ETV Bharat / state

চিকিৎসকের অভাব, রোগী দেখছে নার্সরা

পর্যাপ্ত চিকিৎসক নেই । যাঁদের নিয়োগ করা হচ্ছে তাঁদের অনেকে কাজে যোগ না দিয়ে ইস্তফা দিচ্ছেন । এই অবস্থায় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর গ্রামীণ হাসপাতালের নার্সরাই প্রাথমিক পরিষেবা দিচ্ছেন ।

রোগী দেখছে নার্সরা
author img

By

Published : Jun 28, 2019, 9:58 AM IST

Updated : Jun 28, 2019, 11:14 AM IST

হরিরামপুর , 28 জুন : রোগীদের লাইন । অথচ পর্যাপ্ত চিকিৎসক নেই । তাই রোগীদের সামলাচ্ছেন নার্সরা । নতুন যেসব চিকিৎসককে নিয়োগ করা হয়েছে তাঁদের মধ্যেও দু'জন কাজে যোগ না দিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন । এমনই টালমাটাল পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর গ্রামীণ হাসপাতালের ।

হরিরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচজন মেডিকেল অফিসার, একজন অতিরিক্ত মেডিকেল অফিসার ও একজন BMOH ছিলেন । গতকাল চারজন ডাক্তারকে উচ্চশিক্ষার জন্য কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় । এরপর জেলা স্বাস্থ্যভবনের তরফে জেলার হাসপাতাল থেকে তিনজন ডাক্তারকে হরিরামপুরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় । কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালের পুষ্পেন্দু চাকী, বালুরঘাট খাসপুর হাসপাতালের রাসেল হক । এছাড়াও গতবছর একটি বিতর্কিত ঘটনার জেরে এক মেডিকেল অফিসারকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটিতে স্থানান্তরিত করা হয়েছিল । তাঁকে ফের যোগদানের নির্দেশ দেওয়া হয় । কিন্তু তিনি গতকাল কাজে যোগ না দিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন BMOH-এর কাছে । অন্যদিকে আরও এক মেডিকেল অফিসারের বুধবার হাসপাতালে যোগ দেওয়ার কথা ছিল । কিন্তু তিনিও BMOH-এর কাছে ইস্তফাপত্র দেন । এর ফলে ডাক্তারের অভাবে সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগীদের । হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে নার্সরাই ডাক্তারদের ভূমিকায় প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ।

ডাক্তার অসীম সরকার বলেন, "অনেক অসুবিধা হলেও রোগী দেখতে হচ্ছে । এভাবেই চলতে হবে কিছু করার নেই ।

হরিরামপুর গ্রামীণ হাসপাতালের BMOH শেখ সৌভিক আলম জানান, চারজন ডাক্তারকে উচ্চশিক্ষার জন্য কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় । ডাক্তার শূন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিনজন ডাক্তারকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন । কিন্তু একজন চিকিৎসক অসুস্থ বলে আসছেন না । এখন হাসপাতাল সামলানোর জন্য একজন চিকিৎসক নিযুক্ত রয়েছেন । তবে আশা করছি জেলাসদর দপ্তর খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে ।

হরিরামপুর , 28 জুন : রোগীদের লাইন । অথচ পর্যাপ্ত চিকিৎসক নেই । তাই রোগীদের সামলাচ্ছেন নার্সরা । নতুন যেসব চিকিৎসককে নিয়োগ করা হয়েছে তাঁদের মধ্যেও দু'জন কাজে যোগ না দিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন । এমনই টালমাটাল পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর গ্রামীণ হাসপাতালের ।

হরিরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচজন মেডিকেল অফিসার, একজন অতিরিক্ত মেডিকেল অফিসার ও একজন BMOH ছিলেন । গতকাল চারজন ডাক্তারকে উচ্চশিক্ষার জন্য কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় । এরপর জেলা স্বাস্থ্যভবনের তরফে জেলার হাসপাতাল থেকে তিনজন ডাক্তারকে হরিরামপুরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় । কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালের পুষ্পেন্দু চাকী, বালুরঘাট খাসপুর হাসপাতালের রাসেল হক । এছাড়াও গতবছর একটি বিতর্কিত ঘটনার জেরে এক মেডিকেল অফিসারকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটিতে স্থানান্তরিত করা হয়েছিল । তাঁকে ফের যোগদানের নির্দেশ দেওয়া হয় । কিন্তু তিনি গতকাল কাজে যোগ না দিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন BMOH-এর কাছে । অন্যদিকে আরও এক মেডিকেল অফিসারের বুধবার হাসপাতালে যোগ দেওয়ার কথা ছিল । কিন্তু তিনিও BMOH-এর কাছে ইস্তফাপত্র দেন । এর ফলে ডাক্তারের অভাবে সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগীদের । হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে নার্সরাই ডাক্তারদের ভূমিকায় প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ।

ডাক্তার অসীম সরকার বলেন, "অনেক অসুবিধা হলেও রোগী দেখতে হচ্ছে । এভাবেই চলতে হবে কিছু করার নেই ।

হরিরামপুর গ্রামীণ হাসপাতালের BMOH শেখ সৌভিক আলম জানান, চারজন ডাক্তারকে উচ্চশিক্ষার জন্য কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় । ডাক্তার শূন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিনজন ডাক্তারকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন । কিন্তু একজন চিকিৎসক অসুস্থ বলে আসছেন না । এখন হাসপাতাল সামলানোর জন্য একজন চিকিৎসক নিযুক্ত রয়েছেন । তবে আশা করছি জেলাসদর দপ্তর খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে ।

Intro:
ডাক্তার সঙ্কট গ্রামীণ হাসপাতালে রুগীর চাপ সামলাচ্ছেন নার্সরা।

হরিরামপুর : 27 জুন ;- ডাক্তার সঙ্কট গ্রামীণ হাসপাতালে রুগীর চাপ সামলাচ্ছেন নার্সরা। বদলির নির্দেশ পাওয়া মাত্রই নতুন কর্মস্থলে কাজে যোগ না দিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে দপ্তরে আবেদন করলেন দুইজন ডাক্তার।

বৃহস্পতিবার থেকে চারজন ডাক্তার উচ্চ শিক্ষায় হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় একজন অতিরিক্ত মেডিক্যাল অফিসার ও নার্সরা মিলে জরুরীবিভাগ সামলাচ্ছেন। হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে নার্সরা ডাক্তারদের ভূমিকায় প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চারজন ডাক্তারের পরিবর্তে কোনো ডাক্তারের ব্যবস্থা করতে না পারায় হাসপাতালে চিকিৎসা করতে এসে তীব্র হয়রানির মুখে পড়তে হচ্ছে রুগীকে।
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচজন মেডিক্যাল অফিসার ,একজন অতিরিক্ত মেডিক্যাল অফিসার ও একজন বিএমওএইচ ছিলেন।বর্তমানে বৃহস্পতিবার চারজন ডাক্তার কে উচ্চ শিক্ষার জন্য কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। ডাক্তার শুন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিন জন ডাক্তারকে হরিরামপুর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ করেন । কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল থেকে পুষ্পেন্দু চাকী ,বালুরঘাট খাসপুর হাসপাতাল থেকে রাসেল হক। এছাড়া গত বছর হাসপাতালে এক বিতর্কিত ঘটনার জেরে এক মেডিক্যাল অফিসার হরিরামপুর হাসপাতাল থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কাজে যোগ দেন। সেই বিতর্কিত ডাক্তার কে হরিরামপুরে পুনঃরায় কাজে ফেরানোয় তিনি বৃহস্পতিবার কাজে যোগ না দিয়ে পদত্যাগ পত্র জমাদেন হরিরামপুরের বিএমওএইচ এর কাছে। এছাড়াও গত বুধবার কুশমণ্ডি এক মেডিক্যাল অফিসারের হরিরামপুর হাসপাতালে কাজে যোগদেবার কথা থাকলেও তিনি কুশমণ্ডি বিএমওএইচ কাছে পদত্যাগ পত্রজমা দিয়েছেন ।

