ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, জখম একাধিক

বাসন্তীতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ ৷ জখম চারজন ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 5, 2020, 3:11 PM IST

Updated : Mar 5, 2020, 3:46 PM IST

বাসন্তী, 5 মার্চ : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ৷ জখম একাধিক ৷ সালিশি সভায় যাওয়ার পথে যুব তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে আর এক গোষ্ঠীর বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ৷ পরে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গতরাতে বাসন্তীর খেরিয়াবেড়িয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷ সেই সংঘর্ষের জেরে চারজন যুব তৃণমূল কর্মী গুরুতর জখম হন । জখমদের নাম, মোসারফ হোসেন পিয়াদা, লাল্টু সর্দার, রেজাউল মণ্ডল ও আমানুল্লা সর্দার । রাতেই জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা আবদুল মান্নান গাজির অনুগামী সেলিম সর্দার, হাবি সর্দার, বাকিবিল্লা সর্দার, শাহেনশা সর্দার ও তাদের সঙ্গীদের বিরুদ্ধে ।

দেখুন ভিডিয়ো

যুব তৃণমূল কর্মীদের দাবি, দীর্ঘদিন বাসন্তী ব্লকে তৃণমূলের কোনও সভাপতি ছিল না । দলের পক্ষ থেকে নতুন করে তৃণমূল নেতা মন্টু গাজিকে দলের দায়িত্ব দেওয়ার পরই তার অনুগামীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে । অন্যদিকে, তাদের উপর হামলা চালায় । যদিও মন্টু গাজির দাবি, পারিবারিক বিবাদের জেরে এই সংঘর্ষ । যুব তৃণমূল কর্মীরা রাজনৈতিক রঙ চাপানোর চেষ্টা করছে । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।

বাসন্তী, 5 মার্চ : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ৷ জখম একাধিক ৷ সালিশি সভায় যাওয়ার পথে যুব তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে আর এক গোষ্ঠীর বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ৷ পরে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গতরাতে বাসন্তীর খেরিয়াবেড়িয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷ সেই সংঘর্ষের জেরে চারজন যুব তৃণমূল কর্মী গুরুতর জখম হন । জখমদের নাম, মোসারফ হোসেন পিয়াদা, লাল্টু সর্দার, রেজাউল মণ্ডল ও আমানুল্লা সর্দার । রাতেই জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা আবদুল মান্নান গাজির অনুগামী সেলিম সর্দার, হাবি সর্দার, বাকিবিল্লা সর্দার, শাহেনশা সর্দার ও তাদের সঙ্গীদের বিরুদ্ধে ।

দেখুন ভিডিয়ো

যুব তৃণমূল কর্মীদের দাবি, দীর্ঘদিন বাসন্তী ব্লকে তৃণমূলের কোনও সভাপতি ছিল না । দলের পক্ষ থেকে নতুন করে তৃণমূল নেতা মন্টু গাজিকে দলের দায়িত্ব দেওয়ার পরই তার অনুগামীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে । অন্যদিকে, তাদের উপর হামলা চালায় । যদিও মন্টু গাজির দাবি, পারিবারিক বিবাদের জেরে এই সংঘর্ষ । যুব তৃণমূল কর্মীরা রাজনৈতিক রঙ চাপানোর চেষ্টা করছে । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ।

Last Updated : Mar 5, 2020, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.