বালুরঘাট, ২৬ মার্চ : নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজার ও মুদির দোকানে ভিড় এড়াতে আজ থেকে নতুন নির্দেশিকার জারি করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । যাতে বলা হয়েছে আজ থেকে বালুরঘাটের বিভিন্ন বাজার সকাল ৬ থেকে খোলা থাকবে দুপুর ১২ টা পর্যন্ত । মূলত বাজারে অহেতুক ভিড় এড়াতেই এই নির্দেশ জেলা প্রশাসনের ।
কোরোনা সংক্রমণের জেরে লকডাউন গোটা দেশ । সংক্রমণ এড়াতে ভিড় না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । কিন্তু রাজ্যের প্রায় সব ক'টি জেলারয়ই বাজারের চিত্রটা একরকম । সবজি, খাওয়ার মজুত করার তাগিদে রোজই লাইন পড়ছে আলু, পিঁয়াজ বা মাছের দোকানে । যা এড়াতেই এবার পদক্ষেপ করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।
খুব প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে না বের হয় তার জন্য পুলিশ প্রশাসন সর্বদা নজরদারি চালাচ্ছে । অভিযোগ, এরপরও অহেতুক সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন রাস্তাঘাটে । এমনকি বালুরঘাটসহ বিভিন্ন বাজারে সকাল থেকেই ভিড় জমছে । যেখানে প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, কিন্তু অনেকেই তা মানছে না । বাজার বা দোকানে জিনিস কেনাকে অজুহাত করে ভিড় জমছে । প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হাট বাজার ও মুদির দোকান সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে । এরপরও বাজার হাটখোলা বা নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রাখলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন ।
এদিকে লকডাউন ভঙ্গ করায় কুমারগঞ্জে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, কোরোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন করা হয়েছে গোটা জেলাকে । তারপরও মানুষ অহেতুক কারণে রাস্তায় বের হচ্ছেন । ভিড় করছেন বাজার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানে । তাই আজ থেকে শুধুমাত্র সকালেই খোলা থাকবে হাটবাজার ও মুদির দোকান ।
এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত ।