ETV Bharat / state

"রাজনৈতিক চিতা সাজানো হবে, ছারখার হবে ABVP"; হুঁশিয়ারি TMCP নেতার - tmcp threat

TMCP নেতার হুঁশিয়ারি, ঘরে ঘরে রাজনৈতিক চিতা সাজানো হবে, যেখানে ABVP ছারখার হয়ে যাবে

TMCP-র বিক্ষোভ
author img

By

Published : Jun 15, 2019, 7:16 PM IST

Updated : Jun 19, 2019, 1:24 PM IST

বালুরঘাট, ১৫ জুন : বাড়ি বাড়ি রাজনৈতিক চিতা সাজানোর হুঁশিয়ারি বালুরঘাটের TMCP নেতার । তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সেখানেই ABVP-র বিরুদ্ধে হুঁশিয়ারি দেন TMCP-র বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী ।

রোহন বলেন, "ABVP সর্তক থেকো । তৃণমূল ছাত্র পরিষদ হাতে চুড়ি পরে বসে নেই । TMCP-র উপর হামলা হলে তারা রসগোল্লা খাওয়াবে না । এরপর ঘরে ঘরে রাজনৈতিক চিতা সাজানো হবে । যেখানে ABVP ছারখার হয়ে যাবে ।"

ভিডিয়োয় শুনুন রোহন চক্রবর্তীর বক্তব্য

যদিও ABVP, TMCP নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ । ABVP জেলা সংযোজক অতনু দাস বলেন, "ABVP কে কী মারবে ? ওরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত । গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ওদের রাজ্য সভাপতি আক্রান্ত হয়েছে । ABVP আক্রমণ চালিয়েছে তার কোনও প্রমাণ দিতে পারবে না । আর আমরা তৃণমূল ছাত্র পরিষদের হুমকিকে ভয় পায় না ।"

বালুরঘাট, ১৫ জুন : বাড়ি বাড়ি রাজনৈতিক চিতা সাজানোর হুঁশিয়ারি বালুরঘাটের TMCP নেতার । তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সেখানেই ABVP-র বিরুদ্ধে হুঁশিয়ারি দেন TMCP-র বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী ।

রোহন বলেন, "ABVP সর্তক থেকো । তৃণমূল ছাত্র পরিষদ হাতে চুড়ি পরে বসে নেই । TMCP-র উপর হামলা হলে তারা রসগোল্লা খাওয়াবে না । এরপর ঘরে ঘরে রাজনৈতিক চিতা সাজানো হবে । যেখানে ABVP ছারখার হয়ে যাবে ।"

ভিডিয়োয় শুনুন রোহন চক্রবর্তীর বক্তব্য

যদিও ABVP, TMCP নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ । ABVP জেলা সংযোজক অতনু দাস বলেন, "ABVP কে কী মারবে ? ওরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত । গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ওদের রাজ্য সভাপতি আক্রান্ত হয়েছে । ABVP আক্রমণ চালিয়েছে তার কোনও প্রমাণ দিতে পারবে না । আর আমরা তৃণমূল ছাত্র পরিষদের হুমকিকে ভয় পায় না ।"

Intro:তাদের উপর হামলা হলে এবিভিপিকে রসগোল্লা খাওয়াবেন না, ঘরে ঘরে রাজনৈতিক চিতা সাজানো হবে; টিএমসিপির রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে এমন মন্তব্য করলেন টিএমসিপির বালুরঘাট কলেজের ইউনিট সভাপতি।।

বালুরঘাট, ১৫ জুন: গত বৃহস্পতিবার আরামবাগের নেতাজী মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের উপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দুপুরে বালুরঘাট কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ দেওয়া টিএমসিপি। যার নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী। এছাড়াও ছিল টিএমসিপির সুরোজ, সৌরভ, জয়ন্ত, রাহুল সহ অন্যান্য সদস্যরা। তাদের উপর হামলা করা হলে তৃণমূল ছাত্র পরিষদ চুপচাপ বসে থাকবে না বলে এবিভিপিকে হুশিয়ারি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আরামবাগের নেতাজী মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের উপর হামলার চালানোর অভিযোগ ওঠে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। ঘটনার পর থেকে রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ জানানো হচ্ছে। এদিন বালুরঘাট কলেজের সামনেও বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি ঘটনায় তীব্র নিন্দা করা হয়।

এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী জানান, আরামবাগে তাদের রাজ্য সভাপতির উপর গেরুয়া নামাবলি পরে হামলা করা হয়েছে। লোকসভা।নির্বাচনের ফলাফলের পর থেকেই শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এবিভিপিরা সর্তক থেকো। তৃণমূল ছাত্র পরিষদ হাতে চুড়ি পরে বসে নেই। টিএমসিপির উপর হামলা করা হলে তারা হাতে তাদের রসগোল্লা খাওয়াবে না। এরপর ঘরে ঘরে রাজনৈতিক চিতা সাজানো হবে। যেখানে এবিভিপিরা ছাড় খার হয়ে যাবে।

যদিও জেলা এবিভিপির পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। এবিষয়ে এবিভিপির জেলা সংযোজক অতনু দাস জানান, এবিভিপি কি মারবে। তারা নিজেরাই যে ভাবে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। সেটা তৃণমূল ছাত্র পরিষদ হোক বা তৃণমূল। নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের কারনেই আক্রান্ত হয়েছে তাদের রাজ্য সভাপতি। এবিভিপি আক্রমণ চালিয়েছে তার কোন প্রমান দিতে পারবে না। আর এবিভিপি তৃণমূল ছাত্র পরিষদের হুমকিকে ভয় পায় না। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jun 19, 2019, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.