গঙ্গারামপুর, ১৩ জানুয়ারি : কুমারগঞ্জে গণধর্ষণের পর খুন হওয়া কিশোরীর মা-বাবার সঙ্গে দেখা করতে না পারায় জেলা পুলিশ ও প্রশাসনকে আইনি হুঁশিয়ারি দিল জাতীয় SC কমিশনের প্রতিনিধিরা । প্রয়োজনে DGP থেকে শুরু করে হোম সেক্রেটারি, জেলাশাসক ও পুলিশ সুপারকে তলব করা হবে বলে জানানো হয় । দোষীদের কঠোর শাস্তি দিতে পুলিশ ও প্রশাসনকে সবরকম আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এক সপ্তাহের সময়সীমা দেয় SC কমিশনের সদস্যরা ।
গতকাল দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন জাতীয় SC কমিশনের চার প্রতিনিধি । তাঁরা গঙ্গারামপুরের পঞ্চগ্রামে মৃতার বাড়িতে যান । সঙ্গে ছিলেন বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার । এছাড়াও ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তসহ অন্য পুলিশ ও প্রশাসনিক আধকারিকরা । এই বিষয়ে জাতীয় এসসি কমিশনের পশ্চিমবঙ্গ এবং নর্থ ইষ্ট জ়োনের দায়িত্বে থাকা ডঃ যোগেন্দ্র পেশোয়ার বলেন, "এটি একটি নিকৃষ্টতম ও নিন্দনীয় ঘটনা । তিনজন অপরাধীকে আইনি পথে শাস্তি দিতে যা যা ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে । "
তিনি আরও বলেন , "এই ব্যাপারে কমিশন নির্দেশ দিয়েছে পুলিশকে । সার্কিট হাউজ়ে জেলাশাসক, জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করা হয়েছে । সেখানে স্পষ্টভাবে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, SC ST এক্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে 325 এবং 31 W2 ধারাও প্রয়োগ করতে হবে । রাজ্য সরকার SC ST সুরক্ষা দিতে ব্যর্থ ।"
মৃতার বাবা, মা ও দাদাকে উদ্ধার করে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সাতদিনের মধ্যে পুলিশকে চার্জশিট জমা করতে বলা হয়েছে । অন্যথায় DGP, হোম সেক্রেটারি, জেলাশাসক, জেলা পুলিশ সুপারকে কমিশন তলব করবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশনের সদস্যরা । সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্লক প্রশাসনকে ওই পরিবারের জন্য তিন মাসের রেশনের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশনের সদস্যরা । এদিকে কমিশনের হুঁশিয়ারির পরই বাড়িতে ফিরে আসেন মৃতার বাবা, মা , ও দাদা । কোথায় ছিলেন তা নিয়ে মুখ খুলতে চাননি তাঁরা ।