ETV Bharat / state

Mamata Banerjee Administrative Meeting : মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু দক্ষিণ দিনাজপুরে - preparation-of-cm-mamata-banerjees-visit in south-dinajpur

প্রশাসনের তরফে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের শুরুতে দক্ষিণ দিনাজপুরে আসছেন (Mamata Banerjee South Dinajpur Visit) ৷ তারই প্রস্তুতি শুরু করেছে জেলা পুলিশ-প্রশাসন ৷

south dinajpur administration starts preparation of cm mamata banerjee visit
Mamata Banerjee Administrative Meeting : মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু দক্ষিণ দিনাজপুরে
author img

By

Published : Nov 29, 2021, 9:01 PM IST

বংশীহারি, 29 নভেম্বর : ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণ দিনাজপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee South Dinajpur Visit) ৷ প্রশাসন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী 7 বা 8 তারিখ জেলা সফর শুরু করবেন তিনি ।

তাই সোমবার সন্ধ্যা 7টা নাগাদ বুনিয়াদপুরে প্রশাসনিক কর্তারা এলাকার পরিদর্শন করেন ৷ এদিন প্রথমে সুকান্ত মঞ্চে পরে বুনিয়াদপুর ফুটবল মাঠ পরিদর্শন করেন জেলাশাসক আয়েশা রানি ও জেলা পুলিশ কর্তা রাহুল দে-সহ জেলার বিভিন্ন পদাধিকারী আধিকারিকরা । তবে এই নিয়ে প্রশাসনের আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি ৷

যদিও সরকারিভাবে এ নিয়ে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি । সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা (Mamata Banerjee Administrative Meeting) কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন : Udayan Guha on BSF : গ্রামে গ্রামে ঘুরছে কেন বিএসএফ, 2024-এর প্রস্তুতি, ফের বিতর্ক উস্কে দিলেন উদয়ন

তা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অথবা বুনিয়াদপুরে হতে পারে ৷ কোথায় হবে তা প্রশাসনের শীর্ষস্তর থেকেই নেওয়া হবে বলে খবর ৷ তাই এদিনের পরিদর্শন বলে জানা গিয়েছে ৷

বংশীহারি, 29 নভেম্বর : ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণ দিনাজপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee South Dinajpur Visit) ৷ প্রশাসন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী 7 বা 8 তারিখ জেলা সফর শুরু করবেন তিনি ।

তাই সোমবার সন্ধ্যা 7টা নাগাদ বুনিয়াদপুরে প্রশাসনিক কর্তারা এলাকার পরিদর্শন করেন ৷ এদিন প্রথমে সুকান্ত মঞ্চে পরে বুনিয়াদপুর ফুটবল মাঠ পরিদর্শন করেন জেলাশাসক আয়েশা রানি ও জেলা পুলিশ কর্তা রাহুল দে-সহ জেলার বিভিন্ন পদাধিকারী আধিকারিকরা । তবে এই নিয়ে প্রশাসনের আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি ৷

যদিও সরকারিভাবে এ নিয়ে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি । সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা (Mamata Banerjee Administrative Meeting) কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন : Udayan Guha on BSF : গ্রামে গ্রামে ঘুরছে কেন বিএসএফ, 2024-এর প্রস্তুতি, ফের বিতর্ক উস্কে দিলেন উদয়ন

তা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অথবা বুনিয়াদপুরে হতে পারে ৷ কোথায় হবে তা প্রশাসনের শীর্ষস্তর থেকেই নেওয়া হবে বলে খবর ৷ তাই এদিনের পরিদর্শন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.