ETV Bharat / state

দিদিকেও মিসড কল করতে বলুন "দিদিকে বলো"-তে : সুকান্ত মজুমদার - sukanta-mazumdar's speech against tmc

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর সমর্থনে একটি মিছিল বের হয় । সেখানেই তৃণমূলকে আক্রমণ করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

Sukanta mazumdar
সুকান্ত মজুমদার
author img

By

Published : Jan 27, 2020, 12:07 AM IST

বংশীহারী , 26 জানুয়ারি : বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির অভিনন্দন যাত্রায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) র সমর্থনে বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির এই মিছিল বের হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার সকলকে একটি টোল-ফ্রি নম্বর দেন এবং সকলকে এই নম্বরে মিসড কল দিয়ে CAA ইশুতে নরেন্দ্র মোদিকে সমর্থন করার কথা বলেন । পাশপাশি তিনি বলেন , "দিদিকে বলো - তে ফোন করে বলবেন, দিদি আপনিও মিসড কল করুন । "

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর সমর্থনে একটি মিছিল বের হয় । 71 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই মিছিলের ডাক দেয় নমঃশূদ্র কল্যাণ সমিতি । প্রায় 5 হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করে বলে জানা গেছে । সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষসহ আরও অন্যান্য নেতৃত্ববর্গ । নমঃশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক হরসিস বিশ্বাস বলেন," NRC এবং CAA-র সমর্থন ও এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । " আজ এই মিছিলে অংশগ্রহণ করে BJP র জেলা সভাপতি বিনয় বর্মন এবং প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকারসহ দলের জেলা নেতৃবর্গ ।

শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য

মিছিলের পর বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সভার আয়োজন করা হয় । সেখানে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন , "আমাদের ভারতবর্ষে প্রচুর শরণার্থী আছে তাদের জন্য এই আইন করা হয়েছে । বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এদেশে এসেছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে । সেই জন্য তৃণমূল কংগ্রেস CPI(M) এই সমস্ত আইন চায় না , তারা শুধু ভোট চায় । তাই আমি বলব নরেন্দ্র মোদির টোল ফ্রি নম্বরে ফোন করতে । টোল ফ্রি নম্বরে ফোন করলে নরেন্দ্র মোদি দিল্লি থেকে বসে জানতে পারবেন দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ NRC এবং CAA র সমর্থন করছে । তাই আপনারা বাড়ি গিয়ে আপনাদের আত্মীয়-পরিজন সবাইকে গিয়ে টোল ফ্রি নম্বরটা দেবেন । কারণ টোল ফ্রি নম্বরে ফোন করতে কোনও টাকা-পয়সা লাগে না । আমি বলব ,দিদিকে বলো - তে ফোন করে বলুন, দিদি আপনিও মিসড কল করুন । "

অন্যদিকে তৃণমূল-কংগ্রেস-CPI(M) কে কটাক্ষ করলেন BJP র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন , " তৃণমূল-কংগ্রেস-CPI(M) কোনও দিন নাগরিকত্ব নিয়ে বলেননি । কোনও দিন বিল আনেনি । যখন নাগরিকত্ব বিল এসেছে তখন এর জন্য নরেন্দ্র মোদিকে গালাগালি দেওয়া হচ্ছে । এরা বাঙালির জাত শত্রু , হিন্দুর শত্রু ,ভারতীয়দের জাত শত্রু । এদের চিনে রাখুন । "

বংশীহারী , 26 জানুয়ারি : বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির অভিনন্দন যাত্রায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) র সমর্থনে বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির এই মিছিল বের হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার সকলকে একটি টোল-ফ্রি নম্বর দেন এবং সকলকে এই নম্বরে মিসড কল দিয়ে CAA ইশুতে নরেন্দ্র মোদিকে সমর্থন করার কথা বলেন । পাশপাশি তিনি বলেন , "দিদিকে বলো - তে ফোন করে বলবেন, দিদি আপনিও মিসড কল করুন । "

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর সমর্থনে একটি মিছিল বের হয় । 71 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই মিছিলের ডাক দেয় নমঃশূদ্র কল্যাণ সমিতি । প্রায় 5 হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করে বলে জানা গেছে । সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষসহ আরও অন্যান্য নেতৃত্ববর্গ । নমঃশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক হরসিস বিশ্বাস বলেন," NRC এবং CAA-র সমর্থন ও এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । " আজ এই মিছিলে অংশগ্রহণ করে BJP র জেলা সভাপতি বিনয় বর্মন এবং প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকারসহ দলের জেলা নেতৃবর্গ ।

শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য

মিছিলের পর বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সভার আয়োজন করা হয় । সেখানে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন , "আমাদের ভারতবর্ষে প্রচুর শরণার্থী আছে তাদের জন্য এই আইন করা হয়েছে । বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এদেশে এসেছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে । সেই জন্য তৃণমূল কংগ্রেস CPI(M) এই সমস্ত আইন চায় না , তারা শুধু ভোট চায় । তাই আমি বলব নরেন্দ্র মোদির টোল ফ্রি নম্বরে ফোন করতে । টোল ফ্রি নম্বরে ফোন করলে নরেন্দ্র মোদি দিল্লি থেকে বসে জানতে পারবেন দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ NRC এবং CAA র সমর্থন করছে । তাই আপনারা বাড়ি গিয়ে আপনাদের আত্মীয়-পরিজন সবাইকে গিয়ে টোল ফ্রি নম্বরটা দেবেন । কারণ টোল ফ্রি নম্বরে ফোন করতে কোনও টাকা-পয়সা লাগে না । আমি বলব ,দিদিকে বলো - তে ফোন করে বলুন, দিদি আপনিও মিসড কল করুন । "

