বালুরঘাট, 15 অগাস্ট : আজ রাখি ৷ সর্বত্র বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাদের রক্ষার প্রতিশ্রুতি নিচ্ছে ৷ রাখি বাঁধল বালুরঘাটের এক বেসরকারি ইংরাজি মাধ্যমের পড়ুয়ারাও ৷ অন্য সবার মতো রক্ষার প্রতিশ্রুতিও নিল ৷ কিন্তু ভাইয়ের নয়, গাছেদের ৷
দিনের পর দিন কাটা হচ্ছে গাছ ৷ যার জেরে বিশ্ব উষ্ণায়ন ও জলের সমস্যায় জেরবার পৃথিবী ৷ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ৷ ইতিমধ্যেই এই সমস্যার মোকাবিলায় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ৷ গ্রহণ করা হয়েছে নানা ধরনের কর্মসূচি ৷ এবার পরিবেশকে বাঁচাতে এগিয়ে এল স্কুলের পডুয়ারা ৷
বালুরঘাটের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পডুয়ারা গতকাল বিকেলে স্কুল চত্বরে রাখি নিয়ে আসে ৷ সেখানকার গাছগুলিতে রাখি বাঁধে ৷ গাছ রক্ষার প্রতিশ্রুতি নেয় ৷ স্কুলের প্রিন্সিপাল ডঃ পি কে শর্মা বলেন, "গাছ বাঁচাতে এবছর অভিনব উদ্যোগ নিয়েছে স্কুলের পড়ুয়ারা ৷ গাছে রাখি পরিয়ে সেগুলি রক্ষার দায়িত্ব নিয়েছে তারা ৷ এবছর থেকে প্রতিটি ক্লাসকে একটি করে গাছ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ৷"