ETV Bharat / state

12 দফা দাবিতে মহকুমা শাসককে ডেপুটেশন দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্টের - corona story

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কোরোনা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করছেন না বলে অভিযোগ করেন বিরোধীরা । সঠিক তথ্য প্রকাশ করার দাবি জানান তাঁরা । অন্যদিকে লকডাউনের জেরে সাধারণ মানুষের রুজি-রোজগার প্রায় বন্ধ । সরকারি সাহায্য ঠিকমতো পাচ্ছে না গরিব মানুষ । এরকমই মোট 12 দফা দাবিকে সামনে রেখে মহকুমা শাসককে ডেপুটেশন দেয় জেলা বামফ্রন্ট ।

balurghat
বালুরঘাট
author img

By

Published : Apr 21, 2020, 9:43 AM IST

Updated : Apr 21, 2020, 1:05 PM IST

বালুরঘাট, 21 এপ্রিল: কোরোনা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না । লকডাউনে গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে না সরকারি সাহায্য , এইসব অভিযোগ নিয়ে গতকাল দুপুরে বালুরঘাটে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট । চারজনের একটি প্রতিনিধিদল ডেপুটেশন দেয় । উপস্থিত ছিলেন RSP-র রাজ্য সম্পাদক তথা বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি, CPI(M)- র জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, CPI এবং ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক-রা । জেলা বামফ্রন্টের অন্যান্য নেতারা বাইরে বিক্ষোভ দেখান।

কোরোনা নিয়ে প্রশাসন সঠিক তথ্য প্রকাশ করছে না বলে অভিযোগ করেন বিরোধীরা । আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে । তাই সঠিক তথ্য প্রকাশ করার দাবি জানায় জেলা বামফ্রন্ট । অন্যদিকে লকডাউনের জেরে সাধারণ মানুষের রুজি-রোজগার প্রায় বন্ধ । সরকারি সাহায্য ঠিকমতো পাচ্ছে না গরিব মানুষ । এরকমই মোট 12 দফা দাবিকে সামনে রেখে মহকুমা শাসককে ডেপুটেশন দেয় জেলা বামফ্রন্ট । ডেপুটেশন ঘিরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয় । সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা ।


এই বিষয়ে বিশ্বনাথ চৌধুরি বলেন, “ লকডাউনের ফলে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । শুধুমাত্র রেশন দিলেই হবে না, নগদ টাকার প্রয়োজন রয়েছে । মাঝেমধ্যে গ্রামের বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, খেটে-খাওয়া মানুষগুলি সঠিকভাবে সরকারি সাহায্য পাচ্ছেন না । এবং অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত পরিমাণ থেকে কম পরিমাণে রেশন পাচ্ছেন । এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের উচিত সর্বদলীয় বৈঠক করে এই কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য সঠিক পরিকল্পনা করা । কোরোনার জন্য র্যাপিড টেস্টের প্রয়োজন রয়েছে আমাদের জেলায় । এই সমস্ত দাবি-দাওয়া রেখেই ডেপুটেশন দেওয়া হয় ।”

balurghat
সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকরা
পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় ।

বালুরঘাট, 21 এপ্রিল: কোরোনা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না । লকডাউনে গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে না সরকারি সাহায্য , এইসব অভিযোগ নিয়ে গতকাল দুপুরে বালুরঘাটে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট । চারজনের একটি প্রতিনিধিদল ডেপুটেশন দেয় । উপস্থিত ছিলেন RSP-র রাজ্য সম্পাদক তথা বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি, CPI(M)- র জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, CPI এবং ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক-রা । জেলা বামফ্রন্টের অন্যান্য নেতারা বাইরে বিক্ষোভ দেখান।

কোরোনা নিয়ে প্রশাসন সঠিক তথ্য প্রকাশ করছে না বলে অভিযোগ করেন বিরোধীরা । আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে । তাই সঠিক তথ্য প্রকাশ করার দাবি জানায় জেলা বামফ্রন্ট । অন্যদিকে লকডাউনের জেরে সাধারণ মানুষের রুজি-রোজগার প্রায় বন্ধ । সরকারি সাহায্য ঠিকমতো পাচ্ছে না গরিব মানুষ । এরকমই মোট 12 দফা দাবিকে সামনে রেখে মহকুমা শাসককে ডেপুটেশন দেয় জেলা বামফ্রন্ট । ডেপুটেশন ঘিরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয় । সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা ।


এই বিষয়ে বিশ্বনাথ চৌধুরি বলেন, “ লকডাউনের ফলে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । শুধুমাত্র রেশন দিলেই হবে না, নগদ টাকার প্রয়োজন রয়েছে । মাঝেমধ্যে গ্রামের বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, খেটে-খাওয়া মানুষগুলি সঠিকভাবে সরকারি সাহায্য পাচ্ছেন না । এবং অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত পরিমাণ থেকে কম পরিমাণে রেশন পাচ্ছেন । এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের উচিত সর্বদলীয় বৈঠক করে এই কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য সঠিক পরিকল্পনা করা । কোরোনার জন্য র্যাপিড টেস্টের প্রয়োজন রয়েছে আমাদের জেলায় । এই সমস্ত দাবি-দাওয়া রেখেই ডেপুটেশন দেওয়া হয় ।”

balurghat
সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকরা
পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় ।
Last Updated : Apr 21, 2020, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.