ETV Bharat / state

লকডাউনে বেড়েছে বাল্যবিবাহ, নাবালিকাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন পুলিশের

author img

By

Published : Jun 11, 2020, 11:58 AM IST

Updated : Jun 13, 2020, 11:52 AM IST

লকডাউনে অপেক্ষাকৃত বেড়েছে বাল্যবিবাহ ৷ তবে, একাধিক নাবালিকার বিয়ে রুখেছে জেলা পুলিশ প্রশাসন ৷ এবার তাই নাবালিকাদের নিয়ে স্বয়ংসিদ্ধা নামে একটি সচেতনতা শিবির করল বালুরঘাট পুলিশ প্রশাসন ৷

POLICE_AWARENESS_PROGRAMME
লকডাউনে বাল্যবিবাহ বেড়ে যাওয়ায় চিন্তিত জেলা পুলিশ প্রশাসন

বালুরঘাট, 11 জুন : কোরোনা ও লকডাউনের মধ্যেও একাধিক নাবালিকার বিয়ে রুখেছে জেলা পুলিশ প্রশাসন । দিন দিন বাল্যবিবাহ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন চিন্তিত । মানবপাচার ও বাল্যবিবাহ রোধে এবার আরও উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । গতকাল বালুরঘাট থানায় 18 বছরের নিচের নাবালিকাদের নিয়ে স্বয়ংসিদ্ধা নামে একটি সচেতনতা শিবির করা হয় ৷ সচেতনতামূলক শিবিরটি বালুরঘাট থানা, স্বেচ্ছাসেবী সংগঠন 'উৎসাহ' ও জেলা আইনি পরিষেবার উদ্যোগে আয়োজিত হয় ।

তিনদিক বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলা । সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় দক্ষিণ দিনাজপুরের বাল্য বিবাহের প্রবণতা অনেকটাই বেশি । বিয়ের মরশুমে মাঝে মধ্যেই নাবালিকার বিয়ে বন্ধের খবর শোনা যায় । লকডাউনের সময়ও দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু নাবালিকার বিয়ের আয়োজন করেছিল তাদের পরিবার । লকডাউনের আড়াই মাসে জেলায় মোট 25 জন নাবালিকার বিয়ে বন্ধ করেছে জেলা পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন । লকডাউন সময়কালেও বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষকে আরও সচেতন করতে উদ্যোগী হয়েছে জেলা পুলিশ প্রশাসন । মূলত 18 বছরের নিচের নাবালিকাদের সচেতন করতেই এই শিবির অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাট থানার পক্ষ থেকে SI সমর রায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে পূজা দাসসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।

গতকালের সচেতনতা শিবিরে 18 বছরের আগে বিয়ে দিলে মেয়েদের কী কী সমস্যা হতে পারে তা আলোচনা করা হয় । এছাড়াও মানব পাচার রুখতে সকলকে সচেতন করা হয় ৷ এবিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে পূজা দাস বলেন, জেলায় বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যাওয়ার এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে । এছাড়াও সীমান্ত জেলা হওয়ায় মানব পাচারেরও খবর পাওয়া যায় । তাই মানব পাচার বন্ধ করতেই সকলকে সচেতন করা হয় । কী করে এই সব রোধ করা সম্ভব তা জানানো হয় । অন্যদিকে, এবিষয়ে বালুরঘাট থানার সাব-ইন্সপেক্টর সমর রায় বলেন, দিনের পর দিন মানবপাচার ও বাল্যবিবাহ বেড়েই চলেছে । এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে মেয়েদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে ৷

লকডাউনে বেড়েছে বাল্যবিবাহ, নাবালিকাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন পুলিশের

বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিবাহ আমাদের দেশে এখনও হয় । আমাদের রাজ্যেও । এর মূলে রয়েছে দারিদ্রতা, অর্থ-সামাজিক গঠন, ধর্মীয় আচার, লিঙ্গ বৈষম্য ও কন্যা সন্তানের সামাজিক নিরাপত্তার ভাবনা । আইনগত শিশু বয়সের সীমা 18 বছর । 18 বছরের আগে বিয়ে শিশুর অধিকারকে ব্যাহত করে । স্বাস্থ্যবিকাশ তো বটেই, এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের উপরও বাল্যবিবাহের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে ৷ ব্যাহত হয় শিশুর সুস্থ হয়ে বেঁচে থাকার অধিকার ৷ 2011 সালের জনগণনার তথ্য বলছে , ভারতের 50 শতাংশ বধূই বালিকা , পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার আরও বেশি ।

