বালুরঘাট, 5 ডিসেম্বর: বালুরঘাট বিমানবন্দর থেকে পরিষেবা চালু করতে উদ্যোগী হল রাজ্য সরকার । পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে আসেন রাজ্য পরিবহণ দফতর ও রাইটসের আধিকারিকরা । সঙ্গে ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরাও ।
প্রসঙ্গত, রাজ্যে দমদম ও বাগডোরার পরেই তৃতীয় স্থানে রয়েছে বালুরঘাট বিমানবন্দর । অতীতে এই বিমানবন্দর থেকে একাধিক বিমান চলাচল করেছে । মাঝে বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বিমানবন্দরটি । রাজ্যের উদ্যোগে আবারও শুরু হয় বিমানবন্দরের কাজ । দীর্ঘদিন চলাচল করছিল হেলিকপ্টার । কোচবিহার, বালুরঘাট ও মালদা হয়ে কলকাতা যাতায়াতের জন্য সংস্কার করা হয় বিমানবন্দরটি । কিন্তু সংস্কারের পরও ফের বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ।
দীর্ঘদিন আগে নতুন করে সংস্কার ও পরিকাঠামো গড়ে তোলার কাজ হলেও, এখনও উড়ান চালু হয়নি বালুরঘাট বিমানবন্দরে । বর্তমানে উড়ান চালুর জন্য কতটা উপযুক্ত রয়েছে, কী কী পরিকাঠামো রয়েছে সেইসব সবিস্তারে খতিয়ে দেখতেই এদিন বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে আসেন রাজ্য পরিবহন দফতর ও রাইটসের আধিকারিকরা । রানওয়ে থেকে বিমানবন্দরের অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা ।
এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক ও জেলা ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় পন্ডিত জানান, রাজ্য সরকারি উদ্যোগে এদিন পরিবহন দফতর ও রাইটস থেকে আধিকারিকরা এসেছেন বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে । তাঁরা পরিকাঠামো দেখে গেলেন । কী কী সমস্যা রয়েছে তা জানাবেন এবার । আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু হবে ।
এদিকে আধিকারিকরা বিমানবন্দর পরিদর্শনে আসায় ফের একবার আশায় বুক বাঁধছে জেলাবাসী । হয়তো এবার খুব দ্রুত বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হবে ।
আরও পড়ুন :
1 একাধিকবার ঘোষণা ও পরিকাঠামো উন্নয়নের পরও অচলাবস্থা বালুরঘাট বিমানবন্দরে, আশায় জেলাবাসী
2 ফ্লাইটের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করে গ্রেফতার দুই যাত্রী
3 মুম্বই বিমানবন্দরে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল, বিটকয়েনে 1 মিলিয়ন ডলারের দাবি