ETV Bharat / state

এখনও কাশ্মীর থেকে ফেরেননি কিছু শ্রমিক, আশঙ্কায় পরিজনরা - Kashmir terrorist attack news update

ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে কাশ্মীর থেকে জেলার 112 জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়েছে ৷ কিন্তু এখনও কাশ্মীরে রয়েছেন অনেকেই ৷ পরিবারের তরফে রাজ্য সরকারের কাছে তাঁদের বাড়ি ফেরানোর অনুরোধ করা হচ্ছে এখন ৷

jj
author img

By

Published : Nov 6, 2019, 11:29 PM IST

বংশীহারী , 6 নভেম্বর : কাশ্মীর থেকে এখনও বাড়ি ফেরেননি তিনজন শ্রমিক ৷ কাজের সূত্রে দক্ষিণ দিনাজপুরের ব্রজবল্লভপুর গ্রাম থেকে কাশ্মীর গিয়েছিলেন আমিনুল রহমান, নুর আলম ও তাঁর ছেলে ৷ কাশ্মীরে শ্রমিক হত্যার পর তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় গ্রামবাসী ৷

ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে কাশ্মীর থেকে জেলার 112 জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়েছে ৷ কিন্তু এখনও কাশ্মীরে রয়েছেন অনেকেই ৷ পরিবারের তরফে রাজ্য সরকারের কাছে তাঁদের বাড়ি ফেরানোর অনুরোধ করা হচ্ছে এখন ৷ স্থানীয় সূত্রে খবর , রাজ্যে কাজ পান না তাঁরা ৷ প্রত্যেকের অভাবের সংসার ৷ এই অভাব মেটাতেই কাশ্মীরে কাজ করতে যান অনেকেই ৷

কয়েক মাস আগে কাজে গিয়েছিলেন নুর আলম ও তাঁর ছেলে ৷ এখনও ঘরে ফেরেননি তাঁরা ৷ দুশ্চিন্তায় নুর আলমের স্ত্রী রেহেনা বিবি ৷ আশঙ্কায় রয়েছেন আমিনুর রহমানের স্ত্রী রুমানা বিবিও ৷ তিনি বলেন , "সরকার থেকে 112 জনকে দেশে ফেরানো হল ৷ আমার স্বামী এবং ছেলে কেন ফিরল না ? সরকার আমার স্বামীকে আমার কাছে এনে দিক । সংসারে টানাপোড়েনের জন্য তিনি কাশ্মীরে কাজের সূত্রে গিয়েছেন । আমি আর কিছুই চাই না ৷ আমার স্বামী এবং ছেলেকে ফিরিয়ে আনুক মুখ্যমন্ত্রী ৷ "

এ বিষয়ে বংশীহারী ব্লকের সহ সভাপতি গণেশ প্রসাদ বলেন, "আমি বিষয়টি দেখছি ৷ খুব তাড়াতাড়ি তাঁদের বাড়ি ফেরানোর জন্য আমি তৃণমূলের জেলা সভাপতিকে বিষয়টা জানাবো ৷ তাঁর সাহায্যে মুখ্যমন্ত্রীকে জানাব ৷ তাঁদের খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করব ৷"

বংশীহারী , 6 নভেম্বর : কাশ্মীর থেকে এখনও বাড়ি ফেরেননি তিনজন শ্রমিক ৷ কাজের সূত্রে দক্ষিণ দিনাজপুরের ব্রজবল্লভপুর গ্রাম থেকে কাশ্মীর গিয়েছিলেন আমিনুল রহমান, নুর আলম ও তাঁর ছেলে ৷ কাশ্মীরে শ্রমিক হত্যার পর তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় গ্রামবাসী ৷

ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে কাশ্মীর থেকে জেলার 112 জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়েছে ৷ কিন্তু এখনও কাশ্মীরে রয়েছেন অনেকেই ৷ পরিবারের তরফে রাজ্য সরকারের কাছে তাঁদের বাড়ি ফেরানোর অনুরোধ করা হচ্ছে এখন ৷ স্থানীয় সূত্রে খবর , রাজ্যে কাজ পান না তাঁরা ৷ প্রত্যেকের অভাবের সংসার ৷ এই অভাব মেটাতেই কাশ্মীরে কাজ করতে যান অনেকেই ৷

