ETV Bharat / state

ভূতের ভয় কাটাতে বালুরঘাটে 1 কোটি টাকা ব্যয়ে মন্দির সংস্কার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 10:13 PM IST

Temple Renovation: মন্দির ছিল আগেই, তবে এবার তা এক কোটি টাকা ব্য়য়ে সংস্কার করা হবে ৷ আজই তার ভিত্তিস্থাপন হয়েছে ৷

Etv Bharat
1 কোটি টাকায় মন্দির সংস্কার
বালুরঘাটে 1 কোটি টাকায় মন্দির সংস্কার

বালুরঘাট, 1 ডিসেম্বর: নতুন রূপে 1 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠতে চলেছে বালুরঘাট বাসস্ট্যান্ডের মোটরকালী বাড়ি মাতার মন্দির । বর্তমানে জরাজীর্ণ একচালার মন্দির নতুন রূপ পাবে । শুক্রবার সকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিস্থাপন করা হয় । 11 জনের এই ট্রাস্টের উদ্যোগে এদিন নতুন মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় । মন্দির কমিটির আড়াই শতক জমির উপরে গড়ে তোলা হবে এক কোটি টাকা খরচের একটি মন্দির ।

উল্লেখ্য, বর্তমান বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড এলাকা একসময় ফুটানিগঞ্জের হাট নামে পরিচিত ছিল । সেই সময় এলাকায় জনবসতি কম থাকায় পুরাতন হাসপাতালের মর্গ ছিল বর্তমানের মন্দির চত্বর এলাকাতেই । এরপর রঘুনাথপুর এলাকায় জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় । মর্গের পাশেই বালুরঘাট পৌর বাসস্ট্যান্ড চালু হলে, মর্গ সরিয়ে নিয়ে যাওয়া হয় বালুরঘাট হাসপাতালে । কিন্তু ওই মর্গের আতঙ্ক চেপে বসে শ্রমিকদের উপর ।

একসময় ভূতের আতঙ্ক কাটাতেই মোটর শ্রমিকরা মোটর কালীর পুজো চালু করেছিলেন । 1969 সালে এই মর্গ এলাকাতেই স্থাপন করা হয় কালীমন্দির । কুমারগঞ্জের সিংহ পরিবার থেকে বিগ্রহ এনে এই মন্দির স্থাপন করা হয়েছিল । ফুটানিগঞ্জ হাট এলাকায় পাবলিক বাসস্ট্যান্ড তৈরি হওয়ায় এই মন্দিরের নামকরণ করা হয় মোটর কালী মন্দির । সেই পুজো আজও করে আসছেন তাঁরা । পরে অবশ্য বাস মালিকরা ও বাসিন্দারা এগিয়ে এসেছে ওই পুজোর দায়িত্ব নিতে । এবারে সকলের উদ্যোগেই ওই নতুন মন্দির গড়া হবে বলে জানান বাসমালিক সংগঠনের নেতা মানস চৌধুরী ।

বালুরঘাট শহরের মধ্যস্থলে ব্যস্ততম এলাকায় এই মন্দির হওয়ায় মন্দিরটি পুনরায় সুন্দররূপে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে । বাস টার্মিনালস অনার্স অ্যাসোসিয়েশন, বালুরঘাট বাস শ্রমিক ইউনিয়ন ও এলাকার ব্যাবসায়ী সংগঠন মন্দিরটি নতুন রূপে গঠন করতে তৈরি করে মোটরকালী ট্রাস্ট ।

আরও পড়ুন :

1 মায়াপুরের ধাঁচে রামকেলি ধামে রাধামাধবের মন্দির নির্মাণ করছে ইসকন

2 'রাম মন্দির নির্মাণ আমাদের ধৈর্যের জয়', বললেন মোদি

3 নৈবেদ্য-প্রসাদ সবই বই, ঈশ্বর হল জ্ঞান ! পাহাড়ের কোলে এই মন্দিরে সব ধর্মের অবারিত দ্বার

বালুরঘাটে 1 কোটি টাকায় মন্দির সংস্কার

বালুরঘাট, 1 ডিসেম্বর: নতুন রূপে 1 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠতে চলেছে বালুরঘাট বাসস্ট্যান্ডের মোটরকালী বাড়ি মাতার মন্দির । বর্তমানে জরাজীর্ণ একচালার মন্দির নতুন রূপ পাবে । শুক্রবার সকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিস্থাপন করা হয় । 11 জনের এই ট্রাস্টের উদ্যোগে এদিন নতুন মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় । মন্দির কমিটির আড়াই শতক জমির উপরে গড়ে তোলা হবে এক কোটি টাকা খরচের একটি মন্দির ।

উল্লেখ্য, বর্তমান বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড এলাকা একসময় ফুটানিগঞ্জের হাট নামে পরিচিত ছিল । সেই সময় এলাকায় জনবসতি কম থাকায় পুরাতন হাসপাতালের মর্গ ছিল বর্তমানের মন্দির চত্বর এলাকাতেই । এরপর রঘুনাথপুর এলাকায় জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় । মর্গের পাশেই বালুরঘাট পৌর বাসস্ট্যান্ড চালু হলে, মর্গ সরিয়ে নিয়ে যাওয়া হয় বালুরঘাট হাসপাতালে । কিন্তু ওই মর্গের আতঙ্ক চেপে বসে শ্রমিকদের উপর ।

একসময় ভূতের আতঙ্ক কাটাতেই মোটর শ্রমিকরা মোটর কালীর পুজো চালু করেছিলেন । 1969 সালে এই মর্গ এলাকাতেই স্থাপন করা হয় কালীমন্দির । কুমারগঞ্জের সিংহ পরিবার থেকে বিগ্রহ এনে এই মন্দির স্থাপন করা হয়েছিল । ফুটানিগঞ্জ হাট এলাকায় পাবলিক বাসস্ট্যান্ড তৈরি হওয়ায় এই মন্দিরের নামকরণ করা হয় মোটর কালী মন্দির । সেই পুজো আজও করে আসছেন তাঁরা । পরে অবশ্য বাস মালিকরা ও বাসিন্দারা এগিয়ে এসেছে ওই পুজোর দায়িত্ব নিতে । এবারে সকলের উদ্যোগেই ওই নতুন মন্দির গড়া হবে বলে জানান বাসমালিক সংগঠনের নেতা মানস চৌধুরী ।

বালুরঘাট শহরের মধ্যস্থলে ব্যস্ততম এলাকায় এই মন্দির হওয়ায় মন্দিরটি পুনরায় সুন্দররূপে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে । বাস টার্মিনালস অনার্স অ্যাসোসিয়েশন, বালুরঘাট বাস শ্রমিক ইউনিয়ন ও এলাকার ব্যাবসায়ী সংগঠন মন্দিরটি নতুন রূপে গঠন করতে তৈরি করে মোটরকালী ট্রাস্ট ।

আরও পড়ুন :

1 মায়াপুরের ধাঁচে রামকেলি ধামে রাধামাধবের মন্দির নির্মাণ করছে ইসকন

2 'রাম মন্দির নির্মাণ আমাদের ধৈর্যের জয়', বললেন মোদি

3 নৈবেদ্য-প্রসাদ সবই বই, ঈশ্বর হল জ্ঞান ! পাহাড়ের কোলে এই মন্দিরে সব ধর্মের অবারিত দ্বার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.