এই বিষয়ে অসীম সরকার নামে এক ডাক্তার বলেন অনেক অসুবিধা হলেও রুগী দেখতে হচ্ছে ,কি করবো ,এভাবেই চলতে হবে কিছু করার নেই ।
হরিরামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ শেখ সৌভিক আলম জানান চারজন ডাক্তার কে উচ্চ শিক্ষার জন্য কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। ডাক্তার শুন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিন জন ডাক্তারকে হরিরামপুর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ করেন ,কিন্তু একজন ডাক্তার বাবু অসুস্থ বলে আসছেন না ,এখন হাসপাতাল সামলানোর জন্য একজন ডাক্তার বাবু নিযুক্ত রয়েছে ,খুব সমস্যা হবে আগামি দিনে এই হাসপাতাল চালাতে ।আসাকরছি জেলাসদর দপ্তর খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে ।

Body:
ডাক্তার সঙ্কট গ্রামীণ হাসপাতালে রুগীর চাপ সামলাচ্ছেন নার্সরা।

হরিরামপুর : 27 জুন ;- ডাক্তার সঙ্কট গ্রামীণ হাসপাতালে রুগীর চাপ সামলাচ্ছেন নার্সরা। বদলির নির্দেশ পাওয়া মাত্রই নতুন কর্মস্থলে কাজে যোগ না দিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে দপ্তরে আবেদন করলেন দুইজন ডাক্তার।

বৃহস্পতিবার থেকে চারজন ডাক্তার উচ্চ শিক্ষায় হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় একজন অতিরিক্ত মেডিক্যাল অফিসার ও নার্সরা মিলে জরুরীবিভাগ সামলাচ্ছেন। হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে নার্সরা ডাক্তারদের ভূমিকায় প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চারজন ডাক্তারের পরিবর্তে কোনো ডাক্তারের ব্যবস্থা করতে না পারায় হাসপাতালে চিকিৎসা করতে এসে তীব্র হয়রানির মুখে পড়তে হচ্ছে রুগীকে।
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচজন মেডিক্যাল অফিসার ,একজন অতিরিক্ত মেডিক্যাল অফিসার ও একজন বিএমওএইচ ছিলেন।বর্তমানে বৃহস্পতিবার চারজন ডাক্তার কে উচ্চ শিক্ষার জন্য কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। ডাক্তার শুন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিন জন ডাক্তারকে হরিরামপুর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ করেন । কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল থেকে পুষ্পেন্দু চাকী ,বালুরঘাট খাসপুর হাসপাতাল থেকে রাসেল হক। এছাড়া গত বছর হাসপাতালে এক বিতর্কিত ঘটনার জেরে এক মেডিক্যাল অফিসার হরিরামপুর হাসপাতাল থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কাজে যোগ দেন। সেই বিতর্কিত ডাক্তার কে হরিরামপুরে পুনঃরায় কাজে ফেরানোয় তিনি বৃহস্পতিবার কাজে যোগ না দিয়ে পদত্যাগ পত্র জমাদেন হরিরামপুরের বিএমওএইচ এর কাছে। এছাড়াও গত বুধবার কুশমণ্ডি এক মেডিক্যাল অফিসারের হরিরামপুর হাসপাতালে কাজে যোগদেবার কথা থাকলেও তিনি কুশমণ্ডি বিএমওএইচ কাছে পদত্যাগ পত্রজমা দিয়েছেন ।

এই বিষয়ে অসীম সরকার নামে এক ডাক্তার বলেন অনেক অসুবিধা হলেও রুগী দেখতে হচ্ছে ,কি করবো ,এভাবেই চলতে হবে কিছু করার নেই ।
হরিরামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ শেখ সৌভিক আলম জানান চারজন ডাক্তার কে উচ্চ শিক্ষার জন্য কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। ডাক্তার শুন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিন জন ডাক্তারকে হরিরামপুর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ করেন ,কিন্তু একজন ডাক্তার বাবু অসুস্থ বলে আসছেন না ,এখন হাসপাতাল সামলানোর জন্য একজন ডাক্তার বাবু নিযুক্ত রয়েছে ,খুব সমস্যা হবে আগামি দিনে এই হাসপাতাল চালাতে ।আসাকরছি জেলাসদর দপ্তর খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে ।

