ETV Bharat / state

চালু হবে টয়ট্রেন, ডিসেম্বরে পর্যটন মেলা গঙ্গারামপুরে

পর্যটন শিল্পে জোর দিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পর্যটন মেলা । চালু হবে টয়ট্রেনও ।

গঙ্গারামপুরের কালদিঘি
author img

By

Published : Nov 15, 2019, 6:56 PM IST

বালুরঘাট, 15 নভেম্বর : জেলায় শিল্প বলতে ধান আর পাট । রাজ্যের পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুরে সেভাবে আর কিছুই নেই । অর্থনৈতিক অবস্থা ও বেকার সমস্যার কথা মাথায় রেখে কয়েকবছর আগে বামেদের আমলে উদ্যোগ নেওয়া হয় পর্যটন শিল্পের । তৈরি করা হয়েছে টুরিস্ট লজ, পিকনিক স্পট, আনা হয় হরেকরকম পাখি । গাছ লাগিয়ে পার্কের সৌন্দর্যায়নও করা হয় । কিন্তু তাতে কী, সরকার ঘুরলেই সেই সব জায়গা পরিণত হয় জঙ্গলে । পর্যটন তো দূর, এলাকাবাসীও ঢোকা বন্ধ করে দেয় সেখানে । 2015 সালে গঙ্গারামপুর পৌরসভায় তৃণমূল আসলে এই কালদিঘি পার্ক ফের সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, পর্যটক টানতে বসানো হয় টয়ট্রেন । কিন্তু তারপরও বন্ধ এর পরিষেবা । টয়ট্রেন বসালেও পর্যটন শিল্প উন্নয়নে আদৌ কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর ।

গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান প্রশান্ত মিত্র এই কালদিঘি পার্কের সৌন্দর্যায়নে উদ্যোগ নিয়েছিলেন । কালদিঘিতে পর্যটন টানতে সেসময় বসানো হয় টয়ট্রেনও । কিন্তু সময়ের সঙ্গে তাও বন্ধ হয়ে যায় । 26 অগাস্ট চেয়ারম্যান পদে অমলেন্দু সরকার আসলে তিনি আবার পুরো পার্কটি নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন । তিনি জানিয়েছেন, আসছে ডিসেম্বর সেখানে পর্যটন মেলারও আয়োজন করা হচ্ছে । যাতে জেলার পর্যটন শিল্পকে উজ্জীবিত করা যেতে পারে ।

tourism fair
গঙ্গারামপুরের কালদিঘি

এবিষয়ে, স্থানীয় বাসিন্দা শক্তি রায় বলেন, "কালদিঘি পার্কে ট্রয়ট্রেন খুব তাড়াতাড়ি চালু হলে পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, আমাদেরও ভালো লাগবে । আমরা চাই খুব তাড়াতাড়ি এই টয় ট্রেন চালু হোক । প্রশাসন থেকে যেন খুব তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হয় ।"

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, "এই কালদিঘি পার্কে বিভিন্ন রাস্তাঘাট ঠিক করা বাকি এখনও । এই মাসের শেষের দিকে এই টয়ট্রেন চালু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা গঙ্গারামপুর কালদিঘি এলাকায় পর্যটন উৎসব করব । সমস্ত জেলার মানুষ এবং জেলার বাইরে প্রচুর মানুষ এই উৎসবে অংশগ্রহণ করবে বলে আশাবাদী আমরা । পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে ।"

বালুরঘাট, 15 নভেম্বর : জেলায় শিল্প বলতে ধান আর পাট । রাজ্যের পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুরে সেভাবে আর কিছুই নেই । অর্থনৈতিক অবস্থা ও বেকার সমস্যার কথা মাথায় রেখে কয়েকবছর আগে বামেদের আমলে উদ্যোগ নেওয়া হয় পর্যটন শিল্পের । তৈরি করা হয়েছে টুরিস্ট লজ, পিকনিক স্পট, আনা হয় হরেকরকম পাখি । গাছ লাগিয়ে পার্কের সৌন্দর্যায়নও করা হয় । কিন্তু তাতে কী, সরকার ঘুরলেই সেই সব জায়গা পরিণত হয় জঙ্গলে । পর্যটন তো দূর, এলাকাবাসীও ঢোকা বন্ধ করে দেয় সেখানে । 2015 সালে গঙ্গারামপুর পৌরসভায় তৃণমূল আসলে এই কালদিঘি পার্ক ফের সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, পর্যটক টানতে বসানো হয় টয়ট্রেন । কিন্তু তারপরও বন্ধ এর পরিষেবা । টয়ট্রেন বসালেও পর্যটন শিল্প উন্নয়নে আদৌ কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর ।

গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান প্রশান্ত মিত্র এই কালদিঘি পার্কের সৌন্দর্যায়নে উদ্যোগ নিয়েছিলেন । কালদিঘিতে পর্যটন টানতে সেসময় বসানো হয় টয়ট্রেনও । কিন্তু সময়ের সঙ্গে তাও বন্ধ হয়ে যায় । 26 অগাস্ট চেয়ারম্যান পদে অমলেন্দু সরকার আসলে তিনি আবার পুরো পার্কটি নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন । তিনি জানিয়েছেন, আসছে ডিসেম্বর সেখানে পর্যটন মেলারও আয়োজন করা হচ্ছে । যাতে জেলার পর্যটন শিল্পকে উজ্জীবিত করা যেতে পারে ।

tourism fair
গঙ্গারামপুরের কালদিঘি

এবিষয়ে, স্থানীয় বাসিন্দা শক্তি রায় বলেন, "কালদিঘি পার্কে ট্রয়ট্রেন খুব তাড়াতাড়ি চালু হলে পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, আমাদেরও ভালো লাগবে । আমরা চাই খুব তাড়াতাড়ি এই টয় ট্রেন চালু হোক । প্রশাসন থেকে যেন খুব তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হয় ।"

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, "এই কালদিঘি পার্কে বিভিন্ন রাস্তাঘাট ঠিক করা বাকি এখনও । এই মাসের শেষের দিকে এই টয়ট্রেন চালু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা গঙ্গারামপুর কালদিঘি এলাকায় পর্যটন উৎসব করব । সমস্ত জেলার মানুষ এবং জেলার বাইরে প্রচুর মানুষ এই উৎসবে অংশগ্রহণ করবে বলে আশাবাদী আমরা । পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে ।"

Intro:আগামী ডিসেম্বর মাসে গঙ্গারামপুর কালদিঘি তে অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন উৎসব ।।

গঙ্গারামপুর ;-04 নভেম্বর ;- গঙ্গারামপুর কালদিঘি পার্কে ডিসেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন উৎসব । এই প্রথম দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উৎসব হতে চলেছে গঙ্গারামপুরের মানুষের কথা ভেবে । বাম আমলে কালদিঘিতে বিভিন্ন ফুল ফলের গাছ লাগানো হয় তৈরি করা হয় টুরিস্ট লজ ,, আনা হয় না রকম পশু পাখি , এবং গড়ে তোলা হয় পিকনিক স্পট । কিন্তু গত কয়েক বছর আগেই নষ্ট হয়ে যায় পার্কের সৌন্দর্য । বাধ্য হয়েই কালদিঘি থেকে মুখ ফিরিয়ে নেন সাধারণ মানুষজন । 2015 সালে গঙ্গারামপুর পৌরসভার নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস । এই নির্বাচনে জিতে প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কালদিঘি পার্কে সাজিয়ে তোলার উদ্যোগ নেন । সেইমতো গত কয়েক মাস আগে গঙ্গারামপুর কালদিঘি তে বসানো হয় বুলেট ট্রয় ট্রেন ।গত 26 আগস্ট নতুন পুরো চেয়ারম্যান হিসেবে যোগদান অমল সরকার এরপরেই তিনি ক্রয় তিনটি উদ্বোধনের জন্য উদ্যোগ নেন কিন্তু কিন্তু এখনো পর্যন্ত ট্রয় ট্রেন টি উদ্বোধন না হওয়ায় সাধারণমানুষ প্রচন্ড ক্ষুব্ধ । গঙ্গারামপুর বাসি চাই খুব তাড়াতাড়ি এই ট্রেন টি চালু হোক ।

এই বিষয়ে শক্তি রায় জানান কালদিঘি পার্কে ট্রয় ট্রেন খুব তাড়াতাড়ি চালু হলে পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে আমাদেরও ভালো লাগবে । আমরা চাই খুব তাড়াতাড়ি এই টয় ট্রেন চালু হোক । প্রশাসন থেকে যেন খুব তাড়াতাড়ি চালু করার উদ্যোগ নেয় ।


কালদিঘি এলাকার আরো এক বাসিন্দা কল্পনা হালদার জানান এই কালদিঘি পার্ক টি যদি সাজানো হয় তাহলে খুব ভালো হয় আমাদেরও ভালো লাগবে কারণ এই সমস্ত জিনিস চালু হয়ে গেলে লোক আরো বেশি করে আসবে বিভিন্ন জায়গা থেকে । আমরা চাই খুব তাড়াতাড়ি এই টয়ট্রেন চালু হোক ।

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার জানান এই কালদিঘি পার্কে বিভিন্ন রাস্তাঘাট এখন অবদি হয়নি তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এই মাসের শেষের দিকে এই ট্রয় ট্রেন চালু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা গঙ্গারামপুর কালদিঘি এলাকায় পর্যটন উৎসব করব এবং এ উৎসবে সমস্ত জেলার মানুষ এবং জেলার বাইরে প্রচুর মানুষ এই উৎসবে অংশগ্রহণ করবে বলে আশাবাদী আমরা পৌরসভার পক্ষ থেকে ।







Body:আগামী ডিসেম্বর মাসে গঙ্গারামপুর কালদিঘি তে অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন উৎসব ।।



Conclusion:আগামী ডিসেম্বর মাসে গঙ্গারামপুর কালদিঘি তে অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন উৎসব ।।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.