বংশীহারী , 6 নভেম্বর : কাশ্মীর থেকে এখনও বাড়ি ফেরেননি তিনজন শ্রমিক ৷ কাজের সূত্রে দক্ষিণ দিনাজপুরের ব্রজবল্লভপুর গ্রাম থেকে কাশ্মীর গিয়েছিলেন আমিনুল রহমান, নুর আলম ও তাঁর ছেলে ৷ কাশ্মীরে শ্রমিক হত্যার পর তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় গ্রামবাসী ৷
ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে কাশ্মীর থেকে জেলার 112 জন শ্রমিককে বাড়ি ফেরানো হয়েছে ৷ কিন্তু এখনও কাশ্মীরে রয়েছেন অনেকেই ৷ পরিবারের তরফে রাজ্য সরকারের কাছে তাঁদের বাড়ি ফেরানোর অনুরোধ করা হচ্ছে এখন ৷ স্থানীয় সূত্রে খবর , রাজ্যে কাজ পান না তাঁরা ৷ প্রত্যেকের অভাবের সংসার ৷ এই অভাব মেটাতেই কাশ্মীরে কাজ করতে যান অনেকেই ৷
কয়েক মাস আগে কাজে গিয়েছিলেন নুর আলম ও তাঁর ছেলে ৷ এখনও ঘরে ফেরেননি তাঁরা ৷ দুশ্চিন্তায় নুর আলমের স্ত্রী রেহেনা বিবি ৷ আশঙ্কায় রয়েছেন আমিনুর রহমানের স্ত্রী রুমানা বিবিও ৷ তিনি বলেন , "সরকার থেকে 112 জনকে দেশে ফেরানো হল ৷ আমার স্বামী এবং ছেলে কেন ফিরল না ? সরকার আমার স্বামীকে আমার কাছে এনে দিক । সংসারে টানাপোড়েনের জন্য তিনি কাশ্মীরে কাজের সূত্রে গিয়েছেন । আমি আর কিছুই চাই না ৷ আমার স্বামী এবং ছেলেকে ফিরিয়ে আনুক মুখ্যমন্ত্রী ৷ "
এ বিষয়ে বংশীহারী ব্লকের সহ সভাপতি গণেশ প্রসাদ বলেন, "আমি বিষয়টি দেখছি ৷ খুব তাড়াতাড়ি তাঁদের বাড়ি ফেরানোর জন্য আমি তৃণমূলের জেলা সভাপতিকে বিষয়টা জানাবো ৷ তাঁর সাহায্যে মুখ্যমন্ত্রীকে জানাব ৷ তাঁদের খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করব ৷"