গঙ্গারামপুর, 27 অগাস্ট : গঙ্গারামপুর পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমলেন্দু সরকার ৷ তবে এই নির্বাচন সংক্রান্ত মিটিং-কে অবৈধ বলেছেন প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷ বক্তব্য, "গায়ের জোরে, আইনকে তোয়াক্কা না করে ওনারা মিটিং করেছেন ৷ কারণ নিয়মানুসারে চেয়ারম্যান নির্বাচনের মিটিং ডাকে SDO ৷ কিন্তু এটা ডেকেছেন তিনজন কাউন্সিলর ৷ "
আরও পড়ুন : গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদের দৌড়ে এগিয়ে অমলেন্দু
গতকালই পৌরসভায় তৃণমূলের 12 জন কাউন্সিলর সর্বসম্মতিক্রমে অমলেন্দু সরকারকে বেছে নেন৷ এর আগে 2015 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন । জুন মাসের 24 তারিখ অমলেন্দুবাবু সহ আরও 9 জন কাউন্সিলর তৎকালীন চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ৷ 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসিপ্রসাদ চৌধুরিকে ভাইস চেয়ারম্যানের পদে বসিয়েছিলেন ৷ চলতি মাসের 5 তারিখ চেয়ারম্যানের বিরুদ্ধে 11-0 ভোটে জয়ী হয় তৃণমূল ৷ কিন্তু কেউ চেয়ারম্যান নির্বাচিত হননি ৷ তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 26 অগাস্ট নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন ৷ শেষমেশ গতকাল আস্থা ভোটের 21 দিনের মাথায় নতুন চেয়ারম্যান হলেন অমলেন্দুবাবু ৷
এ বিষয়ে প্রশান্তবাবু আরও বলেন, "আগামী দিনে হাইকোর্ট যদি ওনাদের পক্ষে রায় দেয়, তাহলে অবশ্যই মেনে নেব ৷ আর আমাদের পক্ষে রায় দিলে সেটা পরবর্তীতে চিন্তা করব ৷ আমরা হাইকোর্ট কী রায় দেয় তার উপর ভরসা করে আছি ৷ "