ETV Bharat / state

গাছে রাখি বাঁধল পড়ুয়ারা, নিল রক্ষার প্রতিশ্রুতি

author img

By

Published : Aug 15, 2019, 5:34 PM IST

গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ পড়ুয়াদের ৷ গাছে রাখি বেঁধে সেগুলি রক্ষার প্রতিশ্রুতি নিল পড়ুয়ারা ৷

গাছে রাখি পরাচ্ছে পড়ুয়ারা

বালুরঘাট, 15 অগাস্ট : আজ রাখি ৷ সর্বত্র বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাদের রক্ষার প্রতিশ্রুতি নিচ্ছে ৷ রাখি বাঁধল বালুরঘাটের এক বেসরকারি ইংরাজি মাধ্যমের পড়ুয়ারাও ৷ অন্য সবার মতো রক্ষার প্রতিশ্রুতিও নিল ৷ কিন্তু ভাইয়ের নয়, গাছেদের ৷

দিনের পর দিন কাটা হচ্ছে গাছ ৷ যার জেরে বিশ্ব উষ্ণায়ন ও জলের সমস্যায় জেরবার পৃথিবী ৷ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ৷ ইতিমধ্যেই এই সমস্যার মোকাবিলায় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ৷ গ্রহণ করা হয়েছে নানা ধরনের কর্মসূচি ৷ এবার পরিবেশকে বাঁচাতে এগিয়ে এল স্কুলের পডুয়ারা ৷

বালুরঘাটের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পডুয়ারা গতকাল বিকেলে স্কুল চত্বরে রাখি নিয়ে আসে ৷ সেখানকার গাছগুলিতে রাখি বাঁধে ৷ গাছ রক্ষার প্রতিশ্রুতি নেয় ৷ স্কুলের প্রিন্সিপাল ডঃ পি কে শর্মা বলেন, "গাছ বাঁচাতে এবছর অভিনব উদ্যোগ নিয়েছে স্কুলের পড়ুয়ারা ৷ গাছে রাখি পরিয়ে সেগুলি রক্ষার দায়িত্ব নিয়েছে তারা ৷ এবছর থেকে প্রতিটি ক্লাসকে একটি করে গাছ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ৷"

বালুরঘাট, 15 অগাস্ট : আজ রাখি ৷ সর্বত্র বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাদের রক্ষার প্রতিশ্রুতি নিচ্ছে ৷ রাখি বাঁধল বালুরঘাটের এক বেসরকারি ইংরাজি মাধ্যমের পড়ুয়ারাও ৷ অন্য সবার মতো রক্ষার প্রতিশ্রুতিও নিল ৷ কিন্তু ভাইয়ের নয়, গাছেদের ৷

দিনের পর দিন কাটা হচ্ছে গাছ ৷ যার জেরে বিশ্ব উষ্ণায়ন ও জলের সমস্যায় জেরবার পৃথিবী ৷ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ৷ ইতিমধ্যেই এই সমস্যার মোকাবিলায় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ৷ গ্রহণ করা হয়েছে নানা ধরনের কর্মসূচি ৷ এবার পরিবেশকে বাঁচাতে এগিয়ে এল স্কুলের পডুয়ারা ৷

বালুরঘাটের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পডুয়ারা গতকাল বিকেলে স্কুল চত্বরে রাখি নিয়ে আসে ৷ সেখানকার গাছগুলিতে রাখি বাঁধে ৷ গাছ রক্ষার প্রতিশ্রুতি নেয় ৷ স্কুলের প্রিন্সিপাল ডঃ পি কে শর্মা বলেন, "গাছ বাঁচাতে এবছর অভিনব উদ্যোগ নিয়েছে স্কুলের পড়ুয়ারা ৷ গাছে রাখি পরিয়ে সেগুলি রক্ষার দায়িত্ব নিয়েছে তারা ৷ এবছর থেকে প্রতিটি ক্লাসকে একটি করে গাছ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ৷"

Intro:মানুষ নয় পরিবেশ বাঁচাতে এবার গাছকে রাখি বাঁধল স্কুল পড়ুয়ারা, নিল গাছ রক্ষার অঙ্গীকার।।  

বালুরঘাট, ১৪ আগস্ট: রাখি উৎসবে জাঁকজমক কোন অনুষ্ঠান নয়। নয় মানুষকে রাখি পড়িয়ে উৎসব উদযাপন। দিন দিন যেভাবে বৃক্ষ ছেদন হচ্ছে একটা সময় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে। তখন কেই বা এই সব উৎসব উদযাপন করবে। তাই এবার মানু্ষ নয় পরিবেশ ও পৃথিবীকে বাঁচাতে গাছে রাখি পড়াল পড়ুয়ারা। শুধু রাখি পড়ানো নয় গাছ রক্ষার অঙ্গীকার নিল পড়ুয়ারা।

 বিশ্ব উষ্ণায়ণ ও জল সমস্যায় জেরবার পৃথিবী। ভারসাম্য হারিয়েছে পরিবেশও। উষ্ণায়ণ ও ভূগর্ভস্থ জল সংকটে চিন্তিত গোটা বিশ্ব। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজ্য এবং কেন্দ্র সরকার উদ্যোগী হয়েছেন। নেওয়া হয়েছে নানান কর্মসূচিও। মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠুক তা চাইছেন সরকারও। আগামীকাল রাখি উৎসব। রাখি উৎসবে গাছকে বাঁচাতে ও রক্ষা করতে উদ্যোগী হল বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল। বুধবার বিকেলে স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে পড়ুয়াদের গাছ রক্ষা করার অঙ্গীকার করালেন স্কুল শিক্ষকরা। এদিন ছাত্র ছাত্রীরা একটি বড় রাখি বানিয়ে স্কুল স্কুল চত্বরে একটি বড় গাছে সেই রাখি বেঁধে গাছকে রক্ষা করার অঙ্গীকার নেয়। এছাড়াও এ বছর থেকে প্রতিটা শ্রেণীকে একটি করে গাছ রক্ষার করারও দায়িত্ব দেয় স্কুল।

রাখি বন্ধন উৎসবে প্রতিবছর সরকারি থেকে বেসরকারি স্কুল নানান জাঁকজমক অনুষ্ঠান করলেও এবার ভিন্ন চিন্তা বালুরঘাটের বে সরকারি এই স্কুলে। শুধু গাছ লাগানো নয়, গাছকে রক্ষার অঙ্গীকার নেয় স্কুলের পড়ুয়ারা।

এবিষয়ে স্কুলের প্রিন্সিপাল  ডাঃ পি কে শর্মা জানান, গাছকে বাঁচাতে এবারে স্কুলের বাচ্চারা অভিনব উদ্যোগ নিয়েছে। গাছকে রাখি পড়িয়ে বৃক্ষ রোপণের অঙ্গীকার নেয় ছাত্রছাত্রীরা।    Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.