ETV Bharat / state

BJP কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - বালুরঘাট

BJP-র পোলিং এজেন্ট হিসেবে নির্বাচনের সময় বুথে বসেছিলেন বালুরঘাটের BJP কর্মী উজ্জ্বল কর্মকার । তার পর থেকেই তাঁকে ফোনে হুমকি দেওয়া হত । গতরাতে তাঁদের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা । ভাঙচুর চালায় ।

BJP কর্মীর বাড়ি ভাঙচুর
author img

By

Published : Jun 10, 2019, 7:48 PM IST

বালুরঘাট, 10 জুন : নির্বাচনে BJP-র পোলিং এজেন্ট হয়েছিলেন । আর তাই এক BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি ঘটেছে বালুরঘাটের 1 নম্বর ওয়ার্ডের বড় রঘুনাথপুর এলাকায় ।

উজ্জ্বল কর্মকার নামে ওই BJP কর্মী লোকসভা নির্বাচনে বালুরঘাট BLRO অফিস বুথে BJP-র পোলিং এজেন্ট হিসেবে বসেছিলেন । অভিযোগ, তারপর থেকেই উজ্জ্বলবাবুকে ফোনে হুমকি দেওয়া হত । গতরাতে তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী । ভাঙচুর চালানো হয় । দুষ্কৃতীদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র । কিন্তু প্রতিবেশীরা আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসায় চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনায় আতঙ্কিত উজ্জ্বলবাবু ও তাঁর পরিবারের সদস্যরা । রাতেই তিনি পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন । আজ দুপুরে বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় BJP-র জেলা নেতৃত্ব ।

tmc, bjp, balurghat
BJP কর্মীর বাড়ি ভাঙচুর

উজ্জ্বলবাবুর মা মিনতি কর্মকার জানান, গতকাল রাতে তাঁদের বাড়িতে মুখে কাপড় বেঁধে এসেছিল দুষ্কৃতীরা । ছেলেকে ডাকছিল । পার্সোনাল কথা আছে বলছিল । ছেলে বাইরে না বেরোলে দুষ্কৃতীদের একজন ঘরে ঢুকে পড়ে । সেইসময় তিনি ছুটে গিয়ে বাড়ির পিছন থেকে একটি রামদা নিয়ে আসেন । দুষ্কৃতীরার তাঁর হাত থেকে রামদাটি ছিনিয়ে নেয় । তারপর ওই রামদা দিয়ে বাড়িতে ভাঙচুর চালায় । তিনি বলেন, "ছেলে BJP করে । বুথে বসেছিল । তারপর থেকেই ওকে হুমকি দিচ্ছিল । মুখ ঢাকা ছিল তাই দুষ্কৃতীদের চিনতে পারিনি ।"

এবিষয়ে বালুরঘাট শহর তৃণমূল কমিটির সভাপতি সুভাষ চাকি জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । BJP-র লোকজন গন্ডগোল করছে । তৃণমূলের নামে দোষ চাপাতে চাইছে । তৃণমূল BJP-র মত বাঁশ-লাঠি নিয়ে কারও সঙ্গে গন্ডগোল করতে যায় না ।

বালুরঘাট থানা ঘটনার তদন্ত শুরু করেছে ।

বালুরঘাট, 10 জুন : নির্বাচনে BJP-র পোলিং এজেন্ট হয়েছিলেন । আর তাই এক BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি ঘটেছে বালুরঘাটের 1 নম্বর ওয়ার্ডের বড় রঘুনাথপুর এলাকায় ।

উজ্জ্বল কর্মকার নামে ওই BJP কর্মী লোকসভা নির্বাচনে বালুরঘাট BLRO অফিস বুথে BJP-র পোলিং এজেন্ট হিসেবে বসেছিলেন । অভিযোগ, তারপর থেকেই উজ্জ্বলবাবুকে ফোনে হুমকি দেওয়া হত । গতরাতে তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী । ভাঙচুর চালানো হয় । দুষ্কৃতীদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র । কিন্তু প্রতিবেশীরা আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসায় চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনায় আতঙ্কিত উজ্জ্বলবাবু ও তাঁর পরিবারের সদস্যরা । রাতেই তিনি পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন । আজ দুপুরে বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় BJP-র জেলা নেতৃত্ব ।

tmc, bjp, balurghat
BJP কর্মীর বাড়ি ভাঙচুর

উজ্জ্বলবাবুর মা মিনতি কর্মকার জানান, গতকাল রাতে তাঁদের বাড়িতে মুখে কাপড় বেঁধে এসেছিল দুষ্কৃতীরা । ছেলেকে ডাকছিল । পার্সোনাল কথা আছে বলছিল । ছেলে বাইরে না বেরোলে দুষ্কৃতীদের একজন ঘরে ঢুকে পড়ে । সেইসময় তিনি ছুটে গিয়ে বাড়ির পিছন থেকে একটি রামদা নিয়ে আসেন । দুষ্কৃতীরার তাঁর হাত থেকে রামদাটি ছিনিয়ে নেয় । তারপর ওই রামদা দিয়ে বাড়িতে ভাঙচুর চালায় । তিনি বলেন, "ছেলে BJP করে । বুথে বসেছিল । তারপর থেকেই ওকে হুমকি দিচ্ছিল । মুখ ঢাকা ছিল তাই দুষ্কৃতীদের চিনতে পারিনি ।"

