ETV Bharat / state

মেয়েদের আত্মরক্ষায় তাইকোন্ডো প্রশিক্ষণ প্রশাসনের - self defiance technic training

নিরপত্তা নিশ্চিত করতে কলেজের ছাত্রীদের তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু হল বুনিয়াদপুর কলেজে ৷ এই প্রশিক্ষণ নিয়ে ছাত্রীদের মতই খুশি অধ্যাপিকারাও ৷

image
তাইকোন্ডো প্রশিক্ষণ
author img

By

Published : Jan 11, 2020, 12:02 AM IST

বংশীহারী, 09 জানুয়ারি : কুমারগঞ্জে যুবতির খুনের ঘটনা ফের একবার রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ সে কথা মাথায় রেখে নারী সুরক্ষা নিয়ে এবার উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ৷ বুনিয়াদপুর কলেজে ছাত্রীদের তাইকোন্ডোর প্রশিক্ষণ দেওয়া শুরু করা হল প্রশাসনের পক্ষ থেকে ।

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সুকন্যা ৷ এই প্রকল্পে কলেজ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু হল বুনিয়াদপুর কলেজে । আগামী দিনে জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি কলেজে শুরু হবে এই প্রশিক্ষণ । মার্শাল আর্ট, তাইকোন্ডো মত আত্মরক্ষামূলক কৌশল শিখে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন কলেজ ছাত্রীরা ।

বুনিয়াদপুর কলেজে তাইকোন্ডা প্রশিক্ষণ


ইতিমধ্যেই এই দক্ষিণ দিনাজপুরে প্রথম সুকন্যা ক্লাব খুলেছে কলেজ ছাত্রীরা ৷ আগামী দিনে তারাই নতুন ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করবে ৷ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত কলেজে গিয়ে মহিলাদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের গুরুত্ব বোঝান ৷ জেলায় কলেজ ছাত্রীরা যাতে কোন প্রলোভনে পা না দেয় সে বিষয়েও সজাগ থাকতে বলেন তিনি ৷

বংশীহারী, 09 জানুয়ারি : কুমারগঞ্জে যুবতির খুনের ঘটনা ফের একবার রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ সে কথা মাথায় রেখে নারী সুরক্ষা নিয়ে এবার উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ৷ বুনিয়াদপুর কলেজে ছাত্রীদের তাইকোন্ডোর প্রশিক্ষণ দেওয়া শুরু করা হল প্রশাসনের পক্ষ থেকে ।

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সুকন্যা ৷ এই প্রকল্পে কলেজ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু হল বুনিয়াদপুর কলেজে । আগামী দিনে জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি কলেজে শুরু হবে এই প্রশিক্ষণ । মার্শাল আর্ট, তাইকোন্ডো মত আত্মরক্ষামূলক কৌশল শিখে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন কলেজ ছাত্রীরা ।

বুনিয়াদপুর কলেজে তাইকোন্ডা প্রশিক্ষণ


ইতিমধ্যেই এই দক্ষিণ দিনাজপুরে প্রথম সুকন্যা ক্লাব খুলেছে কলেজ ছাত্রীরা ৷ আগামী দিনে তারাই নতুন ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করবে ৷ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত কলেজে গিয়ে মহিলাদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের গুরুত্ব বোঝান ৷ জেলায় কলেজ ছাত্রীরা যাতে কোন প্রলোভনে পা না দেয় সে বিষয়েও সজাগ থাকতে বলেন তিনি ৷

Intro:মেয়েদের আত্মরক্ষার জন্য উদ্যোগ নিলো পুলিশ প্রশাসন ।।

বংশী হাড়ি ;-09 জানুয়ারি ;-কুমারগঞ্জ এর যুবতীর খুনের ঘটনা ফের একবার নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ,সেই জায়গা থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছেন নারীদের আত্মরক্ষার জন্য । এইজন্য বুনিয়াদপুর কলেজে ছাত্রীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তাইকোন্ডো ।

