ETV Bharat / state

মূক ও বধির যুবতিকে হেনস্থা, টোটোচালককে গণপিটুনি - balurghat , south dinajpur

বালুরঘাটে যুবতির সঙ্গে অশালীনতার অভিযোগে এক টোটোচালককে গণপিটুনি দিল স্থানীয়রা ৷ অভিযোগ, সে মূক ও বধির ছিল বলে তার গায়ে হাত দিয়ে কথা বলেছে সে ৷

Toto driver beaten by mass for assualting a deaf and dumb girl in balurghat , south dinajpur
বালুরঘাটে মুক-বধির যুবতির সঙ্গে অশালীনতার অভিযোগে গণপিটুনি টোটোচালককে
author img

By

Published : Jul 5, 2020, 9:50 PM IST

Updated : Jul 6, 2020, 12:35 PM IST

বালুরঘাট, 5 জুলাই : মূক ও বধির যুবতির সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগ উঠলটোটো চালকের বিরুদ্ধে । বালুরঘাট শহরের ডাকবাংলোপাড়া এলাকার ঘটনা ৷ বিষয়টি নজরেআসতেই অভিযুক্ত টোটো চালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা । পুলিশ অভিযুক্ত টোটো চালক উত্তম মহন্তকে (৪৩) আটক করে থানায় নিয়ে যায় ৷ মুক বধিরযুবতিকেও থানায় নিয়ে যায় পুলিশ । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ৷

এক প্রত্যক্ষদর্শী বলেন, মেয়েটি টোটোর যাত্রী ছিল । টোটোতে একাই ছিল সে । চালক ওই মেয়েটির গায়ে হাত দেয় ও খারাপ ব্যবহার করে । আর এই বিষয়টিতাদের সকলের নজরে আসে । এরপর উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে ওই ব্যক্তিকে পুলিশেরহাতে তুলে দেয় ।

অভিযুক্ত টোটো চালক উত্তম মহন্ত বলেন, তিনি ওই যুবতিকে বাস স্ট্যান্ড থেকে টোটোয় উঠিয়েছিলেন । ওই যুবতি বালুরঘাট থানা মোড়ে যাবে বলেছিল । মুক বধির হওয়ায় সেপরিষ্কার করে বলতে পারছিল না কোথায় যাবে । তাই তিনি ডাকবাংলো পাড়ায় টোটো দাঁড়করিয়ে মেয়েটির মুখ ধরে বলেন কোথায় যাবে । আর এতেই লোকজন এসে তাকে মারধর করে ।

বালুরঘাট, 5 জুলাই : মূক ও বধির যুবতির সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগ উঠলটোটো চালকের বিরুদ্ধে । বালুরঘাট শহরের ডাকবাংলোপাড়া এলাকার ঘটনা ৷ বিষয়টি নজরেআসতেই অভিযুক্ত টোটো চালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা । পুলিশ অভিযুক্ত টোটো চালক উত্তম মহন্তকে (৪৩) আটক করে থানায় নিয়ে যায় ৷ মুক বধিরযুবতিকেও থানায় নিয়ে যায় পুলিশ । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ৷

এক প্রত্যক্ষদর্শী বলেন, মেয়েটি টোটোর যাত্রী ছিল । টোটোতে একাই ছিল সে । চালক ওই মেয়েটির গায়ে হাত দেয় ও খারাপ ব্যবহার করে । আর এই বিষয়টিতাদের সকলের নজরে আসে । এরপর উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে ওই ব্যক্তিকে পুলিশেরহাতে তুলে দেয় ।

অভিযুক্ত টোটো চালক উত্তম মহন্ত বলেন, তিনি ওই যুবতিকে বাস স্ট্যান্ড থেকে টোটোয় উঠিয়েছিলেন । ওই যুবতি বালুরঘাট থানা মোড়ে যাবে বলেছিল । মুক বধির হওয়ায় সেপরিষ্কার করে বলতে পারছিল না কোথায় যাবে । তাই তিনি ডাকবাংলো পাড়ায় টোটো দাঁড়করিয়ে মেয়েটির মুখ ধরে বলেন কোথায় যাবে । আর এতেই লোকজন এসে তাকে মারধর করে ।

Last Updated : Jul 6, 2020, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.