ETV Bharat / state

Panchayat Election 2023: বিডিও অফিসে মনোনয়ন পেশ পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন সুকান্ত

দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়তেই সুকান্ত মজুমদারের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের ৷ তারপর অবশ্য নির্বিঘ্নেই সম্পন্ন হয় মনোনয়ন কেন্দ্র পরিদর্শন ও মনোনয়ন জমা দেওয়ার কাজ ৷

Etv Bharat
পুলিশের সঙ্গে বচসায় সুকান্ত মজুমদার
author img

By

Published : Jun 12, 2023, 5:09 PM IST

মনোনয়ন কেন্দ্র পরিদর্শনে সুকান্ত মজুমদার

বালুরঘাট, 12 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তপনের ব্লক অফিসে সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার কেন্দ্র পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। সেখানে ঢুকতে গিয়ে পুলিশের কাছে বাধা পেতেই শুরু হয় বচসা । যদিও পরে মনোনয়ন কেন্দ্র পরিদর্শন করে তবেই এলাকা ছাড়েন বিজেপি'র রাজ্য সভাপতি ।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের যাতে নমিনেশন জমা দিতে গিয়ে বাধার সম্মুখীন না-হতে হয় সেই কারণে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থীদের সঙ্গে ছিলেন এদিন ৷ বিজেপির গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে তপনে একটি মিছিল করে বিডিও অফিসে নমিনেশন জমা দিতে যান তিনি । এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি রথীন বোস, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, মালদা বিভাগ কনভেনার শুভেন্দু সরকার-সহ অন্যান্যরা ।

তপনে মিছিল করে বিডিও অফিসে নমিনেশন জমা দিতে গেলে দফতরের সামনে বাধাপ্রাপ্ত হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থীদের নিয়ে ভিতরে প্রবেশ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাঁর । যদিও এরপর প্রার্থীদের ছাড়া নমিনেশন কেন্দ্র পরিদর্শনের জন্য পাঁচজনকে ভিতরে যেতে দেওয়া হয় ।

নমিনেশন কেন্দ্র পরিদর্শন করে এসে সুকান্ত মজুমদার বলেন,"দক্ষিণ দিনাজপুরে বিজেপি শক্তিশালী ৷ এখনও পর্যন্ত আমরা নমিনেশন জমা দিতে পারছি । তবে কর্মীরা যেন বাধাপ্রাপ্ত না হয় সেই কারণেই সব জায়গাতেই আমি নিজে যাচ্ছি । আমি থাকলে তারা বাধা দিতে পারবে না । আজ তপনে নমিনেশন দেওয়া হল এরপর গঙ্গারামপুর ব্লকে নমিনেশন দিতে যাব । গতবার পঞ্চায়েতে সেখানে নমিনেশনের যাওয়ার সময় বাধা দেওয়া হয়েছিল ।"

আরও পড়ুন : আগে মানুষের পাশে থাকুন, পরে ভাষণ দেবেন ; সুকান্তর সমালোচনায় সরব অভিষেক

পাশাপাশি মনোনয়ন জমা দিতে গিয়ে দিবাকর ঘরামি নামে এক দলীয় নেতা আহত হওয়ায় তিনি বলেন,"আমরা বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের একমাত্র ঠিক করতে পারে সেন্ট্রাল ফোর্স । সেই জন্যই আমরা চাই সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে নমিনেশন হোক । কারণ রাজ্য সরকারের পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা প্রভাবিত । স্বাভাবিকভাবেই এনারা পারছেন না ।"

যে সকল জায়গায় টেনশন রয়েছে সেখানে কেন্দ্র বাহিনী দিয়ে নমিনেশন করার দাবি জানান তিনি ৷ তাঁর বক্তব্য,"বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে এরপরে বিজেপি কর্মীরাই কেন্দ্রীয় বাহিনীর কাজে নামবে । তারা যখন খেলা দেখতেই চায় আমরাও খেলা দেখাব ।"

মনোনয়ন কেন্দ্র পরিদর্শনে সুকান্ত মজুমদার

বালুরঘাট, 12 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তপনের ব্লক অফিসে সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার কেন্দ্র পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। সেখানে ঢুকতে গিয়ে পুলিশের কাছে বাধা পেতেই শুরু হয় বচসা । যদিও পরে মনোনয়ন কেন্দ্র পরিদর্শন করে তবেই এলাকা ছাড়েন বিজেপি'র রাজ্য সভাপতি ।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের যাতে নমিনেশন জমা দিতে গিয়ে বাধার সম্মুখীন না-হতে হয় সেই কারণে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থীদের সঙ্গে ছিলেন এদিন ৷ বিজেপির গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে তপনে একটি মিছিল করে বিডিও অফিসে নমিনেশন জমা দিতে যান তিনি । এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি রথীন বোস, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, মালদা বিভাগ কনভেনার শুভেন্দু সরকার-সহ অন্যান্যরা ।

তপনে মিছিল করে বিডিও অফিসে নমিনেশন জমা দিতে গেলে দফতরের সামনে বাধাপ্রাপ্ত হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থীদের নিয়ে ভিতরে প্রবেশ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাঁর । যদিও এরপর প্রার্থীদের ছাড়া নমিনেশন কেন্দ্র পরিদর্শনের জন্য পাঁচজনকে ভিতরে যেতে দেওয়া হয় ।

নমিনেশন কেন্দ্র পরিদর্শন করে এসে সুকান্ত মজুমদার বলেন,"দক্ষিণ দিনাজপুরে বিজেপি শক্তিশালী ৷ এখনও পর্যন্ত আমরা নমিনেশন জমা দিতে পারছি । তবে কর্মীরা যেন বাধাপ্রাপ্ত না হয় সেই কারণেই সব জায়গাতেই আমি নিজে যাচ্ছি । আমি থাকলে তারা বাধা দিতে পারবে না । আজ তপনে নমিনেশন দেওয়া হল এরপর গঙ্গারামপুর ব্লকে নমিনেশন দিতে যাব । গতবার পঞ্চায়েতে সেখানে নমিনেশনের যাওয়ার সময় বাধা দেওয়া হয়েছিল ।"

আরও পড়ুন : আগে মানুষের পাশে থাকুন, পরে ভাষণ দেবেন ; সুকান্তর সমালোচনায় সরব অভিষেক

পাশাপাশি মনোনয়ন জমা দিতে গিয়ে দিবাকর ঘরামি নামে এক দলীয় নেতা আহত হওয়ায় তিনি বলেন,"আমরা বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের একমাত্র ঠিক করতে পারে সেন্ট্রাল ফোর্স । সেই জন্যই আমরা চাই সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে নমিনেশন হোক । কারণ রাজ্য সরকারের পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা প্রভাবিত । স্বাভাবিকভাবেই এনারা পারছেন না ।"

যে সকল জায়গায় টেনশন রয়েছে সেখানে কেন্দ্র বাহিনী দিয়ে নমিনেশন করার দাবি জানান তিনি ৷ তাঁর বক্তব্য,"বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে এরপরে বিজেপি কর্মীরাই কেন্দ্রীয় বাহিনীর কাজে নামবে । তারা যখন খেলা দেখতেই চায় আমরাও খেলা দেখাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.