ETV Bharat / state

ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়াচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন - কোরোনা

এখন ভিন রাজ্য থেকে ফিরছেন শ্রমিকরা । তাই তাঁদের কথা মাথায় রেখে ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়াতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । ফলে জেলায় ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বেড়ে দাঁড়াবে 30 ।

South Dinajpur District Administration
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন
author img

By

Published : May 15, 2020, 8:49 AM IST

বালুরঘাট, 15 মে : লকডাউনে আটকে পড়েছিলেন । কিন্ত এখন ভিন রাজ্য থেকে ফিরছেন শ্রমিকরা । তাই তাঁদের কথা মাথায় রেখে ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়াতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।

দক্ষিণ দিনাজপুরে প্রথমে আটটি ব্লকে 16 টি ও তিনটি পৌরসভা এলাকায় তিনটি ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার খোলা হয় । পরবর্তীকালে বিপুল সংখ্যায় ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরতে শুরু করেন । তাই আরও দুটি ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার খোলে জেলা প্রশাসন । ফলে জেলায় ফেসিলিটি কোয়ারানটিনের সংখ্যা দাঁড়ায় 21 । এবার তৃতীয় ধাপে ফের জেলা প্রশাসনের উদ্যোগে আরও নয়টি ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে । ফলে জেলায় ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বেড়ে দাঁড়াবে 30 । গঙ্গারামপুর মহকুমার হরিরামপুর, কুশমণ্ডি ও বংশীহারী ব্লকে এই অতিরিক্ত কোয়ারানটিন সেন্টারগুলি গড়ে তোলা হচ্ছে ।

ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের এই কোয়রানটিন সেন্টারগুলিতে রাখা হচ্ছে । তারপর তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে । নমুনা পরীক্ষার রিপোর্টে যদি কোরোনা নেগেটিভ আসে তাহলে 14 দিনের মাথায় সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলাকে ছেড়ে দেওয়া হচ্ছে ।

গতকাল ভিন জেলা ও রাজ্য থেকে 150 শ্রমিক জেলায় ফেরে । তাঁদের মধ্যে 50 জনকে এই ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারগুলিতে রাখা হয়েছে । 100 জনকে রাখা হয়েছে হোম কোয়ারানটিনে ।

এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও রাজস্ব) প্রণব কুমার ঘোষ জানান, পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন জেলায় ফিরছেন । জেলায় তাই কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়িয়ে 30 টি করা হচ্ছে ।

বালুরঘাট, 15 মে : লকডাউনে আটকে পড়েছিলেন । কিন্ত এখন ভিন রাজ্য থেকে ফিরছেন শ্রমিকরা । তাই তাঁদের কথা মাথায় রেখে ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়াতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।

দক্ষিণ দিনাজপুরে প্রথমে আটটি ব্লকে 16 টি ও তিনটি পৌরসভা এলাকায় তিনটি ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার খোলা হয় । পরবর্তীকালে বিপুল সংখ্যায় ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরতে শুরু করেন । তাই আরও দুটি ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার খোলে জেলা প্রশাসন । ফলে জেলায় ফেসিলিটি কোয়ারানটিনের সংখ্যা দাঁড়ায় 21 । এবার তৃতীয় ধাপে ফের জেলা প্রশাসনের উদ্যোগে আরও নয়টি ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে । ফলে জেলায় ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বেড়ে দাঁড়াবে 30 । গঙ্গারামপুর মহকুমার হরিরামপুর, কুশমণ্ডি ও বংশীহারী ব্লকে এই অতিরিক্ত কোয়ারানটিন সেন্টারগুলি গড়ে তোলা হচ্ছে ।

ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের এই কোয়রানটিন সেন্টারগুলিতে রাখা হচ্ছে । তারপর তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে । নমুনা পরীক্ষার রিপোর্টে যদি কোরোনা নেগেটিভ আসে তাহলে 14 দিনের মাথায় সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলাকে ছেড়ে দেওয়া হচ্ছে ।

গতকাল ভিন জেলা ও রাজ্য থেকে 150 শ্রমিক জেলায় ফেরে । তাঁদের মধ্যে 50 জনকে এই ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারগুলিতে রাখা হয়েছে । 100 জনকে রাখা হয়েছে হোম কোয়ারানটিনে ।

এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও রাজস্ব) প্রণব কুমার ঘোষ জানান, পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন জেলায় ফিরছেন । জেলায় তাই কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়িয়ে 30 টি করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.