বালুরঘাট, 2 মে : বালুরঘাটের একটি বাড়ি থেকে উদ্ধার হল বিষাক্ত ও বিরল প্রজাতির লোমশ মাকড়সা । গতরাতে ঝড়-বৃষ্টির সময় বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকার অলোক চৌধুরির বাড়ি থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির মাকড়সাটিকে । উদ্ধার হওয়া মাকড়সাটি ট্যারেন্টুলা প্রজাতির বলে অনুমান করা হচ্ছে । তবে রাত হয়ে যাওয়ায় সেটিকে উদ্ধার করতে আসতে পারেননি বনকর্মীরা ।
কয়েক বছর ধরে বালুরঘাটে বিরল ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সা নজরে আসছে । গতকাল রাতে ঝড়-বৃষ্টির সময় অলোক চৌধুরি তাঁর বাড়ির দরজার সামনে মাকড়সাটি দেখতে পান । সাধারণ মাকড়সার থেকে দেখতে আলাদা হওয়ায় তাঁর সন্দেহ হয়। তিনি মাকড়সাটি একটি কন্টেনারের মধ্যে আটকে রাখেন । পাশাপাশি বন বিভাগকে খবর দেওয়ার চেষ্টা করেন । আবহাওয়া খারাপের কারণে বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি অলোকবাবু ।
এদিকে বিরল প্রজাতির মাকড়সা উদ্ধারের খবর চাউর হতেই প্রতিবেশীরা ভিড় জমান । এই বিষয়ে পেশায় ব্যবসায়ী অলোক চৌধুরি বলেন, "উদ্ধার হওয়া মাকড়সাটির সঙ্গে ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সার অনেকটাই মিল রয়েছে । আজ বালুরঘাট বন বিভাগের হাতে মাকড়সাটি তুলে দেবেন বলে জানিয়েছেন তিনি । অন্যদিকে বালুরঘাটের রেঞ্জার আবদুল রেজ্জাক বলেন, "না দেখলে কী মাকড়সা তা বলা মুশকিল ।"