বালুরঘাট,১ ডিসেম্বর: বালুরঘাট স্টেশন থেকে দ্রুত ট্রেন পরিষেবা চালু ও দক্ষিণ দিনাজপুরে বন্ধ থাকা রেললাইন সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ দেখাল RSP । গতকাল বিক্ষোভ সমাবেশের আগে বালুরঘাটে মোটরবাইক ব়্যালি করেন কর্মী-সমর্থকরা ।
কোরোনা সংক্রমণের জেরে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । এই কারণে প্রায় আট মাস ধরে বালুরঘাট স্টেশন থেকেও ট্রেন চলাচল করছে না । এদিকে আনলক পর্বে কয়েকটি স্টেশন থেকে ট্রেন পরিষেবা চালু হয়েছে ৷ আরও কয়েকটি স্টেশনে ট্রেন চলাচল শুরু হচ্ছে । অভিযোগ এমন পরিস্থিতিতে বালুরঘাট রেল স্টেশন থেকে কোনও ট্রেন চালানো হচ্ছে না । এরই প্রতিবাদে গতকাল বিক্ষোভ সমাবেশ করে RSP । নেতৃত্ব দেন RSP নেত্রী সুচেতা বিশ্বাস, প্রলয় ঘোষ সহ অন্যরা ।
সুচেতা বিশ্বাস বলেন, বালুরঘাট স্টেশন থেকে অবিলম্বে গৌড় লিঙ্ক ট্রেন, তেভাগা এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস, মালদা DMU , শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন চালু করতে হবে । তা ছাড়াও জেলায় বন্ধ হয়ে থাকা রেল প্রকল্প বালুরঘাট-হিলি এবং বুনিয়াদপুর-কালিয়াগঞ্জের মধ্যে রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত শুরু করতে হবে ।
বালুরঘাট স্টেশন থেকে সব ধরনের ট্রেন পরিষেবা চালু করার দাবিতে তারা স্টেশনে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয় । দাবি মানা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা । বালুরঘাটের স্টেশন মাস্টার জানিয়েছেন, ডেপুটেশনের কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন ।