ETV Bharat / state

মাতৃদিবসে করোনা যোদ্ধাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার স্বেচ্ছাসেবী সংগঠনের - মাতৃ দিবসে মাস্ক ও স্যানিটাইজ বিলি দা লিলি ফউন্ডেশনের

মানুষের সেবায় যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাঁদের সম্মান ও সুরক্ষা সামগ্রী প্রদানের মধ্য দিয়ে মাতৃদিবস পালন করল দা লিলি ফাউন্ডেশন । করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিজেদের জীবনের কথা না ভেবেই মানুষকে বাঁচাতে সাফাই কর্মী থেকে শুরু করে প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারী বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা কাজ করে চলেছেন ।

মাস্ক ও স্যানিটাইজ বিলি দা লিলি ফউন্ডেশনের
মাস্ক ও স্যানিটাইজ বিলি দা লিলি ফউন্ডেশনের
author img

By

Published : May 9, 2021, 8:53 PM IST

বালুরঘাট, 9 মে : মাতৃ দিবসে করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল বালুরঘাটের দা লিলি ফাউন্ডেশন ৷ করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে বালুরঘাট পৌরসভার সামনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল লিলি ফাউন্ডেশনের মেয়েরা ।

মানুষের সেবায় যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাঁদের সম্মান ও সুরক্ষা সামগ্রী প্রদানের মধ্য দিয়ে মাতৃ দিবস পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন দা লিলি ফাউন্ডেশন । করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিজেদের জীবনের কথা না ভেবেই মানুষকে বাঁচাতে সাফাই কর্মী থেকে শুরু করে প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারী বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা কাজ করে চলেছেন । তাঁদেরই পাশে দাঁড়াতে দা লিলি ফাউন্ডেশনের এই উদ্যোগ ৷ গত এক বছর ধরেই মানুষের পাশে এভাবেই দাঁড়িয়েছে দা লিলি ফাউন্ডেশন ।

মাস্ক ও স্যানিটাইজ বিলি দা লিলি ফউন্ডেশনের


দি লিলি ফাউন্ডেশনের কর্মী পিয়ালী চক্রবর্তী জানান,‘‘ বিগত কয়েক বছর ধরেই আমরা মানুষের সেবায় কাজ করে চলেছি । করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । এদিন বালুরঘাট পুর এলাকার সাফাই কর্মী, টোটো চালক, অটো চালক, যাঁরা সর্বত্র পরিষেবা দিয়ে চলেছে, কোভিড পরিস্থিতিতে সুরক্ষা দিতে তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হল ।’’

বালুরঘাট, 9 মে : মাতৃ দিবসে করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল বালুরঘাটের দা লিলি ফাউন্ডেশন ৷ করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে বালুরঘাট পৌরসভার সামনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল লিলি ফাউন্ডেশনের মেয়েরা ।

মানুষের সেবায় যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাঁদের সম্মান ও সুরক্ষা সামগ্রী প্রদানের মধ্য দিয়ে মাতৃ দিবস পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন দা লিলি ফাউন্ডেশন । করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিজেদের জীবনের কথা না ভেবেই মানুষকে বাঁচাতে সাফাই কর্মী থেকে শুরু করে প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারী বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা কাজ করে চলেছেন । তাঁদেরই পাশে দাঁড়াতে দা লিলি ফাউন্ডেশনের এই উদ্যোগ ৷ গত এক বছর ধরেই মানুষের পাশে এভাবেই দাঁড়িয়েছে দা লিলি ফাউন্ডেশন ।

মাস্ক ও স্যানিটাইজ বিলি দা লিলি ফউন্ডেশনের


দি লিলি ফাউন্ডেশনের কর্মী পিয়ালী চক্রবর্তী জানান,‘‘ বিগত কয়েক বছর ধরেই আমরা মানুষের সেবায় কাজ করে চলেছি । করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । এদিন বালুরঘাট পুর এলাকার সাফাই কর্মী, টোটো চালক, অটো চালক, যাঁরা সর্বত্র পরিষেবা দিয়ে চলেছে, কোভিড পরিস্থিতিতে সুরক্ষা দিতে তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হল ।’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.