অন্যদিকে তৃণমূল-কংগ্রেস-CPI(M) কে কটাক্ষ করলেন BJP র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন , " তৃণমূল-কংগ্রেস-CPI(M) কোনও দিন নাগরিকত্ব নিয়ে বলেননি । কোনও দিন বিল আনেনি । যখন নাগরিকত্ব বিল এসেছে তখন এর জন্য নরেন্দ্র মোদিকে গালাগালি দেওয়া হচ্ছে । এরা বাঙালির জাত শত্রু , হিন্দুর শত্রু ,ভারতীয়দের জাত শত্রু । এদের চিনে রাখুন । "

Intro:দিদিকে বল কর্মসূচির টোল ফ্রি নাম্বার এ ফোন করে বলতে তারা যেন মোদির সি এ এ সমর্থন করে সেই বার্তা দিলেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার ।।

বংশীহারী:26 জানুয়ারী :- বুনিয়াদপুর এ নমঃশূদ্র কল্যাণ সমিতির অভিনন্দন যাত্রায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । সিএ এ সমর্থনে বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির এই মহা মিছিল বের হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংসার সুকান্ত মজুমদার মোদিকে সমর্থন করার জন্য এটি টল ফ্রি নাম্বার তার কর্মী-সমর্থকদের বলে এবং তৃণমূল থেকে যে দিদিকে বল কর্মসূচির নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে বলতে তারা যেন সমর্থন করে ।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এ নমঃশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে এনআরসি এবং সিএ নিয়ে একটি সমর্থন যাতে বের হয় সমর্থন যাত্রার মূল অতিথি ছিল বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ আরো অন্যান্য নেতৃত্ব বর্গ । নমঃশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক হরসিস বিশ্বাস সহ অন্যান্য সংগঠন এন আর সি এবং সিএ সমর্থন করার কারণে বুনিয়াদপুর এ এই মহা মিছিলের ডাক দেয় নমঃশূদ্র কল্যাণ সমিতি । 26 শে জানুয়ারি 71 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই মহা মিছিলের ডাক দেয় নমঃশূদ্র কল্যাণ সমিতি । এই মহামিছিলে প্রায় 5 হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করে বলে জানা গেছে।। নমঃশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক হরসিস বিশ্বাস বলেন এনআরসি এবং সিএ সমর্থন ও এই আইন সম্পর্কে সাধারণ মানুষ কত করতে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তিনি জানান মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে নমঃশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে । আজ এই মিছিলে অংশগ্রহণ করে বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন এবং প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকারসহ দলের জেলা নেতৃবর্গ ।

নমঃশূদ্র কল্যাণ সমিতির অভিনন্দন যাত্রা এসে তৃণমূলকে একপ্রকার তুলোধোনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন তৃণমূল কংগ্রেস সিপিএমকে দেশ থেকে উৎখাত করতে হবে তবে দেশে শান্তি ফিরবে । নরেন্দ্র মোদি এই আইন পাস করার জন্য নরেন্দ্র মোদী খারাপ, নরেন্দ্র মোদিকে গালাগালি দেওয়া হচ্ছে । তৃণমূল কংগ্রেস সিপিএম এনআরসি চাইনা চাইনা । এরা বাঙালি জাত শত্রু এদেরকে চিনে রাখুন ।

বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান আমাদের ভারতবর্ষে প্রচুর শরণার্থী আছে তাদের জন্য এই আইন করা হয়েছে । বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এদেশে এসেছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে । সেই জন্য তৃণমূল কংগ্রেস সিপিএম তারা এই সমস্ত আইন চাই না তারা শুধু চাই ভোট । তাই আমি বলবো নরেন্দ্র মোদির টোল ফ্রি নাম্বারে ফোন করতে । টোল ফ্রি নাম্বার এ ফোন করলে নরেন্দ্র মোদী দিল্লি থেকে বসে জানতে পারবে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এনআরসি এবং সি এ সমর্থন করছে তাই আপনারা বাড়ি গিয়ে আপনাদের আত্মীয়-পরিজন সবাইকে গিয়ে এর টোল ফ্রি নাম্বার টা দিবেন । কারণে টোল ফ্রি নাম্বার এ ফোন করতে কোন টাকা লাগেনা পয়সা লাগে না । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়ে টোল ফ্রি নাম্বার ব্যবহার করছে সেই নাম্বার জানো সাধারণমানুষ ফোন করে বলে তারা যেন নরেন্দ্র মোদির সিএ এবং এনআরসি সমর্থন করে মূলত এই বার্তাই দিলেন নমঃশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে যে সভা করা হয় তার মাধ্যমে ।।




Body:দিদিকে বল কর্মসূচির টোল ফ্রি নাম্বার এ ফোন করে বলতে তারা যেন মোদির সি এ এ সমর্থন করে সেই বার্তা দিলেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার ।।



Conclusion:দিদিকে বল কর্মসূচির টোল ফ্রি নাম্বার এ ফোন করে বলতে তারা যেন মোদির সি এ এ সমর্থন করে সেই বার্তা দিলেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.