ETV Bharat / state

বাম-তৃণমূল ছেড়ে BJP-তে 200 জন - বাম-তৃণমূল ছেড়ে BJP-তে 200 জন

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে BJP-তে যোগদান করলেন 200 জন তৃণমূল ও RSP কর্মী-সমর্থক ৷

বিজেপিতে যোগদান
author img

By

Published : Aug 15, 2019, 9:46 PM IST

তপন, 15 অগাস্ট: বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে BJP-তে যোগদান করলেন 200 জন তৃণমূল ও RSP কর্মী-সমর্থক ৷ আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তৃণমূল ও RSP কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷

আজ তপন থানার সালাস গম্ভীরাতলা গ্রামের তৃণমূল নেতা BJP-তে যোগদান করে জানান, দীর্ঘদিনে সালাস এলাকায় কোনওরকম উন্নয়ন হয়নি ৷ এজন্যই বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগ দিয়েছেন ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের মাত্রা বেড়েছে ৷ প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে ৷

আরও পড়ুন : গাছে রাখি বাঁধল পড়ুয়ারা, নিল রক্ষার প্রতিশ্রুতি

লোকসভা নির্বাচনের পর নিজেদের সংগঠন আরও মজবুত করতে BJP-র পক্ষ থেকে নতুন সদস্য অভিযান শুরু হয়েছে ৷ গত 6 জুলাই থেকে এই অভিযান শুরু হয়েছে ৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তপনের সালাস গম্ভীরাতলা গ্রামে যান বালুরঘাটের সাংসদ ৷ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় ৷ পরে অনুষ্ঠান শেষে ওই গ্রামের প্রায় 200 জন বাম-তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন ৷

তপন, 15 অগাস্ট: বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে BJP-তে যোগদান করলেন 200 জন তৃণমূল ও RSP কর্মী-সমর্থক ৷ আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তৃণমূল ও RSP কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷

আজ তপন থানার সালাস গম্ভীরাতলা গ্রামের তৃণমূল নেতা BJP-তে যোগদান করে জানান, দীর্ঘদিনে সালাস এলাকায় কোনওরকম উন্নয়ন হয়নি ৷ এজন্যই বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগ দিয়েছেন ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের মাত্রা বেড়েছে ৷ প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে ৷

আরও পড়ুন : গাছে রাখি বাঁধল পড়ুয়ারা, নিল রক্ষার প্রতিশ্রুতি

লোকসভা নির্বাচনের পর নিজেদের সংগঠন আরও মজবুত করতে BJP-র পক্ষ থেকে নতুন সদস্য অভিযান শুরু হয়েছে ৷ গত 6 জুলাই থেকে এই অভিযান শুরু হয়েছে ৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তপনের সালাস গম্ভীরাতলা গ্রামে যান বালুরঘাটের সাংসদ ৷ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় ৷ পরে অনুষ্ঠান শেষে ওই গ্রামের প্রায় 200 জন বাম-তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন ৷

Intro:সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে তপনে বাম তৃণমূল থেকে বিজেপিতে যোগ ২০০।।

তপন, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের দিনই তপনে ফের বাম তৃণমূলে ভাঙন। বৃহস্পতিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে তৃণমূল ও আরএসপি থেকে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করল। এদিন একটি অনুষ্ঠানের মধ্য সদ্য বিজেপিতে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুকান্ত মজুমদার।

লোকসভা নির্বাচনের পর নিজেদের সংগঠন আরও মজবুত করতে বিজেপির পক্ষ সদস্যতা অভিযান শুরু হয়েছে। ৬ জুলাই থেকে চলা সদস্যতা অভিযানে শুরু হয়েছে। এবং বর্তমানে এই কর্মসূচি চলছেও। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তপন থানার সালাস গম্ভীরাতলা গ্রাম যানে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে এদিন সালাস গ্রামের প্রায় ২০০ জন বাম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। কেন্দ্র সরকারের কাজে উদ্বুদ্ধ হয়ে তারা বিজেপিতে যোগদান করেন। সদ্য বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুকান্ত মজুমদার।

এবিষয়ে সদ্য বিজেপিতে যোগদানকারী বিভাস ঘোষ জানান, দীর্ঘ দিনে তাদের সালাস এলাকায় কোন রকম উন্নয়ন পৌঁছায়নি। উন্নয়ন না পৌঁছানোয় আজ তারা গোটা গ্রামের মানুষ বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন।

অন্য দিকে এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকেই বিজেপিতে যোগদানের মাত্রা বেড়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.