বংশীহারি, 17 ডিসেম্বর: আদিবাসীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকায় নাম নেই ৷ তাই পুনরায় নামের তালিকা তৈরির দাবিতে পথ অবরোধ করে এলাকার শতাধিক আদিবাসী (Protest Against No Name on List in PM Awas Yojana)।
বংশীহারি ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে গতকাল প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা প্রকাশ করা হয়। এলাকার আদিবাসীদের অভিযোগ, 95 শতাংশ আদিবাসীদের নাম নেই তালিকায়। আদিবাসীদের নাম তোলার দাবিতে এবং পুনরায় তালিকা তৈরির দাবিতে প্রথমে মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান আদিবাসী পরিবারের লোকজন। এরপর পাথরঘাটা এলাকায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। ঘটনায় বালুরঘাট-মালদা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার পুলিশবাহিনী। ঘণ্টাখানেক অবরোধের পর প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে পুলিশের এই আশ্বাসে অবরোধ ওঠে।
আন্দোলনকারী আদিবাসী লক্ষ্মী হেমব্রম জানান, মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত গরিব আদিবাসীরা বাস করেন তাঁদের 95 শতাংশ পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই। পুনরায় তালিকা তৈরিতে পথ অবরোধ করেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে যদি তাঁদের দাবি মেনে না-নেওয়া হয় তাহলে আগামীতে আবারও অবরোধ করব।
আরও পড়ুন: বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় প্রধানের বাবার নাম
এই বিষয়ে লক্ষ্মণ হাঁসদা বলেন, "গতকাল পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা দেয়, কিন্তু সেই তালিকাতে বাদ গিয়েছে প্রচুর আদিবাসীদের নাম। পুনরায় তালিকা তৈরির দাবিতে প্রথমে মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান আদিবাসী পরিবারের লোকজন। আমরা চাই পঞ্চায়েতের পক্ষ থেকে সঠিক তালিকা প্রকাশ করুক। এই বিষয়ে বংশীহারি ব্লকের বিডিও সুদেষ্ণা পাল জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। খোঁজ খবর নেওয়া হচ্ছে ।