ETV Bharat / state

e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হল ছাত্র-ছাত্রীদের - ID card provide to school students

বুনিয়াদপুরের বংশীহারী হাইস্কুল । এবার স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল পরিচয়পত্র।

ID card provide to school students
স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টাল
author img

By

Published : Jan 4, 2020, 6:08 AM IST

Updated : Jan 4, 2020, 6:40 AM IST

বংশীহারী, 4 জানুয়ারি : স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র তুলে দেওয়া হল ছাত্র-ছাত্রীদের হাতে ৷ 2 জানুয়ারি, পুস্তক বিতরণী দিবসের দিন বই দেওয়ার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বংশীহারী হাইস্কুলের মোট 169 জন ছাত্র-ছাত্রীকে এই পরিচয়পত্র দেওয়া হয়

বংশীহারী হাইস্কুলে এতদিন পর্যন্ত হাতে লিখেই সমস্ত কাজকর্ম চলত । কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের ৷ নাম, জন্ম তারিখ, বাবার নাম ও স্কুলের নাম ইত্যাদির উল্লেখ থাকবে এই পরিচয়পত্রে । বৃহস্পতিবার রাজ্যজুড়ে পুস্তক বিতরণী দিবস পালিত হয় । এদিন বংশীহারী স্কুলে বই দেওয়ার পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীতে নতুন ভরতি হওয়া ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র দেওয়া হয় ৷ স্কুলের এই উদ্যগে খুশি স্কুল ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। রঞ্জন মৈত্র নামে এক অভিভাবক বলেন, "পরিচয়পত্র দেওয়া খুব ভাল উদ্যোগ ৷ বিপদ আপদে এই পরিচয় পত্রই আমাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করবে। স্কুলশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ জানাই ৷"


বংশীহারী হাই স্কুলের প্রধান শিক্ষক অলোক সরকার জানান, 2020 শিক্ষা বর্ষের বুক ডে-তে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভরতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হবে । তার সঙ্গে থাকবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ।

বংশীহারী, 4 জানুয়ারি : স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র তুলে দেওয়া হল ছাত্র-ছাত্রীদের হাতে ৷ 2 জানুয়ারি, পুস্তক বিতরণী দিবসের দিন বই দেওয়ার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বংশীহারী হাইস্কুলের মোট 169 জন ছাত্র-ছাত্রীকে এই পরিচয়পত্র দেওয়া হয়

বংশীহারী হাইস্কুলে এতদিন পর্যন্ত হাতে লিখেই সমস্ত কাজকর্ম চলত । কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের ৷ নাম, জন্ম তারিখ, বাবার নাম ও স্কুলের নাম ইত্যাদির উল্লেখ থাকবে এই পরিচয়পত্রে । বৃহস্পতিবার রাজ্যজুড়ে পুস্তক বিতরণী দিবস পালিত হয় । এদিন বংশীহারী স্কুলে বই দেওয়ার পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীতে নতুন ভরতি হওয়া ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র দেওয়া হয় ৷ স্কুলের এই উদ্যগে খুশি স্কুল ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। রঞ্জন মৈত্র নামে এক অভিভাবক বলেন, "পরিচয়পত্র দেওয়া খুব ভাল উদ্যোগ ৷ বিপদ আপদে এই পরিচয় পত্রই আমাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করবে। স্কুলশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ জানাই ৷"


বংশীহারী হাই স্কুলের প্রধান শিক্ষক অলোক সরকার জানান, 2020 শিক্ষা বর্ষের বুক ডে-তে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভরতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হবে । তার সঙ্গে থাকবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ।

Intro:এই প্রথম দক্ষিণ দিনাজপুরে পুস্তক বিতরণ দিবসে e-portal এর মাধ্যমে পরিচয় পত্র প্রদান করা হলো ।।