সুকন্যা প্রকল্পে কলেজ পড়ুয়া মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু বুনিয়াদপুর কলেজে । আগামী দিনে জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি কলেজে প্রশিক্ষণ শুরু হবে । রাজ্য সরকারের সুকন্যা প্রকল্পের মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রথম বুনিয়াদপুর কলেজে ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । মার্শাল আর্ট তাইকোন্ডো মত আত্মরক্ষামূলক কৌশল শিখে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন কলেজ ছাত্রীরা । জেলায় পরপর বড় ধরনের নৃশংস ঘটনা ঘটেছে যুবতী ও কিশোরী মহিলাদের উপর মহিলারা যাতে নিজেদের রক্ষা করতে পারেন বা যে কোন বিপদের সময় তার জন্য জেলা পুলিশের এই উদ্যোগ কলেজ ছাত্রীদের এবার থেকে শুরু আত্মরক্ষামূলক প্রশিক্ষণ চলতে থাকবে বিভিন্ন কলেজে কলেজে এছাড়াও বিভিন্ন উচ্চ বিদ্যালয় গুলোতে এই ধরনের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে । ইতিমধ্যেই এই জেলাতেই প্রথম সুকন্যা ক্লাব খুলেছে কলেজ ছাত্রীরা এবং আগামী দিনে তারাই নতুন ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের জন্য আগ্রহী করে তুলবে দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবদত্ত কলেজে গিয়ে মহিলাদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বোঝান এবং জেলায় কলেজ ছাত্রীরা যাতে কোন প্রলোভনে পা না দেয় সে কারণে তার সজাগ থাকতে বলে এবং ছাত্রীদের বিশেষভাবে বোঝান তার বক্তব্যের মাধ্যমে ।
এই বিষয়ে বুনিয়াদপুর কলেজের এনসিসির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অধ্যাপিকা তনিমা দত্ত জানান গত 7 তারিখে বুনিয়াদপুর কলেজে সুকন্যা প্রোজেক্টের যেটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এই প্রজেক্টটি প্রথম আমাদের বুনিয়াদপুর কলেজে চালু হওয়ায় খুশি কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা । এই সুকন্যা প্রজেক্ট এর ট্রেনিং ৮ দিন দেওয়া হবে পশ্চিমবঙ্গে বিভিন্ন দিকে দিকে মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে এবং যারা এই সমস্ত কাজগুলো করছে এবং একে পুড়িয়ে ফেলার প্রবণতা তা ক্রমশ বেড়েই চলেছে । এছাড়া বিভিন্ন দিকে দিকে ধর্ষণের প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন সুযোগ সম্পন্ন ছেলেরা । এই সুকন্যা প্রজেক্ট ই একমাত্র উদ্দেশ্য যে নিজেকে তুমি ভীষণ শক্তভাবে তৈরি করো । কেউ তোমাকে যদি ভাঙতে আসে তাহলে তাকে তুমি ঘুরিয়ে দাও সম্পূর্ণভাবে সুকন্যা প্রজেক্ট এর মাধ্যমে নিজেরা সচেতন হও এবং বিভিন্ন রাস্তাঘাটে চলে তাদের উদ্ধার করা


বুনিয়াদপুর কলেজ এর প্রিন্সিপাল জিতেশ চন্দ্র চাকি জানান গত 7 জানুয়ারি থেকে বুনিয়াদপুর কলেজে এই প্রথম সুকন্যা প্রজেক্ট চালু হয়েছে । কিভাবে মেয়েদেরকে শারীরিকভাবে সক্ষম করা যায় এবং বিভিন্ন সময়ে রাস্তাঘাটে চলার সময় যদি কোন বিপদ হয় তাহলে সেই সে বিপদে উদ্ধার করায় তার মূল উদ্দেশ্য । এছাড়াও মেয়েদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে চলার সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় তার একটা ট্রেনিং দেওয়া হচ্ছে যেন নিজের পায়ে চলতে পারে ।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান এই প্রশিক্ষণ দেওয়া হবে যেন এরকম ঘটনা ভবিষ্যতে না হয় তার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে , আজকের দিনে যেখানে বেশিরভাগ লোকের পরিশ্রম উঠে যাচ্ছে । আগে আমরা হেঁটে হেঁটে বাড়ি আসতাম এখন টোটো মোটরসাইকেল এবং সাইকেল হওয়াতে হাঁটার কথা আমরা ভুলেই গেছি তাই সম্পূর্ণভাবে হাঁটা চলাফেরা টা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে । এই মার্শাল আর্টের মাধ্যমে শরীরকে ইম্প্রুভ করা সম্ভব । দ্বিতীয়তঃ ডিসিপ্লিন পরবর্তী জীবনে এটা তোমাকে সাহায্য । তৃতীয়তঃ একটা প্রতিকূল পরিবেশ এলে আমি যেন তার মোকাবেলা করতে পারি তার জন্যই মার্শাল আট টা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।





Body:মেয়েদের আত্মরক্ষার জন্য উদ্যোগ নিলো পুলিশ প্রশাসন ।।



Conclusion:মেয়েদের আত্মরক্ষার জন্য উদ্যোগ নিলো পুলিশ প্রশাসন ।।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.