ETV Bharat / state

লকডাউনে অসুস্থ অধ্যাপিকাকে হাসপাতালে ভরতি করল TMCP - লকডাউনে অসুস্থ একাকী অধ্যাপিকাকে হাসপাতালে ভরতি করল ছাত্র পরিষদ

বালুরঘাট কলেজের অর্থনীতির অধ্যাপিকা জ্যোতি কুমারি শর্মা । বালুরঘাটে একাই থাকেন তিনি । অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভরতি করল TMCP ।

students admitted professor to the hospital in balurghat, south dinajpur
লকডাউনে অসুস্থ একাকী অধ্যাপিকাকে হাসপাতালে ভরতি করল ছাত্র পরিষদ
author img

By

Published : Apr 10, 2020, 1:01 AM IST

বালুরঘাট, 9 এপ্রিল : অসুস্থ অধ্যাপিকার পাশে দাঁড়াল বালুরঘাট তৃণমূল ছাত্র পরিষদ । আজ সকালে হঠাৎই নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপিকা জ্যোতি কুমারি শর্মা ৷ তাঁকে নিয়ে বালুরঘাট হাসপাতালে ভরতি করে বালুরঘাট তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্য সদস্যরা । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি ।

বালুরঘাট কলেজের অর্থনীতির অধ্যাপিকা জ্যোতি কুমারি শর্মা । তাঁর বাড়ি আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় । কর্মসূত্রে দীর্ঘদিন থেকে বালুরঘাটে একাই থাকেন তিনি । বালুরঘাট শহরের ব্রতী সংঘের পাশে কলেজের কোয়ার্টারে একাই থাকেন । পরিবারের সবাই বীরপাড়াতেই আছেন । কোরোনা মোকাবিলায় দীর্ঘদিন ধরে চলছে লকডাউন । জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি । আজ বিকেলে আরও বেশি অসুস্থ বোধ করেন জ্যোতিদেবী । আজ তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি খবর দেন ছাত্রছাত্রীদের ৷ খবর পেয়েই অসুস্থ একাকী অধ্যাপিকাকে উদ্ধার করে ছাত্র পরিষদ ৷ এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় তারা ৷

বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি আছেন তিনি । চিকিৎসকরা জানিয়েছেন , আগের থেকে কিছুটা সুস্থও রয়েছেন । এবিষয়ে ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ বলেন, " অধ্যাপিকা একাই থাকতেন । আজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন । দেখাশোনার কেউ নেই । এমন খবর পেতেই আমরা ঘটনাস্থানে যাই । এরপর প্রশাসনের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে বালুরঘাট হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ বর্তমানে তিনি বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । "

বালুরঘাট, 9 এপ্রিল : অসুস্থ অধ্যাপিকার পাশে দাঁড়াল বালুরঘাট তৃণমূল ছাত্র পরিষদ । আজ সকালে হঠাৎই নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপিকা জ্যোতি কুমারি শর্মা ৷ তাঁকে নিয়ে বালুরঘাট হাসপাতালে ভরতি করে বালুরঘাট তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্য সদস্যরা । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি ।

বালুরঘাট কলেজের অর্থনীতির অধ্যাপিকা জ্যোতি কুমারি শর্মা । তাঁর বাড়ি আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় । কর্মসূত্রে দীর্ঘদিন থেকে বালুরঘাটে একাই থাকেন তিনি । বালুরঘাট শহরের ব্রতী সংঘের পাশে কলেজের কোয়ার্টারে একাই থাকেন । পরিবারের সবাই বীরপাড়াতেই আছেন । কোরোনা মোকাবিলায় দীর্ঘদিন ধরে চলছে লকডাউন । জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি । আজ বিকেলে আরও বেশি অসুস্থ বোধ করেন জ্যোতিদেবী । আজ তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি খবর দেন ছাত্রছাত্রীদের ৷ খবর পেয়েই অসুস্থ একাকী অধ্যাপিকাকে উদ্ধার করে ছাত্র পরিষদ ৷ এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় তারা ৷

বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি আছেন তিনি । চিকিৎসকরা জানিয়েছেন , আগের থেকে কিছুটা সুস্থও রয়েছেন । এবিষয়ে ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ বলেন, " অধ্যাপিকা একাই থাকতেন । আজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন । দেখাশোনার কেউ নেই । এমন খবর পেতেই আমরা ঘটনাস্থানে যাই । এরপর প্রশাসনের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে বালুরঘাট হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ বর্তমানে তিনি বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.