এবিষয়ে বালুরঘাট শহর তৃণমূল কমিটির সভাপতি সুভাষ চাকি জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । BJP-র লোকজন গন্ডগোল করছে । তৃণমূলের নামে দোষ চাপাতে চাইছে । তৃণমূল BJP-র মত বাঁশ-লাঠি নিয়ে কারও সঙ্গে গন্ডগোল করতে যায় না ।

বালুরঘাট থানা ঘটনার তদন্ত শুরু করেছে ।

Intro:পোলিং এজেন্ট হওয়ায় বিজেপি কর্মির বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল।।

বালুরঘাট, ১০ জুন: চলতি লোকসভা নির্বাচনে পোলিং এজেন্ট হওয়ায় এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডের বড় রঘুনাথপুর এলাকার ঘটনা। আতঙ্কিত বিজেপি কর্মী উজ্জ্বল কর্মকার সোমবার দুপুরে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপির জেলা নেতৃত্ব। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, উজ্জ্বল কর্মকার ওরফে ভুটান ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারের গাড়ির চালক হিসেবে কাজ করেছিল। বর্তমানে সে অ্যাম্বুলেন্স চালায়। ২০১৬ থেকেই সে বিজেপি করত। চলতি লোকসভা নির্বাচনে বালুরঘাট বিএলআরও অফিস বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসাবে বসেছিল উজ্জ্বল। পোলিং এজেন্ট হিসেবে বসার পর থেকেই উজ্জ্বলকে ফোনে হুমকি দেওয়া হত। অভিযোগ, গতকাল মধ্যরাতে উজ্জ্বলের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় টিনের বাড়ির একাংশ। উজ্জ্বলকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। দুষ্কৃতীরা রামদা আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। এলাকাবাসীরা বিষয়টি জানতে পারার পরই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আতঙ্কিত উজ্জ্বলের পরিবার রাতেই পুলিশকে মৌখিক ভাবে বিষয়টি জানায়। এ দিন দুপুরে পুরো ঘটনা বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানায় উজ্জ্বল কর্মকার।

এ বিষয়ে বিজেপি কর্মী উজ্জ্বল কর্মকার জানান, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন। পোলিং এজেন্ট হিসেবে বসার পর থেকেই তাকে ফোন করে হুমকি দিল দুষ্কৃতীরা। বিজেপির হয়ে পুলিং এজেন্ট বসেছিল। পোলিং এজেন্ট হওয়ার ইচ্ছা থাকলে পরে তাদেরকে বললেই তারা তাদের দল থেকে পোলিং এজেন্ট করে দিত। যারা হুমকি দিচ্ছিল তারা তারা তৃণমূলের দুস্কৃতি। গতকাল তার বাড়িতে যারা হামলা চালায় তারা ও তৃণমূলের দুস্কৃতি। ঘটনায় আজ তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উজ্জ্বলের মা মিনতি কর্মকার জানান, গতকাল রাতে তার ছেলেকে মারধর করার জন্য মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী আসে। রামদা সহ ধারালো অস্ত্র ছিল। তার ছেলেকে তারা একান্ত কথা বলবে বলে বারবার ডাকছিল। ছেলেকে না পেয়ে বাড়ি রামদা দিয়ে ভাঙচুর করে দেয়। গতকালের পর থেকে তারা প্রচন্ড আতঙ্কিত বোধ করছেন। ছেড়ে এবারে ভোটে বিজেপির পোলিং এজেন্ট হয়েছিল তাই এমনটা করা হয়েছে বলে মনে করছেন।

অন্যদিকে বালুরঘাট শহর তৃণমূল কমিটির সভাপতি সুভাষ চাকি জানান, এই ঘটনায় তৃণমূলের কোন ব্যাপারই নেই। ওরা নিজেরা নিজেরাই গণ্ডল করে তৃণমূলের নামে দোষ চাপাতে চাইছে। তৃণমূল বিজেপির মত বাঁশ লাঠি নিয়ে কারও সঙ্গে গণ্ডগোল করতে যায় না।

বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়েছেন পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.