ETV Bharat / state

তিওড়ে স্বর্ণব‍্যবসায়ী খুনের ঘটনায় ধৃত সুপারি কিলার-সহ আরও 2 - দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুরের তিওড়ে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার হল বিহারের সুপারি কিলার ৷ এদিন আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই নিয়ে মোট 6 জন গ্রেফতার হল এই খুনের ঘটনায় ৷ এদিন ধৃত সুপারি কিলারকে আদালেত তোলা হয়েছে ৷

তিওড়ে স্বর্ণব‍্যবসায়ী হত্যার ঘটনায় মঙ্গলবার ধরা পড়ে বিহারের এক সুপারি কিলার ৷
তিওড়ে স্বর্ণব‍্যবসায়ী হত্যার ঘটনায় মঙ্গলবার ধরা পড়ে বিহারের এক সুপারি কিলার ৷
author img

By

Published : Jul 14, 2021, 10:31 PM IST

বালুরঘাট, 14 জুলাই : তিওড়ে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় এবার গ্রেফতার হল বিহারের এক সুপারি কিলার ৷ মঙ্গলবার তাকে শিলিগুড়ির বাগডোগরা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গতকাল এই ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই নিয়ে এই খুনের ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করল পুলিশ ৷

গত শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন স্বর্ণব‍্যবসায়ী প্রদীপ কর্মকার । ঘটনার তদন্তে নেমে পুলিশ এক বিজেপি যুব মণ্ডল সভাপতি-সহ তিনজনকে গ্রেফতারের পর মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থেকে একজনকে এবং তিওর থেকে আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ । অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করল পুলিশ ।

জানা গিয়েছে, মোবাইলের সূত্র ধরে বাগডোগরার লাইফলাইন এলাকায় ফাঁদ পেতে সুপারি কিলার শুভম কুমারকে গ্রেফতার করে । দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে সুপারি কিলার । ধৃতের নাম শুভম কুমার । বাড়ি বিহারের বৈশালীতে । বুধবার ধৃত শুভমকে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ ।

তিওড়ে স্বর্ণব‍্যবসায়ী হত্যার ঘটনায় মঙ্গলবার ধরা পড়ে বিহারের এক সুপারি কিলার ৷

পুলিশ সুপার রাহুল দে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাগডোগরা থেকে বিহারের বাসিন্দা শুভম কুমার কে গ্রেফতার করা হয় । এদিন তাকে আদালতে তোলা হয়েছে । পাশাপাশি এদিন সুরজিৎ বর্মন ও দীপক দাস নামে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আগামিকাল আদালতে তোলা হবে ।

আরও পড়ুন : পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন

বালুরঘাট, 14 জুলাই : তিওড়ে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় এবার গ্রেফতার হল বিহারের এক সুপারি কিলার ৷ মঙ্গলবার তাকে শিলিগুড়ির বাগডোগরা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গতকাল এই ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই নিয়ে এই খুনের ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করল পুলিশ ৷

গত শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন স্বর্ণব‍্যবসায়ী প্রদীপ কর্মকার । ঘটনার তদন্তে নেমে পুলিশ এক বিজেপি যুব মণ্ডল সভাপতি-সহ তিনজনকে গ্রেফতারের পর মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থেকে একজনকে এবং তিওর থেকে আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ । অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করল পুলিশ ।

জানা গিয়েছে, মোবাইলের সূত্র ধরে বাগডোগরার লাইফলাইন এলাকায় ফাঁদ পেতে সুপারি কিলার শুভম কুমারকে গ্রেফতার করে । দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে সুপারি কিলার । ধৃতের নাম শুভম কুমার । বাড়ি বিহারের বৈশালীতে । বুধবার ধৃত শুভমকে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ ।

তিওড়ে স্বর্ণব‍্যবসায়ী হত্যার ঘটনায় মঙ্গলবার ধরা পড়ে বিহারের এক সুপারি কিলার ৷

পুলিশ সুপার রাহুল দে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাগডোগরা থেকে বিহারের বাসিন্দা শুভম কুমার কে গ্রেফতার করা হয় । এদিন তাকে আদালতে তোলা হয়েছে । পাশাপাশি এদিন সুরজিৎ বর্মন ও দীপক দাস নামে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আগামিকাল আদালতে তোলা হবে ।

আরও পড়ুন : পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.