ETV Bharat / state

তৃণমূল নেতার গাড়িতে নীলবাতি ও হুটার, বিতর্ক দক্ষিণ দিনাজপুরে

জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেতেই তৃণমূল নেতা শুভাশিস পালের গাড়িতে চড়েছে নীল বাতি ও হুটার, বিতর্ক জেলা জুড়ে ।

সোনা পাল
author img

By

Published : Sep 25, 2019, 5:15 PM IST

Updated : Sep 25, 2019, 5:52 PM IST

বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন বহিষ্কার থাকার পর দলে ফিরেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর ও কার্যকরী সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল । দায়িত্ব পেতেই গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়েছেন । যা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে বিতর্ক । মেন্টরের গাড়িতে আদৌ নীল বাতি ও হুটার লাগানো যায় কি না তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল । যদিও শুভাশিস পালের দাবি, প্রশাসনের পক্ষ থেকে তার গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়ে দেওয়া হয়েছে ।

হরিরামপুরের দাপুটে তৃণমূল নেতা সোনা পাল একসময় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন । তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি বিপ্লব মিত্র দল বিরোধী কাজের জন্য সোনাকে দল থেকে বহিষ্কার করেন । লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের ভরাডুবির পর বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অর্পিতা ঘোষকে দায়িত্ব দেওয়া হয় । বিপ্লববাবু তারপর BJP-তে যোগ দেন । পরবর্তীতে জেলা সভাপতির দায়িত্ব পেয়ে অর্পিতা ঘোষ দলে ফেরান সোনা পালকে।

Balurghat
শুভাশিস পালের গাড়ি

BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, " যারা হেরে যাচ্ছে তাদের মাথায় মুকুট পরিয়ে প্রশাসকের বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে । যখন BJP শাসিত রাজ্যের নেতা-মন্ত্রীরা গাড়ি থেকে নীলবাতি ও হুটার খুলে দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের নেতা-মন্ত্রীরা আরো বেশি করে গাড়িতে নীলবাতি ও হুটার লাগাচ্ছে । তৃণমূলের আমলে রাজ্য থেকে জেলা নেতা কেউ আইন মানেন না । সে ক্ষেত্রে এটাই স্বাভাবিক । কিছুদিন পরে মানুষই শুভাশিসবাবুর গাড়ি থামিয়ে নীলবাতি ও হুটার খুলে নেবেন । "

বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন বহিষ্কার থাকার পর দলে ফিরেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর ও কার্যকরী সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল । দায়িত্ব পেতেই গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়েছেন । যা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে বিতর্ক । মেন্টরের গাড়িতে আদৌ নীল বাতি ও হুটার লাগানো যায় কি না তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল । যদিও শুভাশিস পালের দাবি, প্রশাসনের পক্ষ থেকে তার গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়ে দেওয়া হয়েছে ।

হরিরামপুরের দাপুটে তৃণমূল নেতা সোনা পাল একসময় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন । তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি বিপ্লব মিত্র দল বিরোধী কাজের জন্য সোনাকে দল থেকে বহিষ্কার করেন । লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের ভরাডুবির পর বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অর্পিতা ঘোষকে দায়িত্ব দেওয়া হয় । বিপ্লববাবু তারপর BJP-তে যোগ দেন । পরবর্তীতে জেলা সভাপতির দায়িত্ব পেয়ে অর্পিতা ঘোষ দলে ফেরান সোনা পালকে।

Balurghat
শুভাশিস পালের গাড়ি

BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, " যারা হেরে যাচ্ছে তাদের মাথায় মুকুট পরিয়ে প্রশাসকের বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে । যখন BJP শাসিত রাজ্যের নেতা-মন্ত্রীরা গাড়ি থেকে নীলবাতি ও হুটার খুলে দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের নেতা-মন্ত্রীরা আরো বেশি করে গাড়িতে নীলবাতি ও হুটার লাগাচ্ছে । তৃণমূলের আমলে রাজ্য থেকে জেলা নেতা কেউ আইন মানেন না । সে ক্ষেত্রে এটাই স্বাভাবিক । কিছুদিন পরে মানুষই শুভাশিসবাবুর গাড়ি থামিয়ে নীলবাতি ও হুটার খুলে নেবেন । "

