বালুরঘাট, 12 ডিসেম্বর : অন্যান্য সব রুটে বাস কর্তৃপক্ষ স্টুডেন্ট ভাড়া নিলেও শুধুমাত্র বালুরঘাট হিলি রুটে স্টুডেন্ট ভাড়া নেওয়া হয় না । ফলে সমস্যায় পড়ছেন আর্থিকভাবে অস্বচ্ছল পড়ুয়ারা । এর প্রতিবাদে বালুরঘাটে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ।
হিলি থেকে প্রচুর পড়ুয়া টিউশন, স্কুল ও কলেজের জন্য বালুরঘাটে আসেন ৷ এইসব পড়ুয়াদের যাতায়াতের মূল মাধ্যম বাস । এসব ক্ষেত্রে বাস চালকরা পড়ুয়াদের কাছ থেকে স্টুডেন্ট ভাড়া নেয় । তবে লকডাউনের পর থেকে স্টুডেন্টদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে । এতে হিমসিম খাচ্ছেন আর্থিকভাবে দুর্বল পড়ুয়ারা । যে কারণে শুক্রবার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইলে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ পড়ুয়ারা । বিক্ষোভকারীদের অভিযোগ, জেলার অন্যান্য সব রুটে বাস কর্তৃপক্ষ স্টুডেন্ট ভাড়া নিলেও শুধুমাত্র বালুরঘাট-হিলি রুটে স্টুডেন্ট ভাড়া নেওয়া হয় না ।
আরও পড়ুন : উত্তরের 3 জেলায় ফের হবে ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা
এই বিষয়ে পথ অবরোধকারী শুভ ঘোষ ও অমর পান্ডের অভিযোগ, "কামারপাড়া থেকে বালুরঘাট যেতে মাত্র পাঁচ টাকা স্টুডেন্ট ভাড়া নেওয়া হত । কিন্তু এখন তা দ্বিগুণ এর চেয়েও বেশি নেওয়া হচ্ছে । ভাড়া নিয়ে বাস কর্মচারীরা আমাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন । বাস থেকে পর্যন্ত নামিয়ে দিচ্ছেন । পুলিশ এসে রবিবার পর্যন্ত সময় দেওয়ার কথা বলেছে । রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার ফের জাতীয় সড়ক অবরোধ করব ।"
এই বিষয়ে বাসমালিকদের সঙ্গে কথা বলেছে পুলিশ । বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলড্রেস না থাকলে স্টুডেন্ট ভাড়া তারা নিতে পারবেন না । কারণ স্কুলড্রেস না পরে থাকলে প্রকৃত পড়ুয়াদের চিহ্নিত করা সম্ভব নয় ।