রায়গঞ্জ, 1 জুন : ফাইল লোপাটের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিতপোঁতা গ্রামপঞ্চায়েত অফিসে । অভিযোগ ওঠে পঞ্চায়েতের দুই কর্মী সরকারি ফাইল লোপাট করছিল ৷ স্থানীয়রা তাঁদের হাতেনাতে ধরে ফেলে ৷
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান সানজিতা নাজিরের প্রতিনিধি নুরুল আজম ৷ তিনি জানান, করোনা বিধি নিষেধ জারি হওয়ায়, পঞ্চায়েতের ওই দুই কর্মী ফাইলপত্র বাড়িতে নিয়ে যাচ্ছিলেন কাজ করার জন্য ৷ যাতে কিছুটা কাজ এগিয়ে রাখ যায় ৷ কিন্তু কিছু দুষ্কৃতী ফাইল লোপাট করার অভিযোগ তুলে ইচ্ছাকৃতভাবে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷
আরও পড়ুন : রাজ্যে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, চলবে আরও 3 দিন
যদিও পন্ডিতপোঁতা গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের গলায় অন্য সুর ৷ তিনি বলেন, ওই দুজন কর্মীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে । ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ ৷