গঙ্গারামপুর, 8 জুলাই : রাজ্য বিজেপি সভাপতির গাড়ি দেখে তাঁর কাছে ছুটে এলেন রাজ্য পুলিশের এক কর্মী ৷ চোখে-মুখে আতঙ্ক নিয়েই সুকান্ত মজুমদারকে বললেন, "বুথ থেকে না সরালে আমায় মেরে ফেলবে, আমাকে বাঁচান ৷" হাতজোড় করে কর্তব্যরত সেই পুলিশ কর্মীর আর্জি, বুথে দেদার ছাপ্পা ভোট চলছে ৷ বাধা দিতে গেলে খুনের হুমকি আসছে ৷ তাঁর জীবন বিপন্ন ৷ তিনি দায়িত্ব থেকে সরে যেতে চান ৷ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, সুখদেবপুর অঞ্চলে শনিবার নির্বাচনের দিন সকাল থেকেই ছিলেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই 176 নম্বর বুথে সকাল থেকে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ করছে বিজেপি ৷ এবার সেই ছাপ্পা ভোটের কথা স্বীকার করে নিচ্ছেন খোদ রাজ্য পুলিশের কর্মী কৃষ্ণমোহন ঝাঁ ৷
সুকান্তের গাড়ির সামনে এসে কৃষ্ণমোহন বাবু স্পষ্ট জানান, শাসকদলের নেতৃত্বেই বুথে ছাপ্পা ভোট হচ্ছে ৷ প্রাণ হাতে নিয়ে পুলিশ কর্মীরা কাজ করছেন ৷ বাধা দিতে গেলেই আসছে হুমকি, মারধর ৷ গোটা ঘটনা ভিডিয়ো-সহ ট্যুইট করেছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ সুকান্ত মজুমদারের ট্যুইট, দক্ষিণ দিনাজপুরের সুখদেবেপুরের 176 নম্বর বুথে ভোট পরিস্থিতি ভয়ানক ৷ পুলিশ কর্মী নিজের প্রান বাঁচাতে পালিয়ে এসেছেন ৷ দুষ্কৃতীরা পুলিশদেরও রেয়াত করছে না ৷ ট্য়ুইট করে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসকে চিহ্নিত করেছেন সুকান্ত ৷
ফুটেজে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত পুলিশ কর্মীকে সুকান্ত বলছেন, " ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান, তাঁদের বলুন আপনার জীবন বিপন্ন, দায়িত্ব আপনি সামলাতে পারবেন না ৷"
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে সেই 'মৃত্যু-উপত্যকা' বাংলা, রাজ্যজুড়ে মৃত 9, জখম বহু
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সকাল থেকে বাংলাজুড়ে একের পর এক মৃত্যু ৷ রাজ্য পুলিশ ও প্রশাসনকে টার্গেট করে একের পর এক ট্যুইটও করে চলেছে বিজেপি নেতৃত্ব ৷ এবার সরাসরি রাজ্য পুলিশের কর্মীর এই অভিযোগে নতুন করে বিতর্কের মুখে রাজ্য সরকার ৷