কুশমণ্ডি, 20 মে : কুশমণ্ডিতে 3 জনের শরীরে কোরোনার হদিস মেলায় শুরু হল স্যানিটাইজ়িং । কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল চত্বর সহ আরও 3 এলাকায় জীবাণুমুক্তি করল বুনিয়াদপুরের দমকল বিভাগ । তেলিপাড়া, দেহাবন্দ ও কুশমণ্ডি ব্লকের বিভিন্ন এলাকায় স্যানিটাইজ়িং করা হয় । বুনিয়াদপুরের দমকল বাহিনী বুধবার বিকাল পর্যন্ত স্যানিটাইজ়িং চালায় ।
শনিবার রাতেই দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকে তিনজনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাস । আক্রান্ত 3 জনকে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভরতি করা হয় । কোরোনা আক্রান্তে হদিস মেলায় দক্ষিণ দিনাজপুরের প্রশাসন তৎপর হয় ।
আক্রান্তদের পরিবারের লোকদের হোম কোয়ারানটিনে রাখা হয় । তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে । অন্যদিকে ওই 3 জনের সংস্পর্শে কারা কারা এসেছিল তাদের খোঁজ চালাচ্ছে প্রশাসন ।
গতকাল প্রথমে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল চত্বর ও তেলিপাড়ায় স্যানিটাইজ়িং করা হয় । তারপর বুধবার দেহাবন্দ এবং কুশমণ্ডির অন্যান্য এলাকার রাস্তাঘাট স্যানিটাইজ়িং করা হয়েছে । প্রশাসনের উদ্যোগে স্থানীয়দের আতঙ্ক দূর করতে স্যানিটাইজ় করা হয়েছে । আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বাড়ি রাস্তাঘাট স্যানিটাইজ় করা হয় । ওই এলাকাগুলিতে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং ।