গঙ্গারামপুর, 28 সেপ্টেম্বর : গঙ্গারামপুরে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির ৷ তাঁর নাম সন্তোষ দাস (60) ৷ তিনি গঙ্গারামপুরের দমদমা 5 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন ৷
গতকাল বালুরঘাটে তৃণমূলের বৈঠক ছিল ৷ সেখানে যোগ দিয়েছিলেন সন্তোষ ৷ এরপর রাতে বাড়ি ফেরার সময় কালদিঘিতে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ ছুরি দিয়ে তাঁকে আঘাত করা হয় ৷ তাঁর চিৎকারে সেখানে জড়ো হন স্থানীয়রা ৷ সন্তোষকে উদ্ধার করে তাঁরাই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
সন্তোষের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল ৷ গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু বলেন, "কালদিঘিতে এক ব্যক্তি খুন হয়েছেন ৷ আমরা ঘটনার তদন্ত করছি ৷ ঘটনায় জড়িতরা কেউ ছাড়া পাবে না ।"