বংশীহারী ;-02 জানুয়ারি ;-দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বংশীহারী হাই স্কুলে স্কুল শিক্ষা দপ্তরের এবং ই পোর্টালের মাধ্যমে প্রত্যেকটা ছাত্র-ছাত্রীদেরকে নিজস্ব পরিচয় পত্র দেওয়া হল । বংশীহারী হাই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা 169 । এতদিন পর্যন্ত স্কুলে ভর্তি থেকে শুরু করে সমস্ত কাজকর্ম হাতে লিখে হতো । কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এখন তাদেরই ই পোর্টালের মাধ্যমে সমস্ত ছাত্র-ছাত্রীদের কে তাদের পরিচয় পত্র এবং সেই পরিচয় পত্রে তার নাম জন্মতারিখ বাবার নাম সহ কোন স্কুলে পড়ে সে সমস্ত দেওয়া থাকছে।

দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম বংশীহারী হাই স্কুলে পুস্তক বিতরণী দিবসে বই দেওয়ার পাশাপাশি ভর্তি হল এবং ভর্তি সঙ্গে সঙ্গে তাদেরকে বই এবং ই পোর্টালের মাধ্যমে তাদের নিজস্ব পরিচয় পত্র প্রদান করা হলো এই পরিচয় পত্র প্রদান করায় খুশি স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা । সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আজকে উত্তর বিতরণী দিবস পালিত হচ্ছে সেই সময় বংশীহারী হাই স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের কে বই বিতরণ এবং আই কার্ড তুলে দেওয়া হল সমস্ত ছাত্র-ছাত্রীদের কে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসার সময় এই আই কার্ড পরে আসবে এবং তারা বাইরে গেলেও সবাই যেন চিনতে পারে যে তারা বংশীহারী হাই স্কুলের ছাত্র ছাত্রী এই স্কুলের প্রধান শিক্ষক অলোক সরকার এই উদ্যোগ নিয়েছে । এই উদ্যোগ নেওয়ায় খুশি স্কুলে শিক্ষক সহ অভিভাবক অভিভাবিকারা ।

এই বিষয়ে স্কুল ছাত্রী দেবারতি সরকার বলেন আমরা খুব খুশি আমাদেরকে আই কার্ড দেওয়ার জন্য এবং সেই সঙ্গে আজকে স্কুলে ভর্তি হয়েছি এবং ভর্তির পাশাপাশি অন্যান্য শ্রেণীকে বই দিয়েছে আমাদেরকে আগামীকাল বই দিবে ।

রঞ্জন মৈত্র নামে এক অভিভাবক বলেন এই আই কার্ড দেওয়া খুব একটা ভাল উদ্যোগ বলে মনে করি আমি কারণ যেখানে বিপদ আপদ থেকে এই আয় কার তাদের রক্ষা করবে এবং পুস্তক বিতরণী দিবসে বই দেওয়া খুব ভালো উদ্যোগ বলে মনে করি আমি এবং স্কুল শিক্ষা দপ্তর কে আমি ধন্যবাদ জানাই কারণ ছাত্র-ছাত্রীদেরকে ভালো পথে নিয়ে যেতে এই আই কার্ড ভীষণভাবে কাজ করবে ।

বংশীহারী হাই স্কুলের প্রধান শিক্ষক অলোক সরকার জানান দুই হাজার কুড়ি শিক্ষা বর্ষের আজকে বুক ডে । এবং বুক ডে সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন বর্ষের ভর্তি করাবো এবং এবং ভর্তি করানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীর পরিচয় পত্র তুলে দেব । তবে এই পরিচয় পত্র প্রদান জেলার মধ্যে প্রথম তথা রাজ্যের মধ্যে প্রথম বলে মনে করি আমি। পরিচয় পত্র সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বের করেছি এবং স্কুল শিক্ষা দপ্তর থেকে এটি দেওয়া হয়েছে ।





Body:এই প্রথম দক্ষিণ দিনাজপুরে পুস্তক বিতরণ দিবসে e-portal এর মাধ্যমে পরিচয় পত্র প্রদান করা হলো ।।


Conclusion:এই প্রথম দক্ষিণ দিনাজপুরে পুস্তক বিতরণ দিবসে e-portal এর মাধ্যমে পরিচয় পত্র প্রদান করা হলো ।।
Last Updated : Jan 4, 2020, 6:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.