Conclusion:
ডাক্তার সঙ্কট গ্রামীণ হাসপাতালে রুগীর চাপ সামলাচ্ছেন নার্সরা।

হরিরামপুর : 27 জুন ;- ডাক্তার সঙ্কট গ্রামীণ হাসপাতালে রুগীর চাপ সামলাচ্ছেন নার্সরা। বদলির নির্দেশ পাওয়া মাত্রই নতুন কর্মস্থলে কাজে যোগ না দিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে দপ্তরে আবেদন করলেন দুইজন ডাক্তার।

বৃহস্পতিবার থেকে চারজন ডাক্তার উচ্চ শিক্ষায় হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় একজন অতিরিক্ত মেডিক্যাল অফিসার ও নার্সরা মিলে জরুরীবিভাগ সামলাচ্ছেন। হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে নার্সরা ডাক্তারদের ভূমিকায় প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চারজন ডাক্তারের পরিবর্তে কোনো ডাক্তারের ব্যবস্থা করতে না পারায় হাসপাতালে চিকিৎসা করতে এসে তীব্র হয়রানির মুখে পড়তে হচ্ছে রুগীকে।
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচজন মেডিক্যাল অফিসার ,একজন অতিরিক্ত মেডিক্যাল অফিসার ও একজন বিএমওএইচ ছিলেন।বর্তমানে বৃহস্পতিবার চারজন ডাক্তার কে উচ্চ শিক্ষার জন্য কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। ডাক্তার শুন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিন জন ডাক্তারকে হরিরামপুর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ করেন । কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল থেকে পুষ্পেন্দু চাকী ,বালুরঘাট খাসপুর হাসপাতাল থেকে রাসেল হক। এছাড়া গত বছর হাসপাতালে এক বিতর্কিত ঘটনার জেরে এক মেডিক্যাল অফিসার হরিরামপুর হাসপাতাল থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কাজে যোগ দেন। সেই বিতর্কিত ডাক্তার কে হরিরামপুরে পুনঃরায় কাজে ফেরানোয় তিনি বৃহস্পতিবার কাজে যোগ না দিয়ে পদত্যাগ পত্র জমাদেন হরিরামপুরের বিএমওএইচ এর কাছে। এছাড়াও গত বুধবার কুশমণ্ডি এক মেডিক্যাল অফিসারের হরিরামপুর হাসপাতালে কাজে যোগদেবার কথা থাকলেও তিনি কুশমণ্ডি বিএমওএইচ কাছে পদত্যাগ পত্রজমা দিয়েছেন ।

এই বিষয়ে অসীম সরকার নামে এক ডাক্তার বলেন অনেক অসুবিধা হলেও রুগী দেখতে হচ্ছে ,কি করবো ,এভাবেই চলতে হবে কিছু করার নেই ।
হরিরামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ শেখ সৌভিক আলম জানান চারজন ডাক্তার কে উচ্চ শিক্ষার জন্য কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। ডাক্তার শুন্য হরিরামপুর হাসপাতালের জন্য জেলা স্বাস্থ্য ভবন জেলার হাসপাতাল থেকে তিন জন ডাক্তারকে হরিরামপুর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ করেন ,কিন্তু একজন ডাক্তার বাবু অসুস্থ বলে আসছেন না ,এখন হাসপাতাল সামলানোর জন্য একজন ডাক্তার বাবু নিযুক্ত রয়েছে ,খুব সমস্যা হবে আগামি দিনে এই হাসপাতাল চালাতে ।আসাকরছি জেলাসদর দপ্তর খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে ।

Last Updated : Jun 28, 2019, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.