কয়েক মাস আগে কাজে গিয়েছিলেন নুর আলম ও তাঁর ছেলে ৷ এখনও ঘরে ফেরেননি তাঁরা ৷ দুশ্চিন্তায় নুর আলমের স্ত্রী রেহেনা বিবি ৷ আশঙ্কায় রয়েছেন আমিনুর রহমানের স্ত্রী রুমানা বিবিও ৷ তিনি বলেন , "সরকার থেকে 112 জনকে দেশে ফেরানো হল ৷ আমার স্বামী এবং ছেলে কেন ফিরল না ? সরকার আমার স্বামীকে আমার কাছে এনে দিক । সংসারে টানাপোড়েনের জন্য তিনি কাশ্মীরে কাজের সূত্রে গিয়েছেন । আমি আর কিছুই চাই না ৷ আমার স্বামী এবং ছেলেকে ফিরিয়ে আনুক মুখ্যমন্ত্রী ৷ "

এ বিষয়ে বংশীহারী ব্লকের সহ সভাপতি গণেশ প্রসাদ বলেন, "আমি বিষয়টি দেখছি ৷ খুব তাড়াতাড়ি তাঁদের বাড়ি ফেরানোর জন্য আমি তৃণমূলের জেলা সভাপতিকে বিষয়টা জানাবো ৷ তাঁর সাহায্যে মুখ্যমন্ত্রীকে জানাব ৷ তাঁদের খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করব ৷"

Intro:কাকা হার গ্রামের 3 জন শ্রমিক না ফেরায় চিন্তিত পরিজনেরা ।।

বংশিহারি ; 06 নভেম্বর ;-দক্ষিণ দিনাজপুরে কাশ্মীরে যাওয়া 112 জন শ্রমিক কে ফিরিয়ে আনলেও এখনো পর্যন্ত প্রচুর শ্রমিক কাশ্মীরে আটকে আছে । রাজ্য সরকার এই সমস্ত শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুক দাবি বংশের ব্লকের কাকাহার গ্রামের আমিনুল রহমান এবং তার ছেলে সহ গ্রামের নূর আলম কাশ্মীরে কাজ করতে গেছে বাড়ির অভাব অনটনের জন্য । প্রায় কয়েক মাস আগে কাশ্মীরে কাজে গিয়েছে কাকার গ্রামের রেহেনা বিবি স্বামী এবং ছেলে কিন্তু এখনো পর্যন্ত তারা ফিরে আসেনি , রাজ্য সরকার থেকে কাশ্মীরে থাকা সমস্ত শ্রমিককে ঘরে ফেরানোর ব্যবস্থা করুক । প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রামের বাসিন্দা রেহেনা বিবি এবং তার ছেলের বউ ।

এই বিষয়ে এলাকাবাসী নিজাম উদ্দিন আহমেদ জানান সরকার থেকে টাকা হয় এলাকার তিনজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক । আমাদের আর কিছুই চাই না আমাদের একটাই দাবি আমাদের কাকা হাড়ের দিয়ে তিনজন কাশ্মীরে গেছে ঠিকাদারের মাধ্যমে তাকে নিয়ে আসার ব্যবস্থা করুক সরকার থেকে ।

এই বিষয়ে রুমানা বিবি জানান ঠিকাদারের মাধ্যমে আমার স্বামী এবং ছেলে কাশ্মীরে কাজে গেছে কিন্তু কোথায় আছে আমি জানিনা । প্রচন্ড অভাব অনটনের জন্য আমার স্বামী আমিনুর রহমান এবং আমার ছেলে কাশ্মীরে কাজ করতে গেছে । সরকার থেকে 112 জন কে দেশে ফেরানো হলেও আমার স্বামী এবং ছেলেকে কি কারণে ফিরালো না আমি চাই সরকার থেকে আমার স্বামী এবং ছেলেকে আমার কাছে এনে দিক । কারণ সংসারে টানাপোড়েনের জন্য তারা গেছে বাইরে কাজ করার জন্য ।আমি আর কিছুই চাই না আমার একটাই দাবি আমার স্বামী এবং ছেলে কে ফিরে পেতে মমতা ব্যানার্জির যা যা করণীয় সে সমস্ত করে আমার স্বামী এবং ছেলে কে যেন খুব তাড়াতাড়ি দেশে ফেরানো যায় তার ব্যবস্থা করুক ।

এ বিষয়ে বংশী হাড়ি ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ জানান আমি বিষয়টি খোঁজ নিয়ে খুব তাড়াতাড়ি যেন তাদের দেশে ফেরানো যায় সেজন্য আমি তৃণমূলের জেলা সভাপতি কে বিষয়টা জানাবো এবং তার মাধ্যমে মমতা ব্যানার্জিকে জানাব যেন খুব তাড়াতাড়ি টাকা গ্রামের বাসিন্দাদের দেশে ফেরানো যায় ।





Body:কাকা হার গ্রামের 3 জন শ্রমিক না ফেরায় চিন্তিত পরিজনেরা ।।



Conclusion:কাকা হার গ্রামের 3 জন শ্রমিক না ফেরায় চিন্তিত পরিজনেরা ।।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.