কুশমন্ডি, 18 জুন: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল প্রার্থীর। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার অন্তর্গত হারাহার এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ রাজ্য সড়কের উপর বাইকের সঙ্গে ছোট গাড়ির ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল প্রার্থীর ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম হাবিব মহম্মদ (34) ৷ বাড়ি কুশমণ্ডি থানার নন্দপুকুর এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবক কুশমণ্ডির সিংতোর এলাকায় সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নন্দপুকুরের বাড়িতে ফিরছিলেন বাইক নিয়ে । সেই সময় কুশমন্ডি -বুনিয়াদপুর রাজ্য সড়কের হারাহার এলাকায় বাইকের সঙ্গে ছোট একটি গাড়ির ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দারা জখম বাইক চালককে উদ্ধার করে কুশমন্ডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বাইকটি উদ্ধার করে। ঘাতক ছোট গাড়ির চালক পলাতক।
জেলা তৃণমূল সূত্রে খবর, মৃত যুবক জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকারের গাড়ির চালক ছিলেন। অম্বরীশ সরকারের চালক হওয়ার সুবাদে এবার কুশমন্ডি আকচা গ্রাম পঞ্চায়েতের 37/10 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি বুনিয়াদ পুর রাজ্য সড়কে হাড়াহার এলাকায় পিককাপভ্যান ও মোটর সাইকেল মুখমুখি সংঘর্ষে মৃত্যু হল তৃণমূল মননিত প্রার্থী ও কুশমন্ডি ব্লক যুব জেনারেল সম্পাদক হাবিব মোহাম্মদ। রবিবার বিকেল বেলা সিনতোর এলাকার বিয়ের নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে হারাহাড় মোর এলাকায় পিকআপ ভ্যান এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই তৃণমূল প্রার্থীর। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার পাঠানো হবে বালুরঘাটে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পথ দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
এই বিষয়ে এলাকাবাসী হাসান আলম জানান, হারাহার মোড় এলাকায় তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়েছিল হাবিব মোহাম্মদ। এই মৃত্যুর জন্য পিকআপ ভ্যান চালকের শাস্তি চাইছেন তিনি। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, "কুশমন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়কে হারাহার এলাকায় আমাদের তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়েছে। তৃণমূল প্রার্থীর পরিবারের সঙ্গে আমরা রয়েছি আমাদের সমস্ত তৃণমূল কর্মীরা রয়েছে। এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান কুশমন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে কুশমন্ডির তৃণমূলের প্রার্থী। আমরা পিকআপ ভ্যানটিকে আটক করেছি এবং তার চালকের খোঁজ চালাচ্ছি। কুশমন্ডি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং আগামীকাল ময়না তদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাটে।"