Intro:জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেতেই তৃণমূল নেতা শুভাশিস পালের গাড়িতে চড়েছে নীল বাতি ও হুটার, বিতর্ক জেলা জুড়ে।।

বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন বহিষ্কার থাকার পর মাস কয়েক আগে দলে ফিরেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর ও কার্যকরী সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তৃণমূল নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল। জেলা পরিষদের মেন্টর এর দায়িত্ব পেতেই গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়েছেন। যা নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে নয় বিতর্ক। মেন্টরের গাড়িতে আদৌ নীল বাতি ও হুটার লাগানো যায় কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। যদিও শুভাশিস পালের দাবি প্রশাসনের পক্ষ থেকে তার গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, হরিরামপুরের দাপুটে তৃণমূল নেতা একসময় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র দল বিরোধী কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করে। এদিকে লোকসভা নির্বাচনে বালুরঘাট আসলে তৃণমূলের ভরাডুবির পরই বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অর্পিতা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়। জেলা সভাধিপতির দায়িত্ব পেতে অর্পিতা ঘোষ বহিস্কৃত শুভাশিস পাল ওরফে সোনা পালকে দলে ফেরান।

এদিকে গত ২৪ শে জুন বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিপ্লব মিত্র হাত ধরে জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অনুষ্ঠানিক ভাবে গত ১১ জুলাই জেলা পরিষদের দখল নেয় বিজেপি। এদিকে ১৩ জুলাই ফের বিজেপি ছেড়ে তিনজন জেলা পরিষদ সদস্য তৃণমূলে যোগ দেয়। এবং তার কিছুদিন পরে আরো এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। এর ফলে বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে মোট ১৮ টি আসনের মধ্যে বিজেপি ৬ এবং তৃনমূলের ১২ টি আসন দখলে রয়েছে। ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও বোর্ড দখল করতে পারেনি। আর এই কারণেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে একরকম অচলাবস্থা তৈরি হয়ে রয়েছে। স্তব্ধ হয়ে পড়েছে জেলার উন্নয়নের কাজ। থমকে থাকা জেলা পরিষদের কাজ গুলিকে ত্বরান্বিত করতে মাস কিছু দিন আগে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর থেকে শুভাশিস পালকে মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পাওয়ার পরই শুভাশিস পালের গাড়িতে চড়েছে নীল বাতি ও হুটার। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। নীল বাতি ও হুটারের অপব্যবহার করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। আইনত তিনি নীল বাতি ও হুটার পাওয়ার অধিকারী নয় বলেও দাবি উঠেছে।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, যারা হেরে যাচ্ছে তাদের মাথায় মুকুট পরিয়ে প্রশাসকের বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। যখন বিজেপি শাসিত রাজ্যের নেতা-মন্ত্রীরা গাড়ি থেকে নীল বাতি ও হুটার খুলে দিচ্ছে তখন, পশ্চিমবঙ্গের নেতা-মন্ত্রীরা আরো বেশি করে গাড়িতে নীলবাতি ও হুটার লাগাচ্ছে। তৃণমূলের রাজ্য থেকে জেলা নেতা কেউ আইন মানেন না সে ক্ষেত্রে এটাই স্বাভাবিক। কিছুদিন পরে মানুষই শুভাশিসবাবুর গাড়ি থামিয়ে নীলবাতি ও হুটার খুলে নেবেন।

অন্যদিকে এবিষয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তার গাড়িতে নীলবাতি ও হুটার লাগিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা লাগানো যাবে বলেই প্রশাসন পক্ষ থেকে এটা করা হয়েছে।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Sep 25, 2019, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.