বালুরঘাট, 11 জুন : কোরোনা ও লকডাউনের মধ্যেও একাধিক নাবালিকার বিয়ে রুখেছে জেলা পুলিশ প্রশাসন । দিন দিন বাল্যবিবাহ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন চিন্তিত । মানবপাচার ও বাল্যবিবাহ রোধে এবার আরও উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । গতকাল বালুরঘাট থানায় 18 বছরের নিচের নাবালিকাদের নিয়ে স্বয়ংসিদ্ধা নামে একটি সচেতনতা শিবির করা হয় ৷ সচেতনতামূলক শিবিরটি বালুরঘাট থানা, স্বেচ্ছাসেবী সংগঠন 'উৎসাহ' ও জেলা আইনি পরিষেবার উদ্যোগে আয়োজিত হয় ।

তিনদিক বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলা । সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় দক্ষিণ দিনাজপুরের বাল্য বিবাহের প্রবণতা অনেকটাই বেশি । বিয়ের মরশুমে মাঝে মধ্যেই নাবালিকার বিয়ে বন্ধের খবর শোনা যায় । লকডাউনের সময়ও দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু নাবালিকার বিয়ের আয়োজন করেছিল তাদের পরিবার । লকডাউনের আড়াই মাসে জেলায় মোট 25 জন নাবালিকার বিয়ে বন্ধ করেছে জেলা পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন । লকডাউন সময়কালেও বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষকে আরও সচেতন করতে উদ্যোগী হয়েছে জেলা পুলিশ প্রশাসন । মূলত 18 বছরের নিচের নাবালিকাদের সচেতন করতেই এই শিবির অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাট থানার পক্ষ থেকে SI সমর রায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে পূজা দাসসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।

গতকালের সচেতনতা শিবিরে 18 বছরের আগে বিয়ে দিলে মেয়েদের কী কী সমস্যা হতে পারে তা আলোচনা করা হয় । এছাড়াও মানব পাচার রুখতে সকলকে সচেতন করা হয় ৷ এবিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে পূজা দাস বলেন, জেলায় বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যাওয়ার এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে । এছাড়াও সীমান্ত জেলা হওয়ায় মানব পাচারেরও খবর পাওয়া যায় । তাই মানব পাচার বন্ধ করতেই সকলকে সচেতন করা হয় । কী করে এই সব রোধ করা সম্ভব তা জানানো হয় । অন্যদিকে, এবিষয়ে বালুরঘাট থানার সাব-ইন্সপেক্টর সমর রায় বলেন, দিনের পর দিন মানবপাচার ও বাল্যবিবাহ বেড়েই চলেছে । এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে মেয়েদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে ৷

লকডাউনে বেড়েছে বাল্যবিবাহ, নাবালিকাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন পুলিশের

বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিবাহ আমাদের দেশে এখনও হয় । আমাদের রাজ্যেও । এর মূলে রয়েছে দারিদ্রতা, অর্থ-সামাজিক গঠন, ধর্মীয় আচার, লিঙ্গ বৈষম্য ও কন্যা সন্তানের সামাজিক নিরাপত্তার ভাবনা । আইনগত শিশু বয়সের সীমা 18 বছর । 18 বছরের আগে বিয়ে শিশুর অধিকারকে ব্যাহত করে । স্বাস্থ্যবিকাশ তো বটেই, এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের উপরও বাল্যবিবাহের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে ৷ ব্যাহত হয় শিশুর সুস্থ হয়ে বেঁচে থাকার অধিকার ৷ 2011 সালের জনগণনার তথ্য বলছে , ভারতের 50 শতাংশ বধূই বালিকা , পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার আরও বেশি ।

Last Updated : Jun 13, 2020, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.