গঙ্গারামপুর, 5 আগস্ট : হাইকোর্টের নির্দেশ মেনে আজ (সোমবার) গঙ্গারামপুর পৌরসভায় চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা সভা হল ৷ প্রশান্ত মিত্র ও তাঁর অনুগামী 6 কাউন্সিলর অনুপস্থিত থাকায় 11-0 ভোটে পাশ হয় অনাস্থা প্রস্তাব ৷
এদিকে অনাস্থা সভা স্থগিত রাখার সিদ্ধন্ত নিয়েছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তুলসীপ্রসাদ চৌধুরি ৷ দু'দিন আগে চিঠি দিয়ে সমস্ত কাউন্সিলরকে সভা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন ৷ তবুও আজই অনাস্থা সভা করার সিদ্ধান্তে অনঢ় থাকে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তাই গতকালই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র আজকের অনাস্থা সভা বয়কটের ডাক দিয়েছিলেন । গতরাত থেকেই প্রশান্ত মিত্র সহ মোট সাত জন কাউন্সিলর নিজেদের আড়াল করে রেখেছেন ৷
আজকের অনাস্থা সভাকে ঘিরে সকাল থেকেই গঙ্গারামপুর পৌরসভা চত্বর সরগরম হয় ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই পৌরসভা চত্বরে বিশাল পুলিশ মোতায়ন করা হয় । নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল ।
প্রসঙ্গত, 24 জুন বিপ্লব মিত্র BJP-তে যোগ দিতেই তাঁর ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন 10 জন কাউন্সিলর । 25 জুন প্রশান্ত মিত্র ও তাঁর ভাই চিরঞ্জীব মিত্রকে দল থেকে বহিষ্কার করা হয় । এদিকে অনাস্থা আনার কিছুদিনের মধ্যেই তৎকালীন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারকে অপসারণ করেন প্রশান্ত মিত্র ।
এরপরই ভাইস চেয়ারম্যান হিসেবে নতুন করে তুলসীপ্রসাদ চৌধুরীকে পদে বসানো প্রশান্ত মিত্র । পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান হাইকোর্টের দ্বারস্থ হন । আদালত ২৩ জুলাই অনাস্থা সভার উপর স্থগিতাদেশ দেয় ৷ হাইকোর্ট সেই সভা 5 অগাস্ট করার নির্দেশ দেয় আদালত ৷ সেই নির্দেশ মতোই আজ সভা অনুষ্ঠিত হয় ৷
যদিও গঙ্গারামপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান প্রশান্ত মিত্রের দাবি, " যিনি এই সভা ডেকেছিলে তিনি সভার উপর স্থগিতাদেশ দিয়েছেন । সেখানে তাদের যাওয়ার কোন কথাই নয় । আজকের সভা স্থগিত রাখার জন্য সেই চিঠি প্রত্যেক কাউন্সিলর থেকে জেলা প্রশাসন আধিকারিকদের কাছে পাঠান হয়েছে ৷ সেই সভা হওয়ার কথা নয়, এমনকি সেখানে আমাদের থাকার কথাও নয় । আইন অনুযায়ী অনাস্থা সভা বয়কটের ডাক দিয়েছি ৷ "
এদিকে এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার জানান, আমরা 11 জন কাউন্সিলর গঙ্গারামপুর পৌরসভায় হাজির হয়েছিলাম ৷ আদালতের রায় মেনেই আমরা আজকের সভায় যোগ দিয়েছি । আজকের অনাস্থা সভায় প্রমাণিত হয়েছে প্রশান্ত মিত্র সংখ্যালঘু ৷ খুব শীঘ্রই পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা হবে ৷