । এর ফলে মানসিক অবসাদে ভুগছিলেন । আরও কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেছেন তিনি । আজ বাড়ি যাওয়ার জন্য অনুমতি নিতে এসেছিলেন বালুরঘাট থানায় । এদিকে থানা থেকে অনুমতি না পেয়ে সকলের নজর এড়িয়ে ছাদে উঠে গিয়ে ঝাঁপ দেন ।" যদিও এবিষয়ে এখনও পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বালুরঘাট, 14 এপ্রিল : বাড়ি যাওয়ার অনুমতি না পাওয়ায় বালুরঘাট থানার ছাদ থেকে ঝাঁপ দিলেন এক যুবক । গুরুতর জখম অবস্থায় ওই যুবককে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । আহত যুবকের নাম সুদীপ্ত রং (25) । বাড়ি দক্ষিণ 24 পরগনার উস্থি এলাকায় । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

জানা গেছে, সুদীপ্ত রং বালুরঘাটে একটি বেসরকারি আর্থিক সংস্থায় কাজ করেন । সে বালুরঘাট কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকতেন । কোরোনা মোকাবিলার 23 মার্চ থেকে দক্ষিণ দিনাজপুরের লকডাউন কার্যকর হয়েছে । লকডাউনের ফলে জেলায় আটকে পড়েছে অন্য জেলার বহু মানুষ । তেমনই লকডাউনের ফলে আটকে পড়েছেন সুদীপ্ত-সহ তাঁর আর এক সহকর্মী । বাড়ি না যেতে পেরে সে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । বাড়ি যাতে যেতে পারেন, তাই দুপুরে বালুরঘাট থানায় আসেন সুদীপ্ত । মূলত বাড়ি যাওয়ার অনুমতি নেওয়ার জন্য থানায় এসেছিলেন তিনি । এদিকে থানা থেকে যাওয়ার অনুমতি না পেয়ে আরও মানসিকভাবে ভেঙে পড়ে সুদীপ্ত । এরপরই অন্যদের নজর এড়িয়ে থানার তিনতলায় ছাদে গিয়ে ঝাঁপ দেন । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ওই যুবকের মাথায় চোট লেগেছে । বর্তমানে তাঁর চিকিৎসা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেই চলছে । তবে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।

এবিষয়ে সুদীপ্তর সহকর্মী গোপাল পাল জানান, "লকডাউনের জন্য বাড়ি যেতে পারছিলেন না । এর ফলে মানসিক অবসাদে ভুগছিলেন । আরও কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেছেন তিনি । আজ বাড়ি যাওয়ার জন্য অনুমতি নিতে এসেছিলেন বালুরঘাট থানায় । এদিকে থানা থেকে অনুমতি না পেয়ে সকলের নজর এড়িয়ে ছাদে উঠে গিয়ে ঝাঁপ দেন ।" যদিও এবিষয়ে এখনও পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.