ETV Bharat / state

বিপ্লব মিত্রের তৃণমূলে যোগ, বাজি পটকায় অভিনন্দন দক্ষিণ দিনাজপুরে - BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র

প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন । আজ দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্লব অনুগামীদের মধ্যে খুশির আবহাওয়া । বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছে ।

The followers of Biplab Mitra overjoyed with firecrackers in south dinajpur
The followers of Biplab Mitra overjoyed with firecrackers in south dinajpur
author img

By

Published : Jul 31, 2020, 7:26 PM IST

Updated : Jul 31, 2020, 9:16 PM IST

গঙ্গারামপুর, 31 জুলাই : অবশেষে জল্পনার অবসান হল । ফের দলে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র । আজ কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বিপ্লব মিত্রের সাথে দলে যোগ দিলেন ভাই প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।

বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে যাওয়ার পর দলের একাংশ কর্মীরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল । ফের দলে ফেরাতে পুরনো কর্মীদের মধ্যে উৎসাহ ফিরে এসেছে । বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছে । এমন দৃশ্য ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে ।

জেলার বিপ্লব মিত্রের অনুগামীরা জানায়, আসন্ন বিধানসভা নির্বাচন । সে কারণেই দলকে আরও শক্তিশালী করতে পুরাতন এবং নতুন নেতাকর্মীদের একত্রিত করছে দল ।

বিপ্লব মিত্রের অনুগামী শুভম আগরওয়াল জানান, "বিপ্লব মিত্র-সহ তাঁর ভাই প্রশান্ত মিত্র আজ কলকাতায় তৃণমূলে যোগদান করেছে । এতে আমরা খুব খুশি । বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছি ।"

এ বিষয়ে তরুণের আহ্বান ক্লাবের এক সদস্য জানান, “আমাদের এই ক্লাবের জেলা সেক্রেটারি বিপ্লব মিত্র এবং তার ভাই কলকাতায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলে যোগদান করেছেন । তাই বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছি । দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্রকে তৃণমূল দল থেকে বের হতে হয়েছিল । তিনি আবার আজকে তৃণমূল দলে ফেরায় খুব খুশি আমরা ।”

জানা গেছে, 2019 সালে অর্পিতা ঘোষ লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় । পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে । গত বছরের 24 জুন তৃণমূল ছেড়ে বিপ্লব মিত্র দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন । তারপরেও BJP-তে কার্যত ব্রাত্য থেকে গিয়েছেন তিনি ।

আরও জানা যায়, 14 মাসের মধ্যে জেলা সভাপতির পদ থেকে অর্পিতা ঘোষকে সরান হয় । অর্পিতা ঘোষকে 21 জনের কো-অর্ডিনেশন কমিটিতে নিযুক্ত করা হয় । পরিবর্তে জেলা সভাপতি পদে বসান হয় গৌতম দাসকে ।

গঙ্গারামপুর, 31 জুলাই : অবশেষে জল্পনার অবসান হল । ফের দলে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র । আজ কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বিপ্লব মিত্রের সাথে দলে যোগ দিলেন ভাই প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।

বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে যাওয়ার পর দলের একাংশ কর্মীরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল । ফের দলে ফেরাতে পুরনো কর্মীদের মধ্যে উৎসাহ ফিরে এসেছে । বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছে । এমন দৃশ্য ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে ।

জেলার বিপ্লব মিত্রের অনুগামীরা জানায়, আসন্ন বিধানসভা নির্বাচন । সে কারণেই দলকে আরও শক্তিশালী করতে পুরাতন এবং নতুন নেতাকর্মীদের একত্রিত করছে দল ।

বিপ্লব মিত্রের অনুগামী শুভম আগরওয়াল জানান, "বিপ্লব মিত্র-সহ তাঁর ভাই প্রশান্ত মিত্র আজ কলকাতায় তৃণমূলে যোগদান করেছে । এতে আমরা খুব খুশি । বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছি ।"

এ বিষয়ে তরুণের আহ্বান ক্লাবের এক সদস্য জানান, “আমাদের এই ক্লাবের জেলা সেক্রেটারি বিপ্লব মিত্র এবং তার ভাই কলকাতায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলে যোগদান করেছেন । তাই বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছি । দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্রকে তৃণমূল দল থেকে বের হতে হয়েছিল । তিনি আবার আজকে তৃণমূল দলে ফেরায় খুব খুশি আমরা ।”

জানা গেছে, 2019 সালে অর্পিতা ঘোষ লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় । পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে । গত বছরের 24 জুন তৃণমূল ছেড়ে বিপ্লব মিত্র দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন । তারপরেও BJP-তে কার্যত ব্রাত্য থেকে গিয়েছেন তিনি ।

আরও জানা যায়, 14 মাসের মধ্যে জেলা সভাপতির পদ থেকে অর্পিতা ঘোষকে সরান হয় । অর্পিতা ঘোষকে 21 জনের কো-অর্ডিনেশন কমিটিতে নিযুক্ত করা হয় । পরিবর্তে জেলা সভাপতি পদে বসান হয় গৌতম দাসকে ।

Last Updated : Jul 